Punishment Bangla Summary (বাংলায়)
কবিতার পানিশমেন্ট কবিতাটি লিখেছিলেন সম্পূর্ণ অনুমান থেকে যেখানে তার অনুমান গুলো সত্য হতেও পারে নাও পারে। ১৯৭৫ সালের দিকে তিনি দুই হাজার বছরের পুরনো একটি ডেড বডি দেখতে গিয়েছিলেন। এই ডেড বডি দেখে তার মনে বিভিন্ন ধারণার জন্ম হয়েছিল যার বহিঃপ্রকাশ ঘটেছে এই পানিশমেন্ট কবিতার মধ্য দিয়ে।
তিনি ডেড বডি দেখার পর ধরেই নিয়েছিলেন যে এটা একটা মহিলার মৃতদেহ ছিল যদিও দুই হাজার বছরের পুরাতন একটা কঙ্কাল দেখে সেটা অনুমান করা সম্ভব ছিল না। তিনি এটাও ধরে নিয়েছিলেন যে এই মহিলার মৃত্যু হয়েছিল অতীতের কোন সমাজবিরোধী কার্যকলাপের জন্য অথবা তাকে কেউ মার্ডার করেছিল অথবা অতীতকালের বিশেষ কোনো রীতিনীতি মেনে তাকে দাফন করা হয়েছিল। এমনও হয়তো হতে পারে যে তার গলার সাথে দড়ি দিয়ে পেছন থেকে হিচকা টান দিয়ে কেউ সেটা পাথরের সাথে বেঁধে রেখেছিল। অথবা হতে পারে বেঁধে রাখা হয়েছিল কোন গাছের ডাল কিংবা রড এর সাথে। সেই সাথে সেই মহিলার চোখ দুটো বাঁধা ছিল ময়লা একটি কাপড় দিয়ে।
হয়তো তাকে শাস্তি দেওয়া হয়েছিল ব্যভিচারের অপরাধে। এই সকল চিন্তাভাবনা তার মনে এসেছিল এবং তিনি এই কবিতার মাধ্যমে তা প্রকাশ করেছেন।
আরো পড়ুন: Digging Bangla Summary (বাংলায়)
” I can see her drowned
body in the bog,
the weighing stone,
the floating rods and boughs.”💝💝💝
I am from Gaibandha Govt College. Spanking discussion sir.