fbpx

What is Yeats’s Attitude to the Old Age in the Poem Sailing to Byzantium? (বাংলায়)

Question: What is Yeats’s attitude to old age in the poem Sailing to Byzantium?

ইয়েটস এই কবিতায় বৃদ্ধদের প্রতি জটিল এবং অনিশ্চিত মনোভাব দেখিয়েছেন। “Sailing to Byzantium” কবিতাটি লেখা হয়েছিল ১৯২৬ সালে যেটা এখন পর্যন্ত ইয়েটসর অন্যতম একটি কবিতা হিসেবে পরিগণিত হয় যেখানে মূল বিষয়বস্তু হিসেবে ব্যবহৃত হয়েছে বয়স  এবং অমরত্ব।

অস্থায়ী মনোভাব: প্রথম অংশে কবি দেখেছেন যে পৃথিবীর বৈশিষ্ট্যই হলো নশ্বর এবং আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়া যার সাথে তুলনা করে দেখানো হয়েছে বাইজান্টিয়াম নামক একটি প্রাচীন জায়গাকে যে জায়গায় শেষ বলে কোন কিছু নেই। কবি বলেছেন যে এই পৃথিবীর সবকিছু সময় এবং ধ্বংসাবশেষ এর মধ্য দিয়ে শেষ হয় যেটাকে বয়স হয়ে যাওয়ার একটি পদ্ধতি হিসেবে তুলে ধরা হয়েছে। এখানে তিনি কিছু কল্পচিত্র (“the salmon-falls,” “mackerel-crowded seas,” and “the young in one another’s arms,”) ব্যবহার করেছেন যেগুলো যৌবন, জীবনে সত্যি এবং জীবনের চক্রকে উপস্থাপন করে।

আরো পড়ুনঃWrite a Note on the “Holy Grail.” (বাংলায়)

উপহাস অর্থে: যদিও শুরুর দিককবি বৃদ্ধ বয়সকে সংক্ষিপ্ত হিসেবে তুলে ধরেছেন।  তবে তিনি এই পৃথিবীর এবং মানবদেহের সীমাবদ্ধতা গুলোকে মাথায় রেখে বৃদ্ধ বয়সের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। কবিতায় কিছু বিষয়বস্তু ব্যবহার করে বৃদ্ধ বয়সকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যেগুলো হলো:  “tattered coat upon a stick,”, “soul clap its hands and sing” .

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আশাবাদী মনোভাব: শেষের দিকে কবি গোল্ডেন বার্ড হিসেবে বাইজান্টিয়াম এ পুনরায় জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন যার মধ্যে অমরত্ব হওয়ার মধ্য দিয়ে তিনি বৃদ্ধ বয়সের প্রতি আশাবাদী মনোভাব দেখিয়েছেন এবং এটাও বলেছেন যে বৃদ্ধ বয়সে নতুন কিছু নতুন করে শুরু করা যায়। 

আরো পড়ুনঃWhy is Prufrock Not Willing to Compare Himself with Hamlet? (বাংলায়)

ইয়েস কবিতায় বৃদ্ধ বয়সের প্রতি যে জটিল ও বহুমাত্রিক মনোভাব দেখিয়েছেন তার মাধ্যমে তিনি জীবনের সীমাবদ্ধতা এবং আস্তে আস্তে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক