ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি? আপনি কেন ইংরেজি সাহিত্য কে পছন্দের তালিকায় রাখবেন?ইংরেজিতে অনার্স পড়াকালীন কিংবা পড়তে ইচ্ছুক শিক্ষার্থীর কোটি টাকার প্রশ্ন হল,
ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি?
বাংলাদেশে অনার্স পড়ার জন্য বিষয়ের কমতি নেই।যার যে বিষয় পছন্দ সে ওই বিষয় নিয়ে অনার্স করে। বেশিরভ ছাত্র-ছাত্রী ইংরেজি নিয়ে অনার্স করতে পছন্দ করে। এত বিষয় থাকতে কেন ইংরেজি নিয়ে অনার্স করা? ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং এখনকার যুগে ইংরেজি পুরো পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার ভাষা হয়ে দাঁড়িয়েছে।ইংরেজি ছাড়া এখন কোন কর্ম ক্ষেত্রে উন্নতি করা সম্ভব নয়। ইংরেজিতে অনার্স করলে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়। যা ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের অনেক সাহায্য করতে পারে। তাই, ইংরেজি নিয়ে অনার্স পড়া।
More: Notes of English Dept.
ইংরেজি অনার্স করার সময় কি পড়ানো হয়?
ইংরেজি বিভাগে সর্বপ্রথম ভাষা এবং সাহিত্যের উপর গুরুত্ব দেওয়া হয়।ভাষা-সাহিত্য সহ আরো অনেক বিষয় পড়ানো হয় ইংরেজি বিভাগে।
ইংরেজি অনার্সে যেসব বিষয় পড়ানো হয়:
- Poetry, stories, novels, plays, and linguistics
- Theory
- Principles and methods of teaching literature
- English language (writing, reading, and speaking)
- Bangla literature
- History
- Philosophy
- Anthropology
- Cultural studies
- Sexual Politics
- Media and film
অ্যাডিশনাল স্কিল যা আপনি অনার্স এর পাশাপাশি অর্জন করতে পারবেন।
- Public speaking and presentation skills
- Translation
- IELTS (International English Language Testing System)
- Listening
- Writing
- Reading
- Speaking
ইংরেজি সাহিত্যের গ্র্যাজুয়েটদের জন্য উপযোগী ২০টি ক্যারিয়ার।এই ২০টি ক্যারিয়ারের তালিকা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
১। শিক্ষক
২। প্রফেসর এবং লেকচারার
৩। কপিরাইটার
৪। টেকনিক্যাল রাইটার
৫। প্যারালিগাল
৬। সাংবাদিক
৭। ওয়েব এডিটর এবং কন্টেন্ট ম্যানেজার
৮। গৃহশিক্ষক
৯। কপি এডিটর
১০। প্রকাশক
১১। অভিধান লেখক।
১২। এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট
১৩। প্রশাসক
১৪। শিক্ষানীতি বিশ্লেষক
১৫। পিআর ম্যানেজার
১৬। প্রাতিষ্ঠানিক লাইব্রেরিয়ান
১৭। ফ্রিল্যান্স লেখক
১৮। অ্যাডভার্টাইজিং ম্যানেজার
১৯। অনুবাদক
২০। সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যানেজার
আপনাদের সাহিত্য পড়া সহজ এবং বোধগম্য করতে আমাদের (literature xpress) প্রিমিয়াম লেকচার, বাংলা ও ইংলিশ সামারি এবং হ্যান্ডনোট পাবেন ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত একদম ফ্রিতে। যেকোন ধরনের সমস্যায়, লাইফটাইম আমাদের সাপোর্ট পাবেন দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন। শুভ কামনা আপনাদের সবার জন্য।
-Ema