What is a One-Act play? What Characteristics of One-Act Play Do You Find in Riders to the Sea? (বাংলায়)

Question: What is a one-act play? What characteristics of one-act play do you find in Riders to the Sea?

এক অঙ্কের নাটক

এক অঙ্কের নাটকে একটি এক্ট থাকে, অর্থাৎ দৃশ্য বা স্থান পরিবর্তন হয় না। সাধারণত স্টেজে ২০ থেকে ৬০ মিনিট দৈর্ঘের নাটক এগুলো। এই ধরণের নাটকে একই দৃশ্যে চলমান অভিনয়ের মাধ্যমে সম্পূর্ণ ঘটমা বা থিম উপস্থাপন করা হয়।

“Riders to the Sea” is a One-Act Play

“রাইডার্স টু দ্যা সি” একটি ওয়ান-এক্ট ট্র‍্যাজেডি নাটক, লিখেছেন বিখ্যাত আইরিশ নাট্যকার জে. এম. সিন। এটি প্রথম স্টেজে অভিনয় করা হয় ১৯০৪ সালে। এই নাটকে অ্যারান আইল্যান্ডের লোকদের সাগরের সাথে সংগ্রাম করে টিকে থাকার মর্মান্তিক গল্প বলা হয়েছে।

আরো পড়ুনঃ How Does Baroka Seduce Sidi in “The Lion and the Jewel”? (বাংলায়)

ওয়ান-এক্ট নাটকের বৈশিষ্ট্যগুলো “রাইডার্স টু দ্যা সি” নাটকে বিদ্যমান। নিচে এগুলো আলোচনা করা হলো।

Compact Length: ওয়ান-এক্ট নাটক স্বল্প দৈর্ঘের হয়, এবং “রাইডার্স টু দ্যা সি” একটি ছোট নাটক। নাটকের ছোট দৈর্ঘের ফলে এর বিষয়বস্তু চমৎকার ভাবে উঠে আসে।

Limited Characters: এই ধরণের নাটকে কম চরিত্র থাকে। “রাইডার্স টু দ্যা সি” নাটকে রয়েছে মাত্র কয়েকটি চরিত্র, কেন্দ্রীয় চরিত্র মারিয়া, তার দুই মেয়ে নোরা ও ক্যাথলিন, ও তার ছেলে বার্টলি। এছাড়া রয়েছে একদল মহিলা।

Unity of Time and Place: ওয়ান-এক্ট নাটকে সময় ও স্থানের ইউনিটি থাকে, অর্থাৎ নাটকের ঘটনা একটি নির্দিষ্ট স্থানে অল্প সময়ের মধ্যে ঘটে। “রাইডার্স টু দ্যা সি” নাটকের ঘটনা মারিয়াদের বাড়িতে অল্প সময়ের মধ্যে ঘটে যায়।

আরো পড়ুনঃ What is Raina’s View on Killing the Fugitives? (বাংলায়)

Focused Theme or Conflict: ওয়ান-এক্ট নাটকের ঘটনা একটি নির্দিষ্ট বিষয়বস্তুকে নিয়ে হয়, এবং “রাইডার্স টু দ্যা সি” এর ব্যাতিক্রম নয়। নাটকে সমুদ্রকে শক্তিশালী ও সর্বগ্রাসী হিসেবে দেখানো হয়েছে এবং সমুদ্রের সাথে আইল্যান্ডবাসির সংগ্রামের চিত্র উঠে আসে।

পরিশেষে, “রাইডার্স টু দ্যা সি” একটি আদর্শ ট্র‍্যাজেডি, যা দর্শক/পাঠকদের অল্প সময়ের মধ্যেই মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি করে।

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *