fbpx

Adam’s Curse Bangla Summary (বাংলায়)

Adam’s Curse Bangla Summary (বাংলায়)

এই কবিতায় কবি তিনটি বিষয় কে একই সুতায় গাঁথা বলে উল্লেখ করেছেন যেগুলো হলো কবিতা প্রেম এবং সৌন্দর্য। তার মতে এই সব কিছুতেই অনেক সময় এবং প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। কোন এক সন্ধ্যায় কবি তার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং তার প্রেমিকা মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলেন আর আলোচনা করছিলেন যে সৌন্দর্যের জন্য তিনি যতটা সাধনা করেছেন তা তাকে কোন ফল দেয় নি বরং তাকে রেখে গেছে ক্লান্ত একটা হৃদয়ে পরিণত করে। সৌন্দর্যের পিছনে অনেক ছোটাছুটি করেও সেটা ধরা দেয় নি তার কাছে।

আরো পড়ুন: After Apple Picking Bangla Summary (বাংলায়)

এখানে মূলত তিনি তার প্রেমিকার কথা বলছেন। মড গণ নামক এক অধিব সুন্দরী মহিলাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন কিন্তু তিনি কখনো সেই মহিলার ভালোবাসা পাননি।

তিনি তার প্রেমিকার রূপকে ভালবাসতেন কিন্তু তার কাজকে সবসময় ঘৃণা করতেন। তার প্রেমিকার পেছনে ছুটে চলার যে করুণ বাস্তবতা সেটাকেই তিনি কবিতার মধ্যে তুলে ধরেছেন যা তাকে এক ক্লান্ত হৃদয়ের অধিকারী করে রেখে গেছে।

আরো পড়ুন: Home Burial Bangla Summary (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক