When You Are Old Bangla Summary (বাংলায়)

When You Are Old Bangla Summary (বাংলায়)

ডবলু বি ইয়েটস এর একজন প্রেমিকা ছিল যাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। এটা আমরা কম বেশি সবাই জানি যে তিনি তার প্রেমিকাকে ভালবাসলেও তার প্রেমিকা তাকে পাত্তা দিতেন না কারণ তিনি ছিলেন সেই সময়ের অত্যন্ত সুন্দরী এবং জনপ্রিয় একজন মহিলা। পাত্তা না পাওয়ার আফসোস থেকেই মূলত তিনি এই কবিতাটি লিখেছেন।

এখানে তিনি সরাসরি তার প্রিয়সি মড গণ কে উদ্দেশ্য করে বলেন যে তিনি তাকে তার পুরো হৃদয় দিয়ে ভালবাসতেন কিন্তু সে কখনো কবির ভালোবাসায় সায় দেয় নি এবং তাকে বুঝতে চেষ্টা করেনি। তার প্রেমিকা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার এই রূপ সৌন্দর্য কিছুই কিন্তু থাকবে না ম তার চামড়া গুলো ঢিলা হয়ে যাবে এবং রূপের যে উজ্জ্বলতা সেগুলো একসময় কমে যাবে। আজকে তিনি যাদের ভালোবাসায় সিক্ত হয়ে আছেন তারা সেই সময়ে আর তাকে চেয়েও দেখবে না।

আরো পড়ুন: After Apple Picking Bangla Summary (বাংলায়)

ঠিক তখন তার মনে পড়বে যে কেউ একজন ছিল যে তাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসত। ভালবাসতে সম্পূর্ণ হৃদয় দিয়ে। শুধু যৌবনকে নয় বরং তার বৃদ্ধ বয়সটাকেও ভালবাসত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই সময়ে আর কিছুই করার থাকবে না কারণ তখন হয়তো কোভিদ আত্মা পাহাড় পর্বত পার করে আকাশের নিচে তারা হয়ে জ্বলজ্বল করবে আর তার প্রেমিকা শুধু আফসোস করবে।

Themes: Love and Beauty, Aging, 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Symbol: Fire

আরো পড়ুন: Home Burial Bangla Summary (বাংলায়)

1 COMMENT

  1. “But one man loved the pilgrim soul in you
    And loved the sorrows of your changing face”

    স্যার, গাইবান্ধা সরকারি কলেজ থেকে। মাস্টার্স সেশনঃ২০-২১।
    আমার জন্য দোয়া করবেন 💝💝💝

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক