fbpx

Describe the Class Conflict in ‘The Hairy Ape’.(বাংলায়)

Question: Describe the class conflict in ‘The Hairy Ape’.

শ্রেণী বৈষম্য O’Neill এর এই নাটকের অন্যতম একটি মূল বিষয়বস্তু যেখানে কর্মজীবী মানুষ এবং ধনী মানুষদের মধ্যকার পার্থক্য দেখানো হয়েছে কর্মজীবী মানুষদের টেনশন ও সংগ্রামের মধ্য দিয়ে।

কর্মজীবী কয়েল স্টকারস: নাটকের শুরুতেই আমরা কর্মজীবী মানুষদের দেখতে পাই যারা জাহাজের ইঞ্জিনে কয়েল স্ট্রোকার হিসেবে কাজ করে। এদের শরীরের রঙ কালো এবং এই কর্মজীবী মানুষদের মধ্যে ইয়াঙ্ক অন্যতম শক্তিশালী একজন কর্মী।

আরো পড়ুনঃCritically Discuss the Role of Paul D.(বাংলায়)

ইয়াংকের লিডারশিপ: ইয়াঙ্ক এর শারীরিক গঠন অত্যন্ত সুগঠিত হওয়ার কারণে সে অনেক বেশি কাজ করতে পারত এবং এর জন্য সকলের মধ্যে সে গর্ব করতো আর বলতো যে এই জাহাজের অবিচ্ছেদ্য অংশ সে নিজে। সে নিজেকে কয়েল স্টোকার হিসেবে পরিচয় দিত। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


ডগলাস এর উচ্চ শ্রেণী: ডগলাস উচ্চ বংশীয় একজন মহিলা যার দ্বারা এই নাটকে সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের প্রতিফলন ঘটানো হয়েছে। তার উপস্থিতির মাধ্যমে স্টকারদের কাজের পরিবেশের একটা তুলনামূলক চিত্র দেখানো হয়। যদিও তিনি বিভিন্ন দাতব্য কাজকর্মে জড়িত বলে সবার কাছে বলে বেড়ান কিন্তু তার ভেতরের পরিচয় বের হয়ে আসে তার গালি দেওয়ার মাধ্যমে। 

ডগলাস এর ইয়াঙ্ক এর সাথে ঝগড়া: ডগলাস যখন কয়েল স্টোকারদের কর্মক্ষেত্র পরিদর্শন করছিলেন তখন তিনি হঠাৎ করে কালো শরীরে নায়ক কে দেখতে পান এবং তাকে জন্তু-জানোয়ার বলে গালি দেন। যেটা নিচু সমাজের কোন মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে দেয়। 

আরো পড়ুনঃDiscuss “Beloved” as a Novel of Institutionalized Dehumanization. (বাংলায়)

স্টকারদের প্রতিক্রিয়া: ডগলাস এর সাথে নায়কের এই আচরণের পরে তার সহকর্মীরা সবাই তাকে লোমশ বানর বলে আখ্যায়িত করতে থাকে। এই ঘটনা মূলত নিম্ন শ্রেণীর মানুষদের নিরাপত্তাহীনতা এবং নিজেরা নির্যাতিত হওয়ার বিরুদ্ধে প্রতিবাদী মনোভাবের পরিচয় দেয়।

ইয়াঙ্ক এর অস্তিত্ব: এই ঘটনার পরে নায়ক এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকেন এবং মনে মনে তার প্রশ্ন জাগে যে সে আসলে কোথায় থেকে এসেছে এবং কোথায় তার সঠিক জায়গা যেখানে গেলে সবাই তাকে গ্রহণ করবে। আর এই অস্তিত্ববাদের হুমকি এই নাটকের অন্যতম একটি বিষয় বস্তু।

উচ্চ শ্রেণীর মানুষদের প্রকৃতি: ইয়াঙ্ক যখন ফিফ্থ এভিনিউ তে লং এর সাথে যায় তাদেরকে বুঝতে তখন তাদের আচার-আচরণের মাধ্যমে নিম্ন শ্রেণীর এবং উচ্চ শ্রেণীর মানুষদের জীবনযাপন রীতিনীতি মূল্যবোধ সবকিছুর একটা বিশাল পার্থক্য উন্মোচিত হয়।

google news

ইয়াঙ্ক এর হতাশা: ইয়াঙ্ক যখন উচ্চ শ্রেণীর মানুষদের সাথে পরিচিত হতে চায় তখন সে তাদের দ্বারা প্রত্যাখ্যাত হয় এবং এর মাধ্যমে সে বুঝতে পারে যে এ পৃথিবীতে সে খাপ খাওয়াতে পারছে না যেটা তার হতাশা ও রাগ অনেকাংশে বাড়িয়ে দেয়। আর এর মাধ্যমেই সে আলাদা হওয়ার মনোভাব পোষণ করে।

আরো পড়ুনঃJustify the Title of the Novel “Seize the Day.”(বাংলায়)

গরিলার প্রতীক: এই নাটকে নায়ক কে শেষ পর্যন্ত গরিলার সাথে যুক্ত করা হয়েছে যার মাধ্যমে শ্রেণী বৈষম্যের যে অবস্থা সেটা তুলে ধরা হয়। গরিলার আক্রমণের শিকার মূলত উচ্চ শ্রেণীর মানুষদের আক্রমণকেই রিপ্রেজেন্ট করে।

দ্য হেয়ারি অ্যাপ নাটকে শ্রেণী বৈষম্য খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে কয়েল স্টকারস এবং উচ্চ শ্রেণীর মানুষদের আচার-আচরণের মধ্য দিয়ে বিশেষ করে ইয়াঙ্ক এবং ডগলাস চরিত্রের মধ্যে দিয়ে। এই শ্রেণী বৈষম্য মূলত বিভিন্ন সামাজিক শ্রেণীর চ্যালেঞ্জ দুর্দশা এবং দুর্নীতির উপরে আলোর প্রতিফলন ঘটায় যা সময়ের বাধা অতিক্রম করে সার্বজনীন বিষয়ে পরিণত হয়েছে। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক