“The Hairy Ape” as a Modern Tragedy. (বাংলায়)

Question: The Hairy Ape” as a modern tragedy.

earn money

ট্রাজেডি এক ধরনের নাটক যেখানে নায়কের দুর্ভাগ্যজনিত দুর্দশা প্রদর্শন করা হয়ে থাকে। Eugene O’Neill এর আমেরিকান লিটারেচারের প্রায় সকল নাটকগুলোই ট্র্যাজেডি যদিও তিনি এক্ষেত্রে অ্যারিস্টোটল কে অনুসরণ করেননি। তবে তার ট্রাজেডি মর্ডান যুগের সাথে তাল মিলিয়ে তিনি লিখেছেন যেভাবে জর্জ মিলিংটন সিন্স মডার্ন ট্রাজেডি রচনা করেছেন।

নায়ক উচ্চ বংশীয় নয়: অ্যারিস্টোটলের মতে ট্রাজেডির নায়ক মূলত হয় রাজা হবে অথবা রাজপুত্র হবে যার ধ্বংসের মধ্য দিয়ে পোয়েটিক জাস্টিস দেখানো হবে। কিন্তু মডার্ন ট্রাজেডি অ্যারিস্টটলের এই ধারণার সম্পূর্ণ বিপরীত যেখানে দ্য হেয়ারি অ্যাপ মডার্ন ট্রাজেডি তে নায়ক নিম্ন শ্রেণীর একজন মানুষ। ব্রিটিশ সাহিত্যে রাইডার্স টু দ্য সি নাটকে মারিয়া যেভাবে নিম্নবিত্ত পরিবার থেকে ট্র্যাজিক সিচুয়েশনে পতিত হয়েছিলেন ঠিক এই নাটকেও সেটাই দেখানো হয়েছে।

আরো পড়ুনঃDiscuss the Treatment of Supernatural Elements in ‘Beloved’.(বাংলায়)

কোন ট্র্যাজিক ফ্ল অথবা ভুল সিদ্ধান্ত নেই: মর্ডান ট্রাজেডি তে নায়কের কোন অপকর্ম কিংবা ভুল সিদ্ধান্ত থাকে না। ট্র্যাজিক ফ্ল বলতে বোঝানো হয় ভুল বিচার কিংবা এমন কোন ভুল সিদ্ধান্ত যার মাধ্যমে দুর্দশা শুরু হয়। অ্যারিস্টটলের ট্রাজেডি এর মত এই নাটকের নায়ক এর কোন ভুল ছিল না কিন্তু যে কোন ভাবে তার পরিবেশের দ্বারা সে দ্বিধান্বিত হয়ে এবং সামাজিক কিছু রীতি নীতি দ্বারা জর্জরিত হয়ে দুর্দশা গ্রস্থ অবস্থায় পতিত হয়েছে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


সর্বহারা ব্যক্তির দুর্দশা: মডার্ন ট্রাজেডি তে মূলত সাধারণ মানুষদের সমস্যা লক্ষ্য এবং দূরদশা দেখানো হয়। এই নাটকেও একই ভাবে কর্মজীবী মানুষের সমস্যা ও দুর্দশাকে দেখানো হয়েছে। কর্মজীবী মানুষেরা স্বীকৃতি চায় এবং তাদের জীবনের যেন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দিন আনা দিন খাওয়া। তারা সব জায়গায় প্রত্যাখ্যাত হয় যেটা তারা ভুলতে পারে না এবং অনেক সময় তারই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এই নাটকের নায়ক ইয়াঙ্ক তার কাজকর্মে অনেকটা ভালোই ছিল কিন্তু একজন মহিলা যখন তাকে গালি দেয় তখন তার জীবনের মোড় ঘুরে যায় এবং সে প্রতিশোধ নিতে লক্ষ্য নির্ধারণ করে। এভাবেই জীবনের দুঃখ দুর্দশা পূর্ণ অবস্থায় সে পতিত হয় হতাশার মধ্য দিয়ে।

আরো পড়ুনঃWhat Does the Pink Ribbon Signify? (বাংলায়)

সাধারণ প্লট: অ্যারিস্টোটল ট্রাজেডির দুই ধরনের প্লটের কথা বলেছেন যার মধ্যে একটি হচ্ছে সাধারণ এবং আরেকটি হচ্ছে জটিল প্লট। তিনি জটিল প্লটের উপরে বেশি জোর দিয়েছেন যদিও মডার্ন ট্রাজেডিতে বেশিরভাগ সময় সাধারণ প্লট ব্যবহার করা হয় যেভাবে ব্যবহার করা হয়েছে দ্য হেয়ারি অ্যাপ নাটকে। 

আইরনী এবং সারকাজম: অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগত পার্থক্য হল ক্লাসিক্যাল ট্রাজেডি তে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয় যেমন হ্যামারশিয়া, ক্যাথারসিস হাব্রিস ইত্যাদি। কিন্তু মডার্ন ট্রাজেডিতে ব্যবহার করা হয় আইরনি এবং সারকাজম। Eugene O’Neill  তার দ্য হেয়ারি অ্যাপ নাটকে সারকাজম এবং আয়রনি ব্যবহার করার মাধ্যমে পুঁজিবাদ সমাজ এর কঠোর ভাবে সমালোচনা করেছেন। আমরা দেখতে পাই যে ইয়াঙ্ক কর্মজীবী শ্রেণীর মানুষ হয়ে উচ্চ শ্রেণীর মানুষদের কাছে সহায়তা চাওয়ার জন্য গিয়েছিল ওয়ার্কার্স পার্টিতে কিন্তু তার ঘুষ দেওয়ার সক্ষমতা না থাকার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। 

একের অধিক কেন্দ্রীয় চরিত্র: মডার্ন ট্রাজেডি তে একের অধিক কেন্দ্রীয় চরিত্রের ব্যবহার করা হয় যেখানে এই নাটকে কেন্দ্রীয় চরিত্র দুইটির মধ্যে অন্যতম হলো ইয়াঙ্কএবং ডগলাস। 

আরো পড়ুনঃDiscuss “Beloved” as a Novel of Institutionalized Dehumanization. (বাংলায়)

সত্যিকারের সময়: মর্ডান ট্রাজেডি তে সাধারণত সমকালীন সময়ের ঘটনাগুলো তুলে ধরা হয় যে কারণে একে অনেক সময় ইউনিভার্সাল কিংবা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আখ্যায়িত করা যায়। দ্য হেয়ারি অ্যাপ নাটকটি উচ্চ শ্রেণীর মানুষদের যে খারাপ দিক কর্মজীবী মানুষদের শোষণ করছে সেটাই তুলে ধরেছে। এমনকি সাহায্যের জন্য যে সকল প্রতিষ্ঠান গঠন করা হয়েছে সেগুলোও দুর্নীতিগ্রস্ত হয়েছে যা আমরা বর্তমান সময়ে দেখতে পাই।

তো ওপরের আলোচনা থেকে বলাই যায় যে দ্য হেয়ারি অ্যাপ মডার্ন ট্রাজেডির অন্যতম একটি উদাহরণ এর বিষয়বস্তু ও আনুষঙ্গিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক