fbpx

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিগত সালের (২০১৫) ব্রিফ প্রশ্নের উত্তর

ক) ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans: এ.কে. নাজমুল করিম।

খ) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।

Ans: রাখাইন।

গ) মর্গানের মতানুযায়ী জ্ঞাতিসম্পর্কের ধরনগুলো কী?

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Ans: ১. শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক ও ২. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।

ঘ) বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও।

Ans: যে পরিবারে তিন পুরুষ: বাবা, মা, দাদা-দাদি, চাচা-চাচী, সন্তান -সন্ততি সবাই মিলে বসবাস করে তাকে বর্ধিত পরিবার বলে।

ঙ) ‘Labelling Model’ এর প্রবক্তা কে?

Ans: হাওয়ার্ড সউল বেকার্স।

চ) বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?

google news

Ans: ১৩.৪৭% (20-21)।

ছ) রেমিট্যান্স কী? 

Ans: বিদেশে কর্মরত ব্যাক্তি কর্তৃক তার মাতৃভূমিতে প্রেরিত অর্থ কে রেমিট্যান্স বা প্রবাসী-প্রেরিত অর্থ বলা হয়।

জ) বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কী?

Ans: বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব।

ঝ) ‘দারিদ্র্যের দুষ্টচক্র’র ধারণাটির প্রবক্তা কে? 

Ans: অধ্যাপক রাগনার নার্কাস।

ঞ) মুসলিম লগি কত সালে গঠিত হয়?

Ans: ১৯০৬ সাল।

ট) বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? 

Ans: ইউনিয়ন পরিষদ।

ঠ) আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

Ans: আমলারা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক