ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ
ভাষা সাধারণত এমন একটা বিষয় যেটা অনেক আগে থেকেই পৃথিবীর মানুষদের দ্বারা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এটা সারা পৃথিবীব্যাপী ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা যখন একটা নির্দিষ্ট অঞ্চলের কথা চিন্তা করব তখন সেই ভাষা শুধুমাত্র ওই অঞ্চল এবং তার আশেপাশের এলাকাগুলোকেই প্রতিনিধিত্ব করবে।
সেই সাথে সেই এলাকার ভাষা পৃথিবীর যে প্রান্তেই ব্যবহার করা হোক না কেন ভাষার অর্থ কোনোভাবেই পরিবর্তন হবে না। উদাহরণ হিসেবে বলা যায় বাংলা ভাষা বাংলাদেশ এর বিভিন্ন অঞ্চলের একটা প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে যেটা পৃথিবীর বাহিরে যে কোন দেশে গেলেও ঠিক একইভাবে ব্যবহার করা যাবে।
আরো পড়ুনঃ Locksley Hall Bangla Summary
তবে অঞ্চল জায়গা ও দেশ ভেদে ভাষায় নতুন কিছু বৈচিত্র্যতা আসতে পারে। ভাষাকে সংজ্ঞায়িত করতে গেলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করতে হয়। যেমন ভাষার ব্যবহার গঠন কার্যকারিতা বৈচিত্র্যতা ইত্যাদি। এক কথায় যদি বলতে যাওয়া যায় তাহলে ভাষা হল এমন একটি বিষয় যেটা মানুষদের দ্বারা ব্যবহৃত হয় এবং মানুষদের কমিউনিকেশন চলমান রাখার উন্নত একটি মাধ্যম হিসেবে পরিগণিত হয়।
যদি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এর কথা বলা যায় তাহলে হাডসন এর মতে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হলো একটি ভাষার শুধুমাত্র সেই ভার্সন যেটা একটা নির্দিষ্ট জাতি কিংবা একটা নির্দিষ্ট জায়গার সঠিক ও আদর্শ ভাষা হিসেবে পরিগণিত হয় না
আরো পড়ুনঃ Oenone Bangla Summary