How Does Blake Criticize Society in the Poem “London”? (বাংলায়)

Question: How does Blake criticize society in the poem “London”?

earn money

উইলিয়াম ব্লেকের “লন্ডন” কবিতাটি তার কাব্যগ্রন্থ “Songs of Experience,” এর অন্তর্ভুক্ত যেটি প্রকাশিত হয়েছিল ১৭৯৪ সালে। ব্লেক তার কবিতায় ১৮ শতকের সমাজের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তুলে ধরেছেন। ব্লেক লন্ডনের অবস্থা সম্পর্কে অসন্তুষ্টি প্রকাশ করেন ও লন্ডনে বসবাসকারীদের অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন হন।

আরো পড়ুনঃWhy Did the Old Sailor Kill the Albatross, And How Was He Relieved of His Curse? (বাংলায়)

Urban Poverty and Suffering: ব্লেক সাধারণ মানুষদের দুঃখ ও দূর্দশা তুলে ধরেন। তিনি অসহায় সৈনিক ও প্যালেসের দেয়ালের কথা তুলে ধরেন, যেগুলো হচ্ছে মানুষের দূর্দশার সাক্ষি।

“চিমনি সুইপারদের কান্না

সমাজের চার্চের ব্যর্থতা বা লজ্জা

আর অসহায় যোদ্ধাদের রক্ত

প্যালেসের দেয়ালে কলঙ্ক আঁকে”

Restrictions on Freedom: “charter’d” শব্দটি বার বার ব্যবহার করার মাধ্যমে মানুষের বন্দি অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। ব্লেক বলেছেন লন্ডনের সমাজের দায়িত্বপ্রাপ্ত অথোরিটি ও প্রতিষ্ঠানগুলো অন্যায়ভাবে মানুষের স্বাধীনতা খর্ব করছে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Corruption and Exploitation: ব্লেক লন্ডনের রাজনৈতিক ও অর্থনৈতিক দূর্নীতি ও জুলুমের সমালোচনা করেছেন তার “লন্ডন” কবিতায়। “mind-forg’d manacles” দ্বারা বোঝায় প্রতিটি মানুষ মানষিকভাবে শিকলে আবদ্ধ।

আরো পড়ুনঃ Briefly State the Theme of “Don Juan Canto I.” (বাংলায়)

Society’s Plague: “chimney-sweeper’s cry” ও “harlot’s curse” এর মাধ্যমে শিশু ও মহিলাদের অবস্থা উঠে আসে যেখানে সমাজ শিশুশ্রমের প্রতি উদাসীন ও পরকীয়া একটি সামাজিক ব্যাধি।

“মধ্যরাতে লন্ডনের রাস্তায় শোনা যায়,

যুবতী পতিতাদের বিলাপ

যারা অনাকাঙ্খিত বাচ্চাদের নষ্ট (হত্যা) করে

সমাজে পরকীয়ার ব্যাধি ছড়ায়”

Loss of Innocence: চিমনি সুইপার ও যোদ্ধাদের অসহায় অবস্থার মাধ্যমে বোঝা যায় সমাজ ইনোসেন্স বা কমলতা বা নিষ্পাপতা হারিয়েছে, যেখানে গরীব বাচ্চারা কঠোর শিশুশ্রম করে ও যুবক যোদ্ধারা অপ্রয়োজনীয় যুদ্ধে প্রাণ হারায়।

পরিশেষে, ব্লেকের “লন্ডন” কবিতায় সমাজের অন্যায়, অবিচার ও দূর্নীতির সমালোচনা করা হয়েছে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক