Tree at My Window Bangla Summary

Key Information

earn money
  • Title: “Tree At My Window”
  • Poet: Robert Frost (1874-1963)
  • Published: 1924, in the collection West Running Brook

Theme: The Relationship Between Humans and Nature; Individuality within the Universe.

Literary Device: Personification, Metaphor. 

Bangla Summary

“Tree At My Window” রবার্ট ফ্রস্টের একটি সুপরিচিত কবিতা। এটি West Running Brook কালেকশনে ১৯২৮ সালে প্রকাশিত হয়। এই কবিতায় কবির প্রকৃতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মানুষ আর প্রকৃতির মাঝের সম্পর্ক তুলে ধরেছেন। তিনি তার জানালার পাশে একটি গাছকে কেন্দ্র করে কবিতাটি লিখেছেন। এই গাছটি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কবিতায় মোট চারটি স্ট্যাঞ্জা রয়েছে। 

কবিতার শুরুতেই কবি বলেন, তার জানালার পাশে একটি গাছ আছে। তিনি রাতে জানালা লাগিয়ে দিলেও পর্দা টেনে দেন না যেন তিনি গাছটিকে দেখতে পান। অর্থাৎ তিনি  তাদের মাঝে কোনো বাঁধা আসতে দেন না।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তারপর দ্বিতীয় স্ট্যাঞ্জাতে তিনি প্রকাশ করেন, এই গাছগুলো সাধারণত অনেক বড় হয়। এমন মনে হয় যে এগুলো মেঘ ভেদ উপরে উঠে যাবে। কিন্তু এরা মানুষের মত কথা বলতে পারে না। মানুষের মত গাছের বুদ্ধিমত্তা নেই। 

Read Also: After Apple Picking Bangla Summary

তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি মানুষ এবং গাছের মধ্যে তুলনা করেন। তিনি বলেন, যখন বাহিরে অনেক বেশি ঝড় হয় তখন তার জানালার পাশের গাছটি দুলতে থাকে। ঝড়ের বেগে প্রচন্ড বেঁকে যায় যেন ভেঙে যাবে। এখন কবি নিজের কথা বলেন যে তিনি শান্তভাবে ঘুমালেও তার মনের মধ্যেও অনেক হাহাকার বা দুশ্চিন্তা লুকিয়ে থাকে। আপাতদৃষ্টিতে কবিকে চিন্তামুক্ত দেখালেও আসলে তিনি বিভিন্ন বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকেন। 

চতুর্থ স্ট্যাঞ্জাতে কবি গুরুত্বপূর্ণ কথা বলেন। একটি গাছ কেবলমাত্র বাহ্যিক কষ্ট সহ্য করে। কিন্তু একজন মানুষের বাহ্যিক (শারিরীক) এবং মানসিক সব ধরনের কষ্ট সহ্য করতে হয়। এটি গাছ এবং মানুষের মধ্যে একটি বড় পার্থক্য।

Read Also: The Negro Speaks of Rivers Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক