Measure for Measure as a problem play (বাংলায়)
তো এই প্রশ্নটা বুঝতে হলে আমাদের আগে প্রবলেম প্লে সম্পর্কে আইডিয়া নিতে হবে।
1. Proper definition of problem play
প্রবলেম প্লে বলতে বোঝায়, এমন এক ধরনের ড্রামা, যেখানে নৈতিক এবং সামাজিক কিছু সমস্যা দেখানো হয়। আর এই সমস্যাগুলোর কোন সমাধান লেখক দেয় না।
আরো পড়ুনঃ Comment on the dramatic irony that occurs in King Lear (বাংলায়)
2.Measure for Measure as a problem play: তো মেজার ফর মেজার কেন একটা প্রবলেম প্লে এটা বুঝতে হবে। তো এই কারণে এর ভেতরে কি কি নৈতিক এবং সামাজিক প্রবলেমগুলো রয়েছে তা উল্লেখ করতে হবে। রুলস vs মারসি, সেক্সচুয়াল আর্জ vs Mercy, ম্যারেজ অফ এঞ্জেলো and মারিয়ানা, ম্যারেজ অফ লুসিও। তো মোটামুটি এই কয়েকটা প্রবলেম মেজার ফর মেজরে পাওয়া যায়। এখন এই পয়েন্ট গুলো আলোচনা করে দিলেই প্রশ্নটা হয়ে যাবে
3. Rules vs mercy: ( রাষ্ট্রীয় নিয়ম বা আইন আগে নাকি ক্ষমা? এই বিষয়টা এখানে ধোঁয়াশা রয়ে গেছে। এঞ্জেলো ক্লডিওকে মৃত্যুদণ্ড শোনায়। কিন্তু সে নিজেই একজন অপরাধী। মারিয়ানাকে কিন্তু সে বিয়ে করেনি যৌতুক না পাওয়ায়। তো একই অপরাধ করে একজন সাজা পাবে, আরেকজন সাজা দিচ্ছে, বিষয়টা দ্বিমুখী হয়ে গেল? এর সল্যুশন কোথায়? এটাই হচ্ছে প্রবলেম প্লে।
আরো পড়ুনঃ Is Desdemona responsible for her tragedy? বাংলায়
4. Sexual urge vs Mercy: ( এঞ্জেলো ক্লডিওকে ক্ষমা করে দিতে চায়, তবে সে এই শর্ত দেয় যে এর বিনিময়ে তার বোন ইজাবেলাকে তার সতীত্ব হারাতে হবে। তো যেই অ্যাঞ্জেলা ক্ষমা করবে না বলেছিল, সেক্সুয়ালিটি এর কারণে সে আবার তার সিদ্ধান্ত পরিবর্তন করলো। অর্থাৎ সেক্সুয়ালিটি এর কাছে স্টেটের রুলস পুরোপুরি আত্মসমর্পণ করলো। তাহলে কি কোন শাসক রাষ্টীয় নিয়মের বাইরে গিয়ে সেক্সকে অগ্রাধিকার দিতে পারে ? এর কোন উত্তর নেই।
5. Marriage of Angelo and Mariana: এরপর এঞ্জেলো ও মারিয়ানা এর বিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে এঞ্জেলো তো মারিয়ানাকে ভালোবাসতো না। সে তাকে বিয়ে করতে চেয়েছিল যৌতুকের কারণে। যৌতুক পায়নি তাই বিয়ে আগেই ভেঙে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ডিউকের শাস্তির ভয়ে, ক্লডিও এর মতই অপরাধ করে শাস্তি থেকে বাঁচতে মারিয়ানাকে বিয়ে করে। এখন প্রশ্ন হচ্ছে সে কি আদেও সুখী হবে? আর সে কি আদেও মারিয়ানাকে সুখী রাখবে? এর কোন উত্তর শেক্সপিয়ার দেয়নি।
6. Marriage of Lucio with a whore:
এরপর দেখা যায় লুসিওকে একটা প্রস্টিটিউটকে বিয়ে করতে বলা হয়। এটা কিভাবে সম্ভব যে লুসিও একটা প্রস্টিটিউটকে বিয়ে করে সুখী থাকবে? সে কি আদেও বিবাহিত জীবনে সুখী হবে? এর কোন উত্তর নেই।
তো আশা করি এই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো আপনারা আরও বেশি ইন্ডিকেট করতে সক্ষম হবেন। তাহলে আরো পয়েন্ট যুক্ত করতে পারবেন। তবে এই কয়টা পয়েন্ট দিলেও যথেষ্ট। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন।
আরো পড়ুনঃ Sketch the character of king Lear as a father (বাংলায়)