Sailing to Byzantium Deals With Yeats’s journey From the Sensual to the Spiritual World (বাংলায়)

Question: Sailing to Byzantium deals with Yeats’s journey from the sensual to the spiritual world. Discuss.

earn money

“Sailing to Byzantium” উইলিয়াম বাটলার ইয়েটস এর অনেক বিখ্যাত একটা কবিতা। এই কবিতায় কবি ইন্দ্রিয়গত পৃথিবীর সীমাবদ্ধতা ছাড়িয়ে আত্মিক অমরত্ব লাভের ইচ্ছা পোষণ করেছেন।

To the Sensual World: ইন্দ্রিয়গত পৃথিবীর বর্ণনা দিয়ে এই কবিতা শুরু হয়। Yeasts young জেনারেশনকে মৃত জেনারেশন বলেছেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী এই কারনে। 

আরো পড়ুনঃDiscuss the Significance of Marabar Caves in A Passage to India.(বাংলায়)

The Contrast with Byzantium: Byzantium একটি প্রাচীন এবং রহস্যময় শহর, যা কিনা ইন্দ্রিয়গত পৃথিবীর চেয়ে আলাদা। Byzantium চিরস্থায়ী একটা পৃথিবী, যেখানে শিল্প সংস্কৃতি এবং জ্ঞান শতাব্দী ধরে বিরাজমান। তাই কবি সেখানে যেতে চান।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Transformation through Art: কবি এখানে একজন সাধুর পবিত্র আগুনের কথা বলেছেন। এটি আর্ট ও ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করে। কবি মারা যাবে এই বিষয়টাকে কবি তার আর্টের মাধ্যমে কনভার্ট করে অমর হতে চেয়েছেন।

Yearning for Transcendence: কবি শারীরিক পৃথিবী থেকে এবং এর সীমাবদ্ধতা থেকে পালিয়ে অমর হতে চেয়েছেন এবং এমন একটা রাজ্য খুঁজতে চেয়েছেন, যেখানে সকল আত্মা স্বাধীন এবং অমর।

Longing for Immortality: কবি গোল্ডেন বার্ড হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, মৃত্যু এবং সময়কে ছাড়িয়ে উড়ে যাওয়ার জন্য। এই পরিবর্তন অমরত্তকে উপস্থাপন করে, পৃথিবীর সকল সীমাবদ্ধতাকে ছাড়িয়ে।

আরো পড়ুনঃComment on the Theme of Conflict of Cultures in A Passage to India.(বাংলায়)

The Aesthetic Realm of Art: ইয়েটস নিজেকে এভাবে কল্পনা করে যে, সে একটা গান করা এবং অমর পাখি, যে কিনা একটা গোল্ডেন গাছের উপরে বসে আছে। তিনি সময়হীন ও নান্দনিক রাজ্যের আর্ট হতে চেয়েছেন, যেখানে কিনা তাকে উদযাপন এবং স্মরণ করা হবে।

Seeking Wisdom and Truth: কবি বাইজান্টিয়াম এর জ্ঞানী সাধুর কাছ থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তিনি গোপন এবং আত্মিক জ্ঞান শিখতে চান।

Escape from the Cycle of Life and Death: ইন্দ্রিয়গত এই পৃথিবী পরিবর্তনশীল। আর তাই কবি এখান থেকে পালিয়ে যেতে চান। মানুষের রাজ্যের বাইরে যেখানে কিনা ভালবাসা এবং ইচ্ছা সবকিছুই ক্ষয়প্রাপ্ত এবং ক্ষণস্থায়ী হয়, সেখানে কবি সীমাহীন অস্তিত্বকে আলিঙ্গন করতে চেয়েছেন।

আরো পড়ুনঃDiscuss how T. S. Eliot Reflects the Disorder and Decay of Modern Civilization in his Poem ‘The Waste Land’.(বাংলায়)

The Ultimate Quest for Immortality: এই কবিতায় মূলত কবি অমরত্ব এর সন্ধান করেছেন। এজন্য তিনি পার্থিব সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলতে চেয়েছেন। তার আর্টিস্টিক এবং আত্বিক জার্নির ফলে তিনি সাময়িকভাবে সীমাহীন অস্তিত্ব এবং জীবনের সাময়িক বাউন্ডারি অতিক্রম করেছেন।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক