Question: In what sense is The Lake Isle of Innisfree a poem about escapism?
“The Lake Isle of Innisfree” কবিতাটি পালিয়ে যাওয়ার গল্প হিসেবে ধরা হয়। পলায়নবাদ বলতে বোঝানো হয় শহরের হইচই চেঁচামেচি জটিলতা থেকে এমন কোন জায়গায় যাওয়া যেখানে গেলে একটুখানি সুখ শান্তি এবং প্রাকৃতিক পরিবেশ পাওয়া যাবে ।
শান্তির খোঁজে: কবিতাটির শুরু হয়েছে বক্তার ইনিস্ফ্রি তে চলে যাওয়ার ইচ্ছার মাধ্যমে যেটা এমন একটা দূরের জায়গা সেখানে ছোট্ট একটি ঘর বানিয়ে শান্তির জীবন উপভোগ করা যায়। বক্তার এই ক্ষুধা মূলত শহরের ব্যস্ততা থেকে প্রাকৃতিক পরিবেশে শান্তি খুঁজতে যাওয়ার গল্পকেই তুলে ধরে।
আরো পড়ুনঃWhy is Prufrock Not Willing to Compare Himself with Hamlet? (বাংলায়)
প্রকৃতির সাথে যোগাযোগ: এই পুরো কবিতাটি প্রাকৃতিক পৃথিবীকে কেন্দ্র করে লেখা হয়েছে যার মধ্যে সিমের সারি, মৌমাছি, ক্রিকেটের গান, সকালের ঘোমটা এবং মধ্যরাতের ঝলক চিত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রকৃতির সাথে যোগাযোগ মূলত কৃত্রিম এই শহরে জীবন থেকে প্রাকৃতিক পৃথিবীতে পালিয়ে যাওয়ার ইচ্ছা কেই তুলে ধরে।
প্রশান্তির খোঁজে: “peace comes dropping slow” বাক্যের অংশটি দ্বারা মূলত বক্তার সাবলীল ভাবে শহরের কেওয়াজ থেকে পালানোর ইচ্ছাকেই তুলে ধরে। ইনিস্ফ্রি এমন একটা জায়গা যেখানে গেলেই মানসিকভাবে সুখ শান্তি খুঁজে পাওয়া যায় যা এই শহরের অস্থিতিশীল এবং শব্দযুক্ত পরিবেশের তুলনায় অনেক ভালো।
শহরের জীবন একটি প্রতিবন্ধকতা: শহরের জীবন যাপন মূলত বক্তার যে শান্তির জায়গায় যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেটাই কবিতায় বলা হয়েছে। পুকুরের পানির শব্দ যেন কবির ভেতরের প্রকৃতির মাঝে পালিয়ে যাওয়ার ইচ্ছা কেই বারবার প্রকাশ করছে।
আরো পড়ুনঃWrite a Note on the “Holy Grail.” (বাংলায়)
আধ্যাত্মিক আকাঙ্ক্ষা: কবির ইনিস্ফ্রি তে যাওয়ার ইচ্ছা মূলত তার অন্তরের ইচ্ছা কেই তুলে ধরে। এছাড়াও সাধারনের সাথে ও প্রকৃতির সাথে যোগাযোগ মূলত মানসিক ইচ্ছার গভীরতাকে প্রকাশ করে থাকে
তো সার্বিকভাবে কবিতাটি মূলত মানুষের পালিয়ে যাওয়া এবং নতুন কিছু পাওয়ার বিষয়টিকে অঙ্কন করে। এটা তুলে ধরে মানুষের সার্বজনীন ইচ্ছাকে যেটা হলো প্রতিদিনের সমস্যাগুলো থেকে অনেক দূরে চলে যাওয়া এবং সে সকল পাঠকদের জন্য কবিতাটি উপযুক্ত যারা একটু মানসিক শান্তি চায় প্রাকৃতিক পরিবেশে গিয়ে।