Write a Short Note About Mildred Douglas. (বাংলায়)

Question: Write a short note about Mildred Douglas.

ডগ্লাস এই নাটকে একজন উচ্চ বংশীয় মহিলা হিসেবে উপস্থাপিত হয়েছে যার বংশ পরিচয় ওয়ার্কিং ক্লাসের লোকদের থেকে অনেক উপরে।  

কর্মজীবী মানুষেরা কিভাবে তাদের জীবন অতিবাহিত করে স্টক হোলে সেটা দেখতে তিনি খুব আগ্রহী ছিলেন। কর্মীদের এই অবস্থা দেখার ইচ্ছার মাধ্যমে মূলত সমাজের উচ্চ এবং নিম্ন শ্রেণীর মধ্যে একটা পার্থক্য সৃষ্টির ইচ্ছা তিনি প্রতিফলিত করেছেন।

আরো পড়ুনঃCompare Jake’s Relationship With Brett and Cohn’s Relationship with Frances in “The Sun Also Rises”.(বাংলায়)

ডগ্লাস যখন ইয়াঙ্ক এর সামনাসামনি পড়ে যান তখন ইয়াংকএকটা সুট পরে কর্মক্ষেত্র থেকে ফিরছিলেন যাকে দেখে ডগ্লাস চমকে ওঠেন। এবং তিনি বলেন যে এই পশুদের জাহান্নাম থেকে আমাকে দূরে নিয়ে যাও যার মাধ্যমে নিচু শ্রেণীর মানুষদের প্রতি তার যে মনোভাব সেটা প্রকাশ পায়।

তিনি ইয়াংক এর সাথে যে আচরণ দেখেছিলেন তা মূলত সমাজের শ্রেণী বৈষম্যের একটি প্রতীক। তার উচ্চ বংশীয় শ্রেণী তাকে কর্মীদের এই শোচনীয় অবস্থা সম্পর্কে বুঝতে বারবার বাধা প্রদান করছিল।

ডগ্লাস মূলত দুর্বলদের প্রতি একটু দাতা মনোভাব দেখাচ্ছিল এবং সে যে দাতব্য কাজকর্মের সাথে যুক্ত সেটা সকলের সামনে বারবার তুলে ধরছিল যার মাধ্যমে তার প্রতি ইতিবাচক একটা মনোভাব সৃষ্টি হয়। 

আরো পড়ুনঃHow Does Baby Suggs Treat Sethe? (বাংলায়)

ডগ্লাস মূলত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রের ট্রাজিক সিচুয়েশনের জন্য দায়ী। সে যখন ইয়াংক কে beast বলে গালি দিয়েছিল তার পর থেকেই ইয়াংক দ্বিধাদ্বন্দ্ব এবং ট্র্যাজিক অবস্থার দিকে ধাবিত হতে শুরু করেছিল।

তো এই নাটকে ডগ্লাস মূলত সমাজের উচ্চশ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে সংঘর্ষের প্রতীক হিসেবে কাজ করেছে এবং তার চরিত্রের মধ্য দিয়েই মূলত শ্রেণী বৈষম্য আইডেন্টিটি ক্রাইসিস এবং ট্র্যাজিক সিচুয়েশন এর গোড়াপত্তন হয়েছে। 

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *