The Caretaker Bangla Summary

The Caretaker

Harold Pinter

earn money

Key Facts:

  • Writer: Harold Pinter (1930-2008).
  • Original Title: The Caretaker.
  • Genre: Dark Comedy/Tragicomedy.
  • Published date: 1960.
  •  The number of acts: Thee.
  •  Setting: Time Setting: 1950s
  •  Place Setting: A house in west London.

Themes: 

  • Power and Deception
  • The Absurdity of Modern Society
  • Alienation and Family
  • Identity and Authenticity
  • The Limitations of Language

Characters:

1. Aston: The older brother of Mick. He is almost 30 years old.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


2. Mick: The younger brother of Aston. He is almost 20 years old.

3. Davies: The Caretaker. He is almost 60 years old.

বাংলা সামারি

তো আমরা এই ড্রামার সম্পূর্ণ সামারি মাত্র ৭টি পয়েন্টে জানতে পারবো।

দুই ভাইয়ের বাড়িতে ডেভিসের আগমন: নাটকটি শুরু হয় ১৯৫০ সালে পশ্চিম লন্ডনের একটি বাড়িতে। সময়টা ছিল শীতকাল। বাহিরে দরজা খোলা ও বন্ধ হওয়ার শব্দে খাটে বসা মিক খাট থেকে উঠে বাহিরে যায়। তার বড় ভাই এস্টন এবং ভবঘুরে এক বৃদ্ধ ডেভিস বাড়িতে প্রবেশ করে। ডেভিস একটি কাফেতে খুব নিম্নমানের একটি চাকরি করতো। সেখানেই সে মারামারি করেছে এবং এস্টন তাকে সাহায্য করেছে। এস্টন ডেভিসকে কাপড় ও জুতা দেয় এবং রাতটি তাদের বাড়িতে থাকার সুযোগ দেয়। ডেভিস ছিল খুবই অমার্জিত, একগুয়ে ও লোভী স্বভাবের। কালো বর্ণের লোকদের ব্যপারে সে বারবার অভিযোগ করে যাচ্ছিল। এদিক দিয়ে এস্টন ছিল কিছুটা শান্ত ও নিশ্চুপ স্বভাবের। সে খুব কমই কথা বলতো। ডেভিস তার প্রস্তাবে তাদের বাড়িতে রাতটা থাকতে খুবই আনন্দের সাথে রাজী হয়। আর সে জানায়, তাকে সিদিকাপ (Sidcup) যেতে হবে। সেখানে তার কাগজপত্র আছে, যেগুলোর মাধ্যমে সে নিজের পরিচয় নিশ্চিত করতে পারবে।

ডেভিসের সাথে মিকের তর্ক: পরদিন সকালে এস্টন ডেভিসকে বলে সে গত রাতে ঘুমের মাঝে অনেক বেশি শব্দ করেছে। ডেভিস তার কথা একেবারেই অস্বীকার করে। এস্টন ডেভিসকে বলে তাকে এখন বেরোতে হবে এবং ডেভিস চাইলে সেখানে থাকতে পারে। ডেভিস জানায় তাকে এখন কাজ খুঁজতে হবে। এস্টন চলে গেলে মিক সেই ঘরে প্রবেশ করে। সে দেখে ডেভিস সম্পূর্ণ রুম এলোমেলো করছে এবং কিছু একটা খুঁজছে। তখন মিকের সাথে তার ধস্তাধস্তি হয়। মিক ডেভিসকে জিজ্ঞাসা করে আসলে ডেভিসের মতলব কি? সে কি খুঁজছে এবং কেন এখানে এসেছে? মিক তাকে বিভিন্ন আশ্চর্যজনক সব প্রশ্ন করে এবং তারা উল্টাপাল্টা বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে। ফলে বৃদ্ধ ডেভিস অস্বস্থিকর অবস্থায় পড়ে যায়। শেষে মিক বলে, ডেভিস চাইলে এই কক্ষটি ভাড়া নিতে পারে। 

আরও পড়ুন:Bangla summary Importance of Being Earnest


এস্টনের দ্বারা ডেভিসকে কেয়ারটেকার হওয়ার প্রস্তাব:

এদিকে এস্টন ডেভিসের জিনিসপত্র নিয়ে বাসায় ফেরে। পরে জানা যায় এটা ডেভিসের ব্যাগ না। এতে ডেভিস খুব বিরক্ত হয়। এস্টন ডেভিসকে বলে, সে এই জায়গার কেয়ারটেকার হতে চায় কিনা! তাকে এই বাড়ি এস্টনের ভাইয়ের জন্যে সাজিয়ে গুছিয়ে একেবারে আসল ফ্লাটে পরিণত করতে হবে।  ডেভিস প্রথমে অনীহা দেখায়। কারন এখানে অনেক কাজ করতে হবে। পরে সে অবশ্য রাজী হয়।  

মিকের দ্বারা ডেভিসকে কেয়ারটেকার হওয়ার প্রস্তাব:

এরপর মিক অন্ধকার ঘরে ডেভিসকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভয় দেখায়। এরপর মিক ডেভিসকে অপ্রত্যাশিতভাবেই জিজ্ঞাসা করে সে জায়গাটার কেয়ারটেকার হতে চায় কিনা। ডেভিস দ্বিধায় পড়ে এই জায়গাটা আসলে কার দায়িত্বে আছে। এটা জানতে চাইলে মিক তাকে বলে যে সেই এই জায়গাটার মালিক। মিক এবার ডেভিসের কাগজপত্র দেখতে চাইলে ডেভিস কথা দেয় সিডকাপে গিয়ে সে তার কাগজপত্রগুলো নিয়ে আসবে।

এস্টনের অতীত ডেভিসকে বলা: পরদিন সকালে খারাপ আবহাওয়ার অজুহাত দেখিয়ে সে আর সিডকাপে যেতে চায় না। এস্টন ডেভিসকে বলে কিভাবে আগে তার হ্যালিউসিনেশন হতো এবং কিভাবে একটি মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে জোর করে ইলেকট্রিক শক দিতো। সে এখন কোন কিছুই দ্রুত চিন্তা করতে পারেনা। এখন এস্টন শুধুমাত্র এই বাড়ির গার্ডেনে একটা বসার জায়গা তৈরি করতে চায় আর কিছু না।

দুই ভাইয়ের উপরে ডেভিসের প্রভাব খাটানোর চেষ্টা:

দুই সপ্তাহ পরে, ডেভিস মিকের কাছে এস্টন সম্পর্কে অনেক অভিযোগ করে। একরাতে এস্টন ডেভিসকে ঘুমের মধ্যে শব্দ করতে নিষেধ করলে ডেভিস রেগে যায় এবং এস্টনের ইলেকট্রিক শক দিয়ে  চিকিৎসা করার বিষয়টা তুলে উপহাস করতে থাকে। এস্টন শান্তভাবে ডেভিসকে বলে এভাবে আর থাকা যাবে না এবং ডেভিসকে চলে যেতে হবে। ডেভিস আসলে সবকিছু করছিল দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল সৃষ্টি করার জন্য। এতে করে এখানে এসে স্থায়ীভাবে থাকতে পারবে। ডেভিস এস্টনকে অভিশাপ দেয় আর বলে যে, সে এই বিষয়ে মিকের সাথে কথা বলবে। ডেভিস মিকের সাথে কথা বলে। সে এস্টনকে এখান থেকে বের করে দিতে বলে। মিক তার সাথে প্রথমদিকে কিছুটা একমত হওয়ার ভান করে এবং পরে ডেভিসকে একজন অভিজ্ঞ বাড়ির অভ্যন্তর সজ্জাকারী (ষড়যন্ত্রকারী) হওয়ার দাবির বিষয়ে জিজ্ঞেস করতে শুরু করে। ডেভিস মিকের কথার কিছুই বুঝে উঠতে পারে না। কথা বলার সময়ে ডেভিস এস্টনকে পাগল বললে মিক ডেভিসকে চলে যেতে বলে। এই পর্যন্ত সব কাজের মজুরী হিসেবে মিক তাকে কিছু টাকা ‍দিয়ে দেয়।

ডেভিসের বিদায়:

এস্টন ঘরে প্রবেশ করে এবং দুই ভাই কিছুক্ষণ হাসাহাসি করে। মিক ঘর থেকে চলে গেলে, ডেভিস ফিরে আসে ও তাকে যেন রাখা হয় এজন্য সে এস্টনের কাছে অনুরোধ করে। সে আরো ভালো করে অনুরোধ করে। সে বলে ভবিষ্যতে সে তাদের দুই ভাইয়ের জন্য আরো ভালো করে কাজ করবে। এস্টন শুধু এতটুকুই বলে যে, “তুমি বড় বেশি শব্দ করো”। ডেভিসের বারবার অনুরোধ চলাকালেই এই নাটক শেষ হয়ে যায়।

আরও পড়ুন: Bangla summary Waiting For Godot

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher of theology and English literature and language. One of the seven members of literatureXpres, a worldwide online educational institution. Educational Qualification: BTIS(Bachelor of Theology and Islamic Studies)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক