fbpx

Is Desdemona responsible for her tragedy? বাংলায়

Is Desdemona responsible for her tragedy? বাংলায়

Or, discuss the point that Desdemona is partially responsible for the tragedy of Othello.

Or, why does Desdemona Suffer?

এই প্রশ্নের অর্থ আগে বুঝতে হবে। এখানে বলা হয়েছে যে, ডেসডিমোনা কি তার দুর্ভাগের জন্য দায়ী?

আসলে ডেসডিমোনার ট্রাজেডির জন্য সে নিজেও কিছুটা দায়ী। তো চলুন এই প্রশ্নটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা যাক।

আরো পড়ুনঃ Sketch the character of king Lear as a father (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


1.Tendency of telling innocent lies

তো ডেসডিমোনা টুকটাক মিথ্যা কথা কিন্তু বলতো। যদিও এটাকে ইনোসেন্ট মিথ্যা বলা হয়েছে। রুমালের ক্ষেত্রে সে কিন্তু মিথ্যা কথা বলেছে।

2. Less qualified woman

সেক্সপিয়ারের অন্যান্য মহিলা চরিত্রের মতো, ডেসডিমোনা কিন্তু কোয়ালিফাইড না। মার্চেন্ট অফ ভেনিসের পোরশিয়া, কিং লেয়ার এর কোর্ডেলিয়া যথেষ্ট কোয়ালিফাইড। কিন্তু এই নাটকে ডেসডিমোনা হ্যামলেটের অফিলিয়ার মতোই সাদাসিদে।

3. Positive outlook about the world

ডেসডিমোনার পৃথিবী এবং পৃথিবীর মানুষ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। সে মনে করতো সবাই অনেক ভালো। সবাইকে সে ভালো দৃষ্টিতেই দেখতো। কিন্তু মানুষের এই ভালোর চেহারার পেছনে যে খারাপ চেহারাও থাকতে পারে, তা সে কল্পনাও করতে পারেনি।

google news

আরো পড়ুনঃ Who is the real hero of the play Julius Caesar? বাংলায়

4. Victim of fate

ডেসডিমোনা হচ্ছে দুর্ভাগ্যের শিকার। কারণ অথেলোর প্রতি ইয়াগোরের প্রতিক্রিয়ায় যে ফলাফল হয়েছিল তা কিন্তু শুধুমাত্র তাকেই ভোগ করতে হয়েছিল। অবশেষে তাকে জীবন দিতে হয়েছিল।

5. Obedient and devoted wife

এই একটা গুণ ডেসডিমোনার সবচেয়ে ভালো ছিল ,আর তা হচ্ছে, সে একদম অবিডিয়েন্ট ছিল অথেলোর প্রতি। সে অথেলোকে ঈশ্বরের জায়গা দিয়েছিল। কিন্তু অতি স্বামী ভক্তি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার স্বামী যে তাকে হত্যা করলো, ,এটাও সে দুর্ভাগ্য হিসেবে ধরে নেয়। আর এর জন্য নিজেকেই সে দোষারোপ করে।

6. lack of worldly wisdom

এই পৃথিবী সম্পর্কে পৃথিবীর মানুষ সম্পর্কে ডেসডিমোনার খুব একটা ধারণা ছিল না। যদি থাকতো তাহলে ইয়াগোর ষড়যন্ত্র সে ধরতে পারতো। তখন তাকে এমন দুর্ভাগ্যের শিকার হতে হতো না।

তো আশা করি এই প্রশ্নটা আপনাদের কাছে এখন একদম ইজি হয়ে গেছে।

আরো পড়ুনঃ Is Hamlet’s Madness Real or Feigned? – বাংলায়

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক