Who is the real hero of the play Julius Caesar? বাংলায়

Who is the real hero of the play Julius Caesar? বাংলায়

তো এটা অনেক conflicting একটা প্রশ্ন। চলুন দেখা যাক, কে এই ট্রাজেডির হিরো।

earn money
  1. Observation of the Critics: ( তো ক্রিটিকদের মধ্যে বিভিন্নজন বিভিন্ন রকম মত পোষন করেছেন। কেউ বলেছেন সিজার হচ্ছে হিরো, আবার কেউ বলেছেন ব্রুটাস হিরো। কারণ সিজার শুধুমাত্র নাটকের শুরুতেই দেখা গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্রুটাস নাটকে ছিল। সিজারকে নাটকের মাত্র তিন জায়গায় দেখা গেছে। আর ব্রুটাসকে সকল গুরুত্বপূর্ণ জায়গায়। যদিও এই নাটকের নাম সিজারের নাম অনুসারে দেওয়া হয়েছে, কিন্তু নাটকটা মূলত ব্রুটাসকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছে। তার মৃত্যুর সাথে সাথে নাটকটাও শেষ হয়ে গেছে।
  2. Julius Caesar as a hero:

চলুন জুলিয়াস সিজারকে কেন আমরা হিরো বলবো, তার কিছু কারণ দেখে আসি।

আরো পড়ুনঃ How far Gertrude and Ophelia prove the validity of Hamlet’s observation on the frailty of women? বাংলায়

  • Protagonist of the play

জুলিয়াস সিজার এই ড্রামার প্রোটাগনিস্ট। যদিও সে আগেই মারা যায়, কিন্তু তাকে কেন্দ্র করে পুরো প্লট সাজানো হয়। মৃত্যুর পরেও তার প্রভাব দেখা যায়। আর সেক্সপিয়ারও মূলত তাকেই আইডিয়ালাইজ করেছেন।

  • Physical and Spiritual influence of Julius Caesar

বেঁচে থাকতে জুলিয়াস সিজারের ব্যাপক প্রভাব ছিল। আর সে মারা যাবার পরেও তার যে স্পিরিচুয়াল প্রভাব এটাও লক্ষ্য করা যায়। এন্টনি এর বক্তব্যের পরে জুলিয়াস সিজারের অবদান রুমের মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে এবং সবাই চক্রান্তকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


  • Contribution for the Roman

রোমানদের জন্য জুলিয়াস সিজারের যে অবদান তা রোমানরা কখনোই ভুলতে পারেনি। যদিও তার সাথে আরো অনেকেই ছিল, তবে জুলিয়াস সিজার তাদের লিড করেছেন।

আরো পড়ুনঃ Hamlet’s Procrastination in Taking Revenge – বাংলায়

3. Brutus as a hero

এবার আমরা আলোচনা করবো, ব্রুটাস কিভাবে একজন হিরো ছিলেন।

  • Dominates the whole play

ব্রুটাস এই ট্রাজেডির সম্পূর্ণ অংশ জুড়েই ছিলেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তার মৃত্যুর সাথে সাথে এই ট্রাজেডিও শেষ হয়ে যায়।

  • Concern for the welfare of the Roman

ব্রুটাস যদিও চক্রান্তকারীদের সাথে ছিলেন, তবে তিনি কিন্তু রোমের মানুষদের কথা চিন্তা করেই জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন। কারণ তিনি মনে করেছিলেন জুলিয়া সিজার হয়তো স্বৈরাচারী শাসক হয়ে উঠবে।

  • Recognition of Antony

এন্টোনি ব্রুটাসের মৃত্যুর পরে কিন্তু তার প্রশংসা করে। কারণ ব্রুটাসের সম্পর্কে সেও খুব ভালো করেই জানতো। সে হিরো বলেই ব্রুটাসকে সম্বোধন করে।

আরো পড়ুনঃ Shakespeare Quotation বাংলা সহ

4. Who is the hero in accordance with Shakespeare ?

এখন আমরা দেখবো যে, শেক্সপিয়ারের মতে কে আসল হিরো? শেক্সপিয়র এই ঐতিহাসিক নাটক মূলত জুলিয়াস সিজারকে কেন্দ্র করেই লিখেছেন। এটা টাইটেল থেকেই বোঝা যাচ্ছে। আবার তিনি সিজারিজমকে প্রাধান্য দিয়েছেন চক্রান্তকারীদের রিপাবলিকানিজম এর উপরে। জুলিয়াস সিজার মারা গেলেও তার আত্মিক উপস্থিতি সেক্সপিয়ার খুব প্রভাব দিয়ে দেখিয়েছেন।

তো এইজন্য জুলিয়াস সিজার হচ্ছে আসল হিরো।

তো আশা করি এই সম্পূর্ণ প্রশ্নটা আপনাদের কাছে এখন একদম ক্লিয়ার হয়ে গেছে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক