fbpx

How Does Baby Suggs Treat Sethe? (বাংলায়)

Question: How does Baby Suggs treat Sethe?

টনি মরিসনের Beloved নোভেলে বেবি সাগস হচ্ছে সেথের শাশুড়ী। তিনি এই নোভেলে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যে কিনা সেথের অতীতের ট্রমা থেকে বের হতে তাকে মানসিক সান্ত্বনা দেন। 

Emotional Support: বেবি সাগস সেথকে মানসিক সান্ত্বনা দেন। যখন সেথ ভয়ংকর দাস ব্যবস্থা থেকে পালিয়ে ১২৪ ব্লুস্টোন রোডে পৌঁছায়, তখন বেবি সাগস তাকে আশ্রয় দেন। তিনি সেথকে কষ্ট ভুলে জীবনের আনন্দ খুঁজতে উৎসাহিত করেন। সেথ ভাবতে থাকে কিভাবে বেবি সাগস গান গেয়ে তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন।

আরো পড়ুনঃHow is Jack’s Identity Revealed in the Importance of Being Earnest? (বাংলায়)

Spiritual Guidance: বেবি সাগস একজন আধ্যাত্মিক মানুষ। তিনি প্রতিকূল সমাজ ব্যবস্থায় সেথকে মানুষ হিসেবে নিজের পরিচয় খুঁজতে শেখান। এটি সেথের মানসিক শক্তি সঞ্চয়ে অনেক সাহায্য করে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Understanding of Sethe’s Trauma: বেবি সাগস সেথের মানসিক কষ্ট বোঝার চেষ্টা করেন। সেথ নিজের সন্তান বিলাভেডকে দাসত্বের নির্মমতা থেকে বাঁচানোর জন্য হত্যা করে। বেবি সাগস সেথকে এই কষ্টদায়ক অতীত ভুলে নিজেকে ক্ষমা করতে উৎসাহ দেন।

আরো পড়ুনঃWhat Does Anti-Feminist Writing Mean? (বাংলায়)

দূর্ভাগ্যবশত, সেথের উপর বেবি সাগসের প্রভাব তার অপ্রত্যাশিত মৃত্যুর কারণে থেমে যায়। বেবি সাগস যেভাবে সেথকে সাপোর্ট দেন তা তার নিঃস্বার্থ ভালোবাসা এবং দাসত্বের কারণে সৃষ্ট মানসিক ক্ষত সম্পর্কে গভীর উপলব্ধির প্রমাণ দেয়।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক