After Apple Picking Bangla Summary (বাংলায়)
Published: 1914 in Robert Frost’s Collection “North of Boston”.
Setting: An apple orchard in New England Farm
“After Apple Picking” রবার্ট ফ্রস্টের একটি চমৎকার কবিতে যেখানে তিনি গ্রামীণ ইংল্যান্ডকে দেখানোর চেষ্টা করেছেন। এই কবিতাটি মূলত স্পীকারের আপেল কুড়ানোর পরবর্তী অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে।
একদিন স্পীকার একটি মই, এবং ড্রাম নিয়ে আপেল বাগানে যান। তিনি মই লাগিয়ে গাছ থেকে অনেকগুলো আপেল পাড়েন। তারপর সেগুলো ড্রামে ভরতে শুরু করেন। তার মতে, প্রায় দশ হাজারের মত আপেল তিনি কুড়িয়েছেন। এখনও অনেক আপেল কুড়ানো বাকি আছে। কিন্তু তিনি প্রচন্ড ক্লান্তি অনুভব করছেন। তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, এবং তিনি এক ঘোরের মধ্যে চলে যাচ্ছেন।
আরো পড়ুন: Home Burial Bangla Summary (বাংলায়)
তিনি বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখের সামনে পড়ে থাকা আপেলগুলো এবং পুরো পরিবেশকে তার রহস্যময় মনে হতে থাকে। এসময় তার মনে পড়ে, তিনি একদিন ড্রিংক করছিলেন। গ্লাস থেকে একটা বরফ টুকরা তুলে তার মধ্য দিয়ে অপর পাশে দেখার চেষ্টা করছিলেন। সেটা যেমন ঘোলাটে মনে হচ্ছিলো, ঠিক এখন তার কাছের চারপাশটাকে তেমন মনে হচ্ছে। তিনি কিছুতেই আপেলের চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারছিলেন না।
তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং স্বপ্ন দেখতে থাকেন। তিনি দেখেন বড় বড় আপেল তার চারপাশে ঘোরাঘুরি করছে। তিনি আরও দেখতে পান ফুল থেকে আপেল গজিয়ে ওঠছে, গাছ থেকে পড়ে যাচ্ছে, এবং সেগুলো ড্রামে জমাও হচ্ছে। ঘুমের মধ্যেই তিনি ভাবতে থাকেন যে এটা একজন ক্লান্ত মানুষের স্বাভাবিক ঘুম নাকি উডচাকের মত শীতনিদ্রায় যাচ্ছেন। এখানে শীতনিদ্রাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে।
Themes:
- The Cycle of Life and Death
- Worry, Work, and Sleep
Symbol: Apples, Sleep, Ladder
আরো পড়ুন: The Death of the Hired Man Bangla Summary (বাংলায়)
Just awesome writing
good
Just fantastic
Nice.
খুব সুন্দর হয়েছে
It’s really helpful and I understood this summary clearly.