fbpx

After Apple Picking Bangla Summary

Key Info

earn money

Title: After Apple Picking

Poet: Robert Frost (1874-1963)

Written: 1914 in his second collection North of Boston

Setting: Rural New England

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Themes

Worry, Work, and Sleep; The Cycle of Life and Death

Symbol: Apples appear throughout the poem as symbols of creative ideas or the products (that is, the “fruits”) of one’s labor.

Sleep, Ladder.

Bangla Summary

“After Apple Picking” রবার্ট ফ্রস্টের একটি চমৎকার কবিতে যেখানে তিনি গ্রামীণ নিউ ইংল্যান্ডকে দেখানোর চেষ্টা করেছেন। এই কবিতাটি মূলত স্পীকারের আপেল কুড়ানোর পরবর্তী অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে।

একদিন স্পীকার একটি মই, এবং ড্রাম নিয়ে আপেল বাগানে যান। তিনি মই লাগিয়ে গাছ থেকে অনেকগুলো আপেল পাড়েন। তারপর সেগুলো ড্রামে ভরতে শুরু করেন। তার মতে, প্রায় দশ হাজারের মত আপেল তিনি কুড়িয়েছেন। এখনও অনেক আপেল কুড়ানো বাকি আছে। কিন্তু তিনি প্রচন্ড ক্লান্তি অনুভব করছেন। তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, এবং তিনি এক ঘোরের মধ্যে চলে যাচ্ছেন। তিনি বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখের সামনে পড়ে থাকা আপেলগুলো এবং পুরো পরিবেশকে তার রহস্যময় মনে হতে থাকে। এসময় তার মনে পড়ে, তিনি একদিন ড্রিংক করছিলেন। গ্লাস থেকে একটা বরফ টুকরা তুলে তার মধ্য দিয়ে অপর পাশে দেখার চেষ্টা করছিলেন। সেটা যেমন ঘোলাটে মনে হচ্ছিলো, ঠিক এখন তার কাছের চারপাশটাকে তেমন মনে হচ্ছে। তিনি কিছুতেই আপেলের চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারছিলেন না। 

তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং স্বপ্ন দেখতে থাকেন। তিনি দেখেন বড় বড় আপেল তার চারপাশে ঘোরাঘুরি করছে। তিনি আরও দেখতে পান ফুল থেকে আপেল গজিয়ে ওঠছে, গাছ থেকে পড়ে যাচ্ছে, এবং সেগুলো ড্রামে জমাও হচ্ছে। ঘুমের মধ্যেই তিনি ভাবতে থাকেন যে এটা একজন ক্লান্ত মানুষের স্বাভাবিক ঘুম নাকি উডচাকের মত শীতনিদ্রায় যাচ্ছেন। এখানে শীতনিদ্রাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে।

Read Also: The Birches Summary

Read Also: O Captain My Captain Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক