Why Does Bluntschli Compare Sergius to Don Quixote? (বাংলায়)

Question: Why does Bluntschli compare Sergius to Don Quixote?

earn money

“আর্মস এন্ড দ্য ম্যান” (১৮৯৪) জর্জ বার্নার্ড শ (১৮৫৬-১৯৫০) রচিত ইংরেজি সাহিত্যের একটি অন্যতম বিখ্যাত কমেডি। নাটকটি যুদ্ধের প্রয়োজনীয়তা ও মানব চরিত্রের কপটতা নিয়ে আলোচনা করে।

এই বিখ্যাত নাটকে নায়ক Bluntschli অশ্বারোহী চার্জের নেতা Sergius-কে Don Quixote-র সাথে তুলনা করেছে। কারণ সার্জিয়াস বলদের মত অশ্বারোহী বাহিনী নিয়ে ভারী মেশিনগানের সামনে আক্রমণ করে, এবং প্রতিপক্ষ সার্বিয়ানদের কাছে যদি সঠিক ধরণের গুলি থাকতো তাহলে তার পুরো বাহিনী ধ্বংস হয়ে যেত।

আরো পড়ুনঃ How Does Baroka Seduce Sidi in “The Lion and the Jewel”? (বাংলায়)

Don Quixote: ডন কুইজট হচ্ছে Miguel de Cervantes এর বিশ্ববিখ্যাত এপিক নোভেল “Don Quixote” এর একজন যোদ্ধা বা নাইট। একবার ডন কুইজট দৈত্ত ভেবে বোকার মত একটি উইন্ডমিলের উপর হামলা করেছিল। সে দৈত্তদের সাথে লড়াই করার শপথ নিয়েছিল, কারণ সে নিজেকে একজন শ্রেষ্ঠ যোদ্ধা ভাবত।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Sergius’ Foolish Act: নাটকের নায়িকা Raina-কে  Bluntschli বলেছিল যে, Sergius যুদ্ধের ময়দানে নায়কের মতো কাজ করেনি, বরং বোকাদের মতো যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। যদিও Sergius যুদ্ধে তাঁর বীরত্ব দেখানোর চেষ্টা করেছিল, তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সে বুঝতে পারেনি যে সার্বিয়ানরা যদি তাদের মেশিনগানগুলিতে সঠিক ধরণের গুলি ব্যবহার করতো, তবে বুলগেরীয়রা তাদের সামনে দাঁড়াতে পারত না। তাদের হত্যা করা হত। ব্লান্টসলির কাছে সার্জিয়াসকে তখন জ্বলজ্বলে চোখ ও চমৎকার মুচওয়ালা অপেরার হিরোর মত লাগছিল। তাকে ডন কুইজটের মত লাগছিল। ব্লান্টসলি বলে,

“একজন হ্যান্ডসাম যুবক, জ্বলজ্বলে চোখ ও চমৎকার মুচওয়ালা গর্জন দিয়ে সামনে আগাচ্ছে হামলা করতে, ঠিক যেন ডন কুইজট উইন্ডমিলে হামলা করছে।”

কোনো সন্দেহ নেই যে সার্জিয়াসের বোকার মত হামলা করা ডন কুইজটের মতই ছিল।

আরো পড়ুনঃ What is Raina’s View on Killing the Fugitives? (বাংলায়)

পরিশেষে বলা যায়, ব্লান্টসলি সার্জিয়াসকে বোকার সাথে তুলনা করেছে যুদ্ধের ময়দানে তার আত্মঘাতী হামলার জন্য। যদিও ভাগ্যক্রমে সে যুদ্ধে জিতে যায়, উচ্চপদস্থ মিলিটারি অফিসার রা তার ব্যাপক সমালোচনা করে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক