fbpx

Oenone Bangla Summary

Oenone Bangla Summary

যা থাকছে

Basic information:

  • Writer: Alfred Tennyson (1809-1892)
  • Time of composition: 1829
  • Publish date: First published in 1832 then 1842
  • Poetic form or Genre: Dramatic monologue
  • Definition of the form of the poetry: Dramatic monologue is a poem in which a single speaker speaks a story in front of silent listener or listeners.

Features of dramatic monologue:

  • Abrupt beginning
  • Single speaker
  • Silent listener or listeners
  • Moral story
  • Self-revelation
  •  Rhyme scheme is not important
  • Speaker and Listener: Oenone is the speaker and his mother, Goddess of the River, is the listener.
  • Technical excellence of the poem: Melancholic reflection
  • Source of idea of the poem: Travelling of Pyrenees Mountains

আরো পড়ুনঃ Felix Randal Bangla Summary

Characters list of the poem:

  • Oenone: In the Greek mythology, she is a fountain nymph of Mount Ida, the daughter of the River god, and the beloved and first wife of Paris, a son of King Priam who is the king of Troy.
  • Paris: He is the second son of Priam who is the king of Troy. His mother dreamt that Paris would be the cause of Troy destruction that is why he was kept in mount Ida, for dying. He was the Judgement of “Golden Apple of Discord”
  • “Achilies’ father’s name is Paleus and his mother’s name is Thetis, who is a Goddess or sea nyph.”
  • Eris: He is a goddess of Chaos who creates chaos in the wedding function of Paleus and Thetis.
  • Hera: Hera is the Goddess of Woman and child. She is the sister-wife of Zeus who is God of Gods and Goddesses.
  • Athena: He is Goddess of wisdom and Courage who offered paris wisdom and skill in war as bribe for the selecting of fairest Goddess in the “Golden Apple of discord”.
  • Aphrodite: She is the Goddess of Love and Beauty.
  • Hermis: He is the messenger of Zeus.

Bangla Summary: Oenone হল আলফ্রেট টেনিসনের একটি বিখ্যাত প্রতিভাময় কবিতা। এই কবিতাতে তিনি গ্রিক পৌরাণিক চরিত্র Oenone এবং তার প্রেমিক প্যারিসের জীবনের কিছু ঘটনা বলি বর্ণনা করেছে। আলফ্রেড টেনিসন স্পেন ভ্রমণের সময় পাইরেনিস পর্বতমালা (Pyrenees Mountains) পরিদর্শন করেছিলেন এবং এই ঘটনাকে তিনি Dramatic Monologue এর মাধ্যমে প্রকাশ করেছেন। এই কবিতাটি আলফ্রেড টেনিসনের Dramatic Monologue গুলোর মধ্যে সবচেয়ে সহজ বলে মনে করা হয়।

আরো পড়ুনঃ Spring and Fall Bangla Summary

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Oenone এর প্রাকৃতিক সৌন্দর্য: কবিতার শুরুতে নদী দেবতার (river-goddess) মেয়ে Oenone এর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। Oenone এর মন ব্যথায় জর্জরিত। তার চোখগুলো ছিল অশ্রু দ্বারা পরিপূর্ণ, তার হৃদয় ছিল ভালোবাসায় পরিপূর্ণ কিন্তু তার মন ভেঙ্গে গিয়েছিল। সে ইডা (Ida) উপত্যকায় একা একা বসে মনের দুঃখ প্রকাশ করছে যাতে এক মুহূর্তের জন্য হলেও তার মনের ব্যথাগুলো ভুলে যেতে পারে। এই পর্বতমালায় প্যারিস থাকতো। সে বাঘের চামড়ায় পরিধানকিত একটি পোশাক পড়ে Oenone এর সামনে হাজির হন। তার চুলগুলো তার ঘাড় পর্যন্ত দোল খাচ্ছিলেন।

Oenone যখন তাকে প্রথমবারের মতো দেখে তখনই তার প্রেমে পড়ে গিয়েছিল। তারপরে Oenone তার সমস্ত দুঃখ-কষ্ট ভুলে শুধুমাত্র প্যারিসকেই ভালবাসতে ছিল। তারা একজন আরেকজনকে আলিঙ্গন করতো। অনেক ভালোই কাটছিল তাদের দিন। কিন্তু একদিন হঠাৎ তাদের জীবনেও দুর্ভোগ নেমে আসলো। আর এই ঘটনা টাই Oenone খুব দুঃখের সাথে তার মাকে শুনাইচ্ছেন।

ড্রামাটিক মনোলগ: এই কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। ডামাটিক মনোলগ হল এক ধরনের কবিতা যেখানে একজন স্পিকার তার জীবনের গল্প বর্ণনা করবেন এবং তার সামনে থাকবেন একজন অথবা অনেকজন নিরব শ্রোতা যারা কোন কথা বলবেন না। Oenone হলো এই কবিতার স্পিকার। প্যারিসের সাথে Oenoneর যে ভালোবাসার সম্পর্ক এবং তাদের সে সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে গেল এবং প্যারিস কিভাবে Oenoneকে ছেড়ে অন্য একটি মেয়ের জন্য চলে গেল এইসব দুঃখের গল্প Oenone প্রকাশ করছেন একজন নিরব শ্রোতার সামনে ।

আরো পড়ুনঃ The Way of the World Bangla Summary

গোল্ডেন আপেলের গল্প “Golden Apple of Discord”: এরপরে কবি গ্রিক মিথলজি থেকে গোল্ডেন আপেলের গল্পটি উল্লেখ করেন। Paleus এবং Thetis এর বিবাহের অনুষ্ঠানে সকল অলিম্পিয়ান দেব দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু এই বিবাহের অনুষ্ঠানে ইরিস (Eris) কে নিমন্ত্রণ করা হয়নি। ইরিস কে গড অফ কেয়াস বলা হয়। অর্থাৎ সে হলো হট্টগোল গোলমাল এর দেবতা। সে যেখানেই যায় সেখানেই গোলমাল সৃষ্টি করে যার কারণে তাকে এই বিবাহের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি।

ইরিস দেখে এই বিবাহের অনুষ্ঠানে সকল দেব-দেবীদেরকে নিমন্তন্ন করা হয়েছে এবং সবাই এখানে উপস্থিত আছে কিন্তু শুধুমাত্র তাকে বলা হয়নি। সে অনেক মন খারাপ করে এবং সে চায় এই বিবাহের অনুষ্ঠানে একটি হট্টগোল সৃষ্টি করবে। যার কারনে সে তিনজন দেবীর মধ্যে একটি টুইস্ট ছেড়ে দেয় এবং বলে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী কে। আর এই ঘটনা গ্রীক মিথলজিতে “Golden Apple of Discord” হিসেবে পরিচিত। 

google news

ইরিস এই বিবাহের অনুষ্ঠানে আসা পরে সবাইকে একটি সোনার আপেল দেখায় এবং সেখানে লেখা ছিল “The fairest One” । ইরিস তিনবার টর্চ করেন এবং তিনবার আলাদা তিনটা দেবীর নাম ওঠেন তারা হলেন Hera, Athena, and Aphrodite. এখন তাদের তিনজনের মধ্যে কনফিউশন বেধে যায় আসলেই তো কে সবচেয়ে বেশি সুন্দরী। আর এই ভাবেই শুরু হয়ে গেল তাদের মধ্যে গোলমাল এর একটা ব্যবস্থা। এ বলে আমি বেশি সুন্দর ও বলে আমি বেশি সুন্দর, আরেকজন বলে আমি বেশি সুন্দর। অবশেষে তারা তিনজন ঠিক করেন তারা এর সমাধান নেওয়ার জন্য জিউস এর কাছে যাবেন।

তারা তিনজন মিলে জিউস এর কাছে যায় এবং ঘটনাটা খুলে বলে। জিওস বলে সে এই বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারবো না। এইটার সমাধান একমাত্র কোন মানুষ জাতি দিতে পারবেন। যার কারণে জিউস প্যারিসের কথা বলেন। জিউস প্যারিস কে আনার জন্য তার মেসেঞ্জার হার্মিস কে (Hermis) বলেন। প্যারিস সেই সময় ইডা মাউন্টেনে তার প্রেমিকার সাথে মধুর সময় কাটাচ্ছিলেন। হারমিস সেখান থেকে প্যারিস কে বিচারক হিসেবে নিয়ে আসেন। জিউস বলেন প্যারিস যে সিদ্ধান্ত নিবে সেটাই তাদের সবাইকে মেনে নিতে হবে অর্থাৎ প্যারিসী সিলেক্ট করবে কে সবচেয়ে বেশি সুন্দরী।

আরো পড়ুনঃ The Rape of the Lock Bangla Summary

প্যারিসের জন্য হেরার অফার: হেরা হলেন স্বর্গের রানী এবং জিউসের স্ত্রী এবং বোন। তিনি হলেন ক্ষমতার দেবী। তিনি প্যারিসকে অফার করলেন প্যারিস যদি তাকে সিলেক্ট করে তাহলে সে প্যারিস কে ইউরোপ এবং এশিয়ার রাজা বানিয়ে দেবেন।

প্যারিসের জন্য Athena এর অফার: এথেনা হল জ্ঞান, সাহস, উৎসাহ এবং যুদ্ধের দেবী। তিনি প্যারিসকে অফার করেন, প্যারিস যদি তাকে সিলেক্ট করে তাহলে প্যারিসকে সে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বাড়িয়ে দিবেন এবং তাকে এমন কিছু জ্ঞান দান করবেন যার দ্বারা প্যারিস কোনদিনই কোন যুদ্ধে পরাজয় বরণ করবে না।

প্যারিসের জন্য Aphrodite এর অফার:Aphrodite হলেন ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী। তিনি প্যারিস কে অফার করেন প্যারিস যদি তাকে সিলেক্ট করে তাহলে সে প্যারিস কে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে দিবেন। বিচারক হিসেবে প্যারিস খুবই কনফিউস। সে অনেক চিন্তা ভাবনা করার পরে Aphrodite কে সবচেয়ে সুন্দরী হিসেবে মনোনীত করেন।  প্যারিসের এই সিদ্ধান্ত শুনে তার প্রেমিকা খুবই কষ্ট পেল এবং তার মনে হল সে মারা যাবে। শর্ত অনুযায়ী Aphrodite প্যারিসকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে দেয়ার জন্য টয় নগরীতে পাঠালো। এবং সেখান থেকে স্পার্টার রাজা ম্যানিলাসের স্ত্রী হেলেনের সাথে তার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দিল এবং প্যারিস হেলেন কে নিয়ে পালিয়ে চলে আসলো।

আরো পড়ুনঃ She Stoops to Conquer Bangla Summary

এই কবিতার শেষে আমরা দেখি যে Oenone তার মায়ের কাছে তার এই দুঃখের গল্পগুলো করছিল এবং কান্না করছিল। এবং বারবার সে তার ভাগ্যকে দোষারোপ করছিল। ভালোবাসার মানুষ যখন অন্য কারো হয়ে যায় তখন তার চেয়ে দুঃখের এই পৃথিবীতে আর কিছু হতে পারে না যেমনটা ঘটেছিল Oenone এর সাথে। সে বারবার বলছিল প্যারিস পাহাড়ের নিচে  উপত্যকায় তার ভালোবাসার জন্য হাজারবার শপথ করেছে সে কখনোই তাকে ছেড়ে যাবে না কিন্তু একটি মেয়ের জন্য তাকে ছেড়ে চলে গেল। সে কখনো আর তার হবে না। এগুলো তার মায়ের কাছে বলছে আর কান্না করছে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক