fbpx

Of Marriage and Single Life Bangla Summary (বাংলায়)

ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬) একজন নিখুঁত চিন্তাধারা সম্পন্ন, বাস্তববাদী এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব বা লেখক। তিনি তার লেখনীর মাধ্যমে ইংলিশ জাতিসহ বিশ্বের অন্যান্য জাতিসমূহকে জীবন-ঘনিষ্ঠ সকল বিষয়ে সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করেছে । Of Marriage and Single Life এই রচনার মাধ্যমে ফ্রান্সিস বেকন বিবাহিত জীবন এবং অবিবাহিত জীবনের সুবিধা-অসুবিধা বর্ণনা করেছেন।

Publish: 1612

Genre: Essay

Bangla Summary

পৃথিবীতে প্রবাহমান বা ঘটনামান প্রতিটি জিনিসেরই ভালো এবং মন্দ দুটি দিক রয়েছে। অনুরূপভাবে বিবাহিত জীবন এবং অবিবাহিত জীবনও এর ব্যতিক্রম নয়। উভয় জীবনেই রয়েছে কিছু ভালো এবং মন্দ দিক। বিখ্যাত লেখক ফ্রান্সিস বেকন তার বিখ্যাত এসে অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ এর মাধ্যমে তিনি বিবাহিত এবং অবিবাহিত জীবনের বেশ কিছু সুবিধা এবং অসুবিধার কথা তুলে ধরেছেন ।তিনি বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে স্ত্রী সন্তানকে সবচাইতে বড় বোঝা হিসেবে অভিহিত করে বলেন একজন বিবাহিত ব্যক্তির সকল কাজের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হলো স্ত্রী এবং সন্তান-সন্ততি। সে স্ত্রী এবং সন্তান-সন্ততির জন্য কোন কাজ স্বাধীনভাবে করতে পারে না কেননা তাকে তার স্ত্রী সন্তান তথা পরিবারের কথা চিন্তা করতে হয়। এজন্যই সে পরিপূর্ণ স্বাধীনভাবে কোন কাজে মনোযোগ দিতে পারেনা বা বা কোন সিদ্ধান্ত নিতে পারে না। সে পরিবারের কথা ভাবতে গিয়ে বড় কোন জনকল্যাণ মূলক কাজে নিজে আত্মনিয়োগ করতে পারে না বা তার উপার্জিত অর্থ সেখানে উৎসর্গ করতে পারেনা।কিন্তু বেকন এটাও বলেছে স্ত্রী সন্তান মানুষকে অত্যাধিক পরিমাণে মানবিক এবং কোমল করে তুলে বিশেষ করে সেনারা তাদের স্ত্রী সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের কর্তব্যে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে থাকে। যদিও বেকন স্ত্রীকে যৌবনের যৌবনকালের প্রিয়তমা, মধ্য বয়সের চলার সাথী এবং বৃদ্ধ বয়সের সেবিকা হিসেবে উল্লেখ করেছেন তথাপিও বিবাহিত জীবনকে তিনি একটি শৃঙ্খলাবদ্ধ বা নিয়মের বেড়াজালে আবদ্ধ জীবন হিসেবে অভিহিত করেছেন।

Read Also: Of Truth Bangla Summary

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ



অপরদিকে তিনি অবিবাহিত জীবনকে একটি স্বাধীন বা মুক্ত জীবন হিসেবে অভিহিত করেছেন।যেখানে কোন দায় দায়িত্বের বালাই নেই। কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে খুব বেশি চিন্তা করতে হয় না। অবিবাহিত ব্যক্তিকে ভাবতে হয় না তার স্ত্রী-পুত্র পরিজন নিয়ে। যাতে করে সে খুব সহজেই যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। পৃথিবীর যত জনকল্যাণমূলক বৃহৎ কাজ সম্পাদিত হয়েছে সে সকল কর্ম অবিবাহিত ব্যক্তিবর্গের দ্বারাই সম্পাদিত হয়েছে। কারণ একজন অবিবাহিত ব্যক্তির জীবন এবং ভবিষ্যত একই সূত্রে আবদ্ধ থাকে যা তার জীবন তাই তার ভবিষ্যৎ। ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু তাকে কোন চিন্তা করতে হয় না ফলশ্রুতিতে একজন অবিবাহিত মানুষ খুব সহজেই তার বন্ধুবান্ধব তথা পাশের ব্যক্তিবর্গদের খেয়াল রাখতে পারে, তাদের জন্য অনেক অর্থ খরচ করতে পারে কারণ তার হাতে প্রচুর অর্থ ও সময় থাকে। যার ফলে সে একজন ভালো মনিব একজন ভালো সেবক বা একজন ভালো বন্ধু হতে পারে। বেকনের মতে অবিবাহিত মানুষেরা সাধারণত একটু নিষ্ঠুর বা কঠিন হৃদয়ের হয়ে থাকে। কিন্তু সে ইচ্ছা করলেই নিজেকে একজন ভালো ধর্মযাজক হিসেবে গড়ে তুলতে পারে। তবে কিছু কিছু মানুষ স্ত্রীর সন্তানকে ধন সম্পদের অপচয় হিসেবে অভিহিত করে নিজের ধন সম্পদ বৃদ্ধি এবং নিজেকে বিত্তবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে,বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে নিজেকে বিরত রাখে ।যা মোটেও ভালো সিদ্ধান্ত নয়।তিনি আরও বলেন, একজন অবিবাহিত মানুষ সে কখনো দেশের জন্য একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে না। কারণ তার জীবনে কোন ডিসিপ্লিন তথা নিয়মানুবর্তিতা থাকে না। কিন্তু একজন বিবাহিত মানুষ কিন্তু খুব সহজেই নিজেকে দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। 

পরিশেষে ফ্রান্সিস বেকন বলেন, সুবিধা অসুবিধা যাই থাক না কেন বিবাহ করতে সক্ষম একজন ব্যক্তির উচিত সঠিক সময়ে বিবাহ করা এক্ষেত্রে খুব বেশি দেরি করাও ভালো নয় আবার খুব তাড়াতাড়ি করাও উচিত নয়।

Read Also: Of Plantation Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক