Blackberry Picking Bangla Summary (বাংলায়)

Blackberry Picking Bangla Summary (বাংলায়)

এই কবিতায় কবি গ্রীষ্মকালের পাকা ব্ল্যাকবেরির জীবন চক্রের সাথে শৈশবের স্মৃতি তুলে ধরেছেন এবং মানুষের জীবনকে তুলনা করেছেন। কবিতার শুরুতে কবি গাছ থেকে ব্ল্যাকবেরি পাড়ার ইচ্ছা পোষণ করেন। কারণ এগুলো পেকে যাওয়ার পরে একসময় ফাঙ্গাস এটিকে খেয়ে ফেলে। ঠিক মানুষের জীবনটাও এরকম। ব্ল্যাকবেরি কাঁচা থেকে পাকা ফলে পরিণত হয় এবং সবশেষে ঝরে পড়ে।

ঠিক তেমনি ভাবে মানুষের এত সুন্দর জীবন ছোট থেকে সবশেষে বৃদ্ধ বয়সে এসে পতিত হয় এবং মানুষ মারা যায়। কবি এখানে পেকে যাওয়া ব্ল্যাকবেরিয়ের এই প্রক্রিয়াকে একটি শিশুর শৈশব থেকে পরিপক্ক হওয়ার সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন যে ব্ল্যাকবেরি এবং মানুষের জীবন সময়ের সাথে বেড়ে উঠবে যৌবনের পদার্পণ করবে এবং তাদের যৌবন হারাবে এটাই স্বাভাবিক। 

এর ওপরে মানুষের কোন হাত নেই এবং কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মতে এটা কারো ভালো লাগুক বা না লাগুক সময়ের বিবর্তনের মাধ্যমে মানুষের জীবনের পতন ঘটবে যেমন ভাবে ব্ল্যাকবেরি অতিরিক্ত পেকে গিয়ে টক হয়ে যায়। 

Themes: Growing Up and the Transience of Youth, Adult Wisdom and Acceptance, 

Symbols: Blackberries, Wine, Bluebeard, 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: Punishment Bangla Summary (বাংলায়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক