Of Truth Bangla Summary (বাংলায়)

ফ্রান্সিস বেকন (১৫৬১-১৫২৬) একজন নিখুঁত চিন্তাধারা সম্পন্ন, দার্শনিক, আইনবিদ,বাস্তববাদী এবং অনুপ্রেরণাদায়ক লেখক। তিনি তার লেখনীর মাধ্যমে ইংরেজ জাতিসহ বিশ্বের অন্যান্য জাতিসমূহকে জীবন ঘনিষ্ঠ সকল বিষয়ে সরল সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করেন। কবি Of Truth এই রচনার মাধ্যমে সত্য, কেন মানুষ মিথ্যাকে সত্যর সঙ্গে মিশ্রিত করে এবং মিথ্যা বলতে স্বাচ্ছন্দ বোধ করে এ বিষয়ের উপর আলোকপাত করেছেন।

earn money

Publish: 1625

Genre: Essay

Bangla Summary

জাস্টিন পাইলট রোমান রাজ্য জুডারের পঞ্চম গভর্নর পাইলেটের প্রশ্ন সত্য কি? এ প্রশ্নের মাধ্যমে বেকন অফ ট্রুথ এই এসিটি শুরু করেছেন ।সত্য কি? এ প্রশ্নটির সঠিক উত্তর খুঁজতে গিয়ে যুগের পর যুগ মনিষীদের মাঝে মতানৈক্য পরিলক্ষিত হয়। মনীষীগণ নানা সময়েব নানা রকম অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু পরবর্তী সময়ে ফান্সিস বেকন তার অফ ট্রুথ রচনাটির মাধ্যমে সত্যের একটি যুগ উপযোগী ধারণা প্রদান করতে সক্ষম হয়েছেন। তিনি তার রচনার মধ্যে বলেন সত্য দিনের আলোর ন্যায় পরিষ্কার যার মাঝে অন্ধকারের ছিটেফোঁটাও নেই। যে আলোর মাঝে কোন কৃত্রিম আলোর সংমিশ্রণ নেই। যে আলোর কোন তুলনা হয় না শত চেষ্টা করেও যাকে অন্ধকারের নিমজ্জিত করা যায় না। তিনি বলেন সত্যর পথ বড় কঠিন পথ মানুষ খুব সহজে সে পথের সন্ধান পায়না সে পথে চলতে গেলে যে ত্যাগ তিতিক্ষা, প্রতিক্ষাএবং ধৈর্য্যর প্রয়োজন হয় অধিকাংশ মানুষ সে ত্যাগ তিতিক্ষা এবং ধৈর্য ধারণ করতে সক্ষম নয়। সত্য অর্জন করা খুবই কঠিন। এ পথে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। অধিকাংশ মানুষ কঠোর পরিশ্রম করতে চায়না যার ফলশ্রুতিতে তারা সত্যের সন্ধান পায় না।কিন্তু কোন মানুষ একবার যদি সত্য পথের সন্ধান পায়, সে সত্য চর্চায় নিজেকে এমন ভাবে আত্মনিয়োগ করে যে সে আর কখনোই সত্য পথ ছেড়ে দেয় না। বেকন এ সত্যকে স্বর্ণের সঙ্গে তুলনা করেছেন।কারণ স্বর্ণের কোন ক্ষয় নেই ,কোনদিন এটি ম্লান হয়ে যায় না বা তার উজ্জ্বলতা কমে যায় না।

 অপরদিকে বেকন  বলেন , মিথ্যার মিশ্রণ মানুষের কথোপকথনকে আনন্দঘন করে তোলে ।আর মানুষ সাময়িক আনন্দ পাওয়ার জন্য এবং অন্যর থেকে অধিক সম্মান লাভের জন্য মিথ্যা বলে থাকে। তাছাড়া মিথ্যা বলাকে বেকন সাপের বুকের উপর ভর করে চলাচলের সঙ্গে তুলনা করেছেন কারণ সাপ যেমন বুকের উপর ভর দিয়ে চলতে গিয়ে মাথা নিচু করে চলাচল করে অনুরূপভাবে মিথ্যাবাদী ব্যক্তি ও মাথা নিচু করে সমাজে চলতে বাধ্য হয়। কেননা সে নিজে নিজের কাছে অপরাধী।এছাড়াও মিথ্যা বলা মানুষের সহজ প্রবৃত্তি তাই মানুষ মিথ্যা বলতে স্বাচ্ছন্দ বোধ করে। বেকন । যদিও মিথ্যা,বা মিথ্যাবাদীরা সাময়িক সময়ের জন্য মাথা উঁচু করে দাঁড়াই বা রাজত্ব করে কিন্তু মিথ্যার রাজত্ব খুব বেশিদিন ঠিকানা একটা সময় পরে তা বিলীন হয়ে যায়। বেকন দার্শনিক মন্টাগ্নের উদ্ধৃতি দিয়ে বলেন মিথ্যাবাদী হল সেই ব্যক্তি যে মিথ্যা বলতে সৃষ্টিকর্তার দিকে সাহসিকতা প্রদর্শন করে কিন্তু মানুষের দিকে কাপুরুষতা প্রদর্শন করে। কারণ মানুষের সামনে সে মিথ্যা বলতে ভয় পায় কিন্তু সৃষ্টিকর্তার নামে মিথ্যা বলতে ভয় পায় না।কিন্তু শেষ বিচারের দিনে সত্য মিথ্যার সবকিছুই উন্মোচিত হবে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Read Also: Of Marriage and Single Life

 তিনি বলেন স্বর্ণের সঙ্গে খাদ মিশালে যদিও সোনা উজ্জ্বলতা কিছুটা বৃদ্ধি পায় বা এটি ব্যবহারযোগ্য গহনায় পরিণত হয় কিন্তু তখন স্বর্ণ তার স্বাভাবিকতা হারায় ।অনুরূপভাবে মানুষ যখন সত্যর সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে তখন সত্য তার প্রকৃত অবস্থান হারায়। 

বেকন বলেন মিথ্যা সঙ্গে সত্য মিশ্রণ বা অর্ধসত্য মিথ্যার যে অনেক খারাপ। তিনি বলেন মিথ্যা মিথ্যা আর সত্য সত্য একে অন্য থেকে পুরোপুরি আলাদা তারা কখনোই একত্রে চলাচল করতে পারে না।এছাড়াও তিনি বলেন সকল প্রকার গবেষণা এবংঅনুসন্ধানের ক্ষেত্রে গবেষকগণ সদা সর্বদা সত্য কে গ্রহণ করেন এবং মিথ্যাকে বর্জন করেন। পরিশেষে বেকন যিশুখ্রিস্টের উদ্ধৃতি দিয়ে বলেন শান্তি প্রতীক যীশু খ্রীষ্ট যখন দ্বিতীয়বার এই পৃথিবীতে অবতরণ করবেন তখন তিনি পৃথিবীর মানুষের মধ্যে সত্যের বিশ্বাস বলে আর কোন কিছুই দেখবেন না। আর এরই মাধ্যমে এসেটি শেষ হয়।

পরিশেষে আমরা বলতে পারি বেকন তার রচনার মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য উন্মোচন করেছেন এবং তিনি সদা সর্বদা সত্যের পথ গ্রহণের পরামর্শ দিয়েছেন।তাই বেকন তার এই এসের মাধ্যমে সত্যের পূজারীরা যারা সদা সর্বদা সত্যকে উন্মোচন করতে, সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে করেন এবং নিজেদের জীবনকে উৎসর্গ করে থাকেন তাদেরকে তিনি এই এই রচনার মাধ্যমে তুলে ধরেছেন । তিনি বলেন যে সকল মানুষ প্রকৃত সত্যকে একবার পেয়ে যান তাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যায় । যতই বাধা-বিপত্তি আর কঠিন পরিস্থিতি আসুক না কেন তারা আর কখনোই মিথ্যার কাছে মাথা নত করে না তারা সত্যকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়। তিনি বলেন সত্য মিথ্যার মিশ্রণে মিথবকিছু কিছু সময় প্রাণ চাঞ্চল্য হয়ে উঠলেও মিথ্যা সারা জীবনই মিথ্যা সত্য সবসময়ই সত্য। তাই সত্য এবং মিথ্যা কখনোই একই সঙ্গে পথ চলতে পারে না।

Read Also: Paradise Lost Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক