What Similarities Does Eliot Discover Between Modern Poets and Metaphysical Poets? (বাংলায়)

Question: What similarities does Eliot discover between modern poets and metaphysical poets?

T. S Elliot তার সমালোচনামূলক প্রবন্ধ দা মেটাফিজিক্যাল পোয়েটস এ মেটাফিজিক্যাল কবি এবং মডার্ন কবিদের মধ্যে অনেক সাদৃশ্য তুলে ধরেছেন কারণ তার মতে মডার্ন কবীরা মূলত মেটাফিজিক্যাল কবিদের থেকেই এসেছেন। অন্যভাবে বলতে গেলে তিনি মনে করেন যে মডার্ন কবি দের এই উন্নতি মেটাফিজিক্যাল কবিদের ছায়া ছাড়া কখনোই সম্ভব ছিল না।

বিভিন্নতা এবং জটিলতা: জটিলতা ও বিভিন্নতা ডঃ স্যামুয়েল জনসনের উপস্থাপিত মেটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে অন্যতম একটি অভিযোগ। তিনি বলেছেন যে হেটেরোজেনাস আইডিয়াস। কিন্তু T. S Elliot এই অভিযোগের যুক্তিখন্ডন করে বলেন যে মডার্ন কবিদের জটিলতা এবং বিভিন্ন দিকে ধাবমান যে দিক সেটা মূলত মেটাফিজিক্যাল পোয়েট্রি এর থেকেই এসেছে।

আরো পড়ুনঃ Discuss Eagleton’s Assessment of Arnold’s View of the Role of Literature as a Substitute for Religion. (বাংলায়)

ভাষার ব্যবহার: T. S Elliot বলেন যে মডার্ণ কবিদের আরো ব্যাপক, ইঙ্গিত পূর্ণ এবং পরোক্ষ হওয়া উচিত তাদের ভাষার ক্ষেত্রে যা অর্থ ভালোভাবে বহন করতে সহায়তা করে। তার মতে এই গুণাবলী গুলো মেটাফিজিক্যাল কবিদের কনসেইট এর ক্ষেত্রে দেখা যায়। মর্ডান কবিতায় জটিল এবং সাধারণ ভাষার ব্যবহারের ক্ষেত্রেও এটা প্রতিফলিত হয়।

আইডিয়া থেকে সেঞ্জেশন: মর্ডান এবং মেটাফিজিক্যাল কবিরা একটা অবাস্তব আইডিয়াকে উজ্জ্বল অভিজ্ঞতায় রূপদান করতে পারে এবং তারা আবেগীয় ও সংবেদনশীল পরিবেশ সৃষ্টি করতে পারে ইন্টেলেকচুয়াল কনসেপ্ট থেকে যেটা তাদের কবিতাকে আরো বেশি চিন্তাশীল ও আবেগপ্রবণ করে তোলে।

নাটকীয় শুরু: T. S Elliot লক্ষ্য করেন যে মেটা ফিজিক্যাল কবি এবং মডার্ন কবিরা বেশিরভাগ সময় তাদের কবিতা শুরু করে নাটকীয়ভাবে বিভিন্ন ছবি উপস্থাপন করার মাধ্যমে। এর দ্বারা তারা পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে চায় এবং কবিতার বাকি অংশের ধারা বোঝাতে চায়।

বুদ্ধিদীপ্ত গুণাবলী: এই দুই গ্রুপের কবিদের অনেক বেশি বুদ্ধিদীপ্ত গুণাবলী রয়েছে তাদের কাজের ক্ষেত্রে যা তাদেরকে জটিল, দার্শনিক এবং ইন্টেলেকচুয়াল কনসেপ্ট নিয়ে তাদের কবিতার ক্ষেত্রে কাজ করতে সহায়তা করে।

আরো পড়ুনঃ How Does Eagleton Evaluate ‘New Criticism’?(বাংলায়)

T. S Elliot যা বলেছেন এই ধারণার উপরে সেটা হচ্ছে মডার্ন কবিদের যে টেকনিক কোয়ালিটি এবং সৃষ্টিশীলতা সেটা মেটাফিজিক্যাল কবিদের থেকে এসেছে এবং এদের মধ্যে তিনি একটা লাইন দেখতে পান। আর এই কাব্যিক উন্নতি ও বৈশিষ্ট্য শুধুমাত্র এর পূর্বে মেটাফিজিক্যাল কবিদের মধ্যেই তিনি দেখেছেন।

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *