Brave New World Bangla Summary (বাংলায়)
সম্পূর্ণ নোবেলটা মাত্র ৫টি গল্পের মাধ্যমে বা পাঁচটি পর্যায়ে খুব সহজেই জানা সম্ভব।
১. ওয়াল্ড স্টেট এবং এখানকার পরিবেশ সম্পর্কে ধারনা
২. নোভেলের শুরুতে ওয়ার্ল্ড স্টেটের ঘটনা
৩. ডাইরেক্টরের ( টমাকিনের) সেভেজ রিজার্ভেশন ভ্রমণের অতীত গল্প
৪. বারনার্ড মার্কস এবং লেলিনার সেভেজ রিজার্ভেশনে ভ্রমণ
৫. সেভেজ রিজার্ভেশন থেকে জনের ইংল্যান্ডে আসা এবং তার শেষ পরিণতি।
১. ওয়াল্ড স্টেট এবং এখানকার পরিবেশ সম্পর্কে ধারনা
- ওয়ার্ল্ড স্টেট সম্পর্কে ধারনা
নোভেলটিতে ওয়ার্ল্ড স্টেট নামে একটা ইমাজিনারি কাল্পনিক ও প্রযুক্তি নির্ভর একটি সমাজকে দেখানো হয়েছে, যেখানে টেস্টটিউবের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয়। এদের প্রয়োজন অনুযায়ী পাঁচ শ্রেণীতে উৎপাদন করা হয়। আলফা, বিটা, গামা, ডেল্টা ও এপসিলন। আলফা শাসক শ্রেণী, বিটা মিডিল ক্লাস ও পরের তিনটা লেবার শ্রেণী।
- হেনরি ফোর্ড এর ভূমিকা
ব্রেভ নিউ ওয়ার্ল্ড নোভেলের প্লট A.F 632 (After Ford) এর কাল্পনিক বছরে সেট করা হয়েছে। অর্থাৎ এই সাইন্স ফিকশন নোভেলটি ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা দেখিয়েছে। তো হেনরি ফোর্ডের T মডেল কার আবিষ্কারের (১৯০৮) পর থেকে যদি ৬৩২ বছর পর্যন্ত হিসাব করা হয়, তাহলে দেখা যায় ২৫৪০ সালের পৃথিবী কেমন হবে তা এই নোভেলে দেখানো হয়েছে। হেনরি ফোর্ড এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি আমেরিকার মোটর গাড়ি তৈরিতে ব্যাপক রেভোল্যুশন তৈরি করেছিলেন। তার মোটরগাড়ি তৈরির জন্য আমেরিকার মানুষের জীবনযাত্রা খুব সহজ হয়ে গিয়েছিল। আবার একটা যুদ্ধে ঈশ্বরের কোন ভূমিকা ছিল না কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হেনরি ফোর্ড।
- ওয়ার্ল্ড স্টেটে বাচ্চা উৎপাদন প্রক্রিয়া
ওয়ার্ল্ড স্টেট নামে পরিচিত এই কাল্পনিক জগতের মানুষেরা ফোর্ডকে ঈশ্বর মনে করে। এখানে কোন ধর্ম বিশ্বাস, পারিবারিক বন্ধন, মানুষের আবেগ অনুভূতি এগুলো কিছুই নেই। কারণ এখানে বাচ্চা প্রসব করা হয় না বরং প্রযুক্তির সাহায্যে টেস্টটিউবের (Bokanovsky’s Process) মাধ্যমে তৈরি করা হয়। ওয়ার্ল্ড স্টেট এর লোকেরা প্রযুক্তিকে একটি সামাজিক ব্যবস্থা হিসাবে বিশ্বাস করে।
- সোমা সম্পর্কে ধারণা
সোমা নামের এক ধরনের ড্রাগ দিয়ে এখানকার সবাইকে নিয়ন্ত্রণ করা হয়। আলফা এবং বিটা এরা চাইলে সোমা খেতে পারে আবার নাও পারে। তবে গামা, ডেল্টা এবং এপসিলন এদের সোমা খাওয়া বাধ্যতামূলক। মূলত তাদেরকে দিয়েই অনেক পরিশ্রম করিয়ে নেওয়া হয়। এতে তাদের অনেক কষ্ট হয়। এই দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় সোমা।
আরো পড়ুন:The Scarlet Letter Bangla Summary (বাংলায়)
২. নোভেলের শুরুতে ওয়ার্ল্ড স্টেটের ঘটনা
উপন্যাসটি সেন্ট্রাল লন্ডনের হ্যাচারি অ্যান্ড কন্ডিশনিং সেন্টারে শুরু হয়, যেখানে হ্যাচারির পরিচালক (টমাকিন) এবং তার একজন সহকারী, হেনরি ফস্টার, ছেলেদের একটি দল নিয়ে সফর করছেন। ছেলেরা বোকানভস্কি এবং পডসন্যাপ (বাচ্চা উৎপাদনের প্রক্রিয়া) প্রক্রিয়া সম্পর্কে শিখতে পারে, যা হ্যাচারিগুলিকে প্রায় হাজার হাজার বিভিন্ন মানব ভ্রূণ তৈরি করে দেয়।
ভ্রূণগুলি একটি কারখানার মাধ্যমে পরিবাহক বেল্টের মধ্য দিয়ে ভ্রমণ করে এবং পাঁচটি শ্রেণীতে বিভক্ত হয়: আলফা, বিটা, গামা, ডেল্টা এবং এপসিলন। আলফা ভ্রূণ শাসক শ্রেণী। বিটা মিডিল ক্লাস বা সেবক শ্রেণী। আর গামা, ডেল্টা এবং অ্যাপসিলন হচ্ছে লেবার শ্রেণী।
ডিরেক্টর ভ্রমণকারী ছেলেদের এ সম্পর্কে বলেন যে, এসব বিভিন্ন শ্রেণীকে কেমন মাত্রায় কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। আলফা শ্রেণীকে খুব ভালো মাত্রায় কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, যাতে এদের ভেতরে নেতৃত্বের গুণ তৈরি হয়। বিটা শ্রেণীটা মূলত সেবক বা নার্স বা মধ্যবিত্ত হিসেবে তৈরি করা হয়, এদের ভেতরে কেমিক্যাল একটু কম পরিমাণে দেওয়া হয়। আর পরের তিন শ্রেণী যেহেতু লেবার শ্রেণী, তাই তাদের অনেকটা কম পরিমাণে কেমিক্যাল দিয়েই তৈরি করা হয়। আর এই তিন শ্রেণীকে নিয়ন্ত্রণ করতে বেশি পরিমাণে সোমা খাওয়ানো হয়। সোমা খেলে তারা কষ্ট ভুলে যায়।
এরপর সেখানে ওয়াল্ড স্টেট এর অন্যতম প্রভাবশালী একজন কালেক্টর মোস্তফা মন্ড আসেন। তিনিও ছেলেদের বলেন আমাদের এই রিজার্ভেশনে সবাই অনেক খুশি। কারো কোন দুঃখ কষ্ট নেই। এখানে আমরা মানুষের সবচেয়ে দুর্বল তিনটি জিনিস শেষ করে দিয়েছি।
- *ইমোশন
- *ডিজায়ার
- *রিলেশনশীপ
তো শুরুতেই আমরা লেলিনা ক্রাউনকে দেখি, যে এই হ্যাচারি এন্ড কন্ডিশনিং সেন্টারের একজন কর্মী বা নার্স। সে ফ্রি সেক্সুয়াল রিলেশনশিপের প্রতি খুব আগ্রহী। আর ওয়ার্ল্ড স্টেটে যেহেতু লং টাইম কোন রিলেশনশিপ নেই, তাই সে যে কারো সাথে সেক্সুয়াল রিলেশনশিপে আগ্রহী। বারনার্ড মার্কস একজন আলফা ক্লাস হলেও সে খাটো হওয়ার কারণে হীনমন্যতায় ভোগে।
সে উৎপাদনকৃত বাচ্চাদের শান্ত রাখার জন্য সোমা দিয়ে থাকে। বারনার্ড খাটো হওয়ায় ডিরেক্টর তাকে নিয়ে মজা করেন। আবার ডিরেক্টর বারনার্ড মার্কসের হীনমন্যতার জন্য একটু বিরক্ত। এজন্য তিনি চান বারনার্ডকে নির্বাসন দিতে। বারনার্ড এর বন্ধু হেলম হোলটজ্ ওয়াটসন একজন কবি। কিন্তু সোমা নেওয়ার কারণে তিনি তার কবিতায় তার কষ্টের অনুভুতিটা প্রকাশ করতে পারছেন না। তাই তিনিও ওয়ার্ল্ড স্টেটের প্রতি কিছুটা বিরক্ত।
আরো পড়ুন: The Old Man and The Sea Bangla Summary (বাংলায়)
৩. ডাইরেক্টরের ( টমাকিনের) সেভেজ রিজার্ভেশন ভ্রমণের অতীত গল্প
তো লেনিনা যেহেতু একটু সেক্সুয়াল ছিল, তাই সে বারনার্ড মার্কসের সাথে সেক্স করার ইচ্ছা পোষণ করে। বারনার্ড মার্কস এজন্য লেনিনার সাথে ডেটে যেতে চায়। তো ওয়ার্ল্ড স্টেটের এই সবকিছুতে বিরক্ত হয়ে বারনার্ড মার্কস এবং লেনিনা ক্রাউন সিদ্ধান্ত নেয়, তারা সেভেজ রিজার্ভেশনে যাবে।
তারা সেখানে যাওয়ার আগে ওয়ার্ল্ড স্টেট এর ডিরেক্টর টমাকিন, বারনার্ড মার্কসকে তার অতিত জীবনের একটা গল্প বলে। ডিরেক্টর বলেন, তিনিও ২০ বছর আগে ইন্ডিয়ান এক সেভেজ রিজার্ভেশনে গিয়েছিলেন। সেখানে তার সাথে ওয়াল্ড স্টেটের একজন সেবিকা লিন্ডা ছিল। সেখানে গিয়ে হঠাৎ একটা ঝড়ের সম্মুখীন হলে লিন্ডা তার কাছ থেকে আলাদা হয়ে যায়। তো বারনার্ড তার গল্প বিশ্বাস করে না। কারণ সে আগে থেকেই ডিরেক্টরকে পছন্দ করতো না।
৪. বারনার্ড মার্কস এবং লেলিনার সেভেজ রিজার্ভেশনে ভ্রমণ
তো সেভেজ রিজার্ভেশনে গিয়ে বারনার্ড মার্কস এবং লেনিনা দেখে এখানকার লাইফ স্টাইল একদম আলাদা। কারণ এখানকার লোকজন প্রাকৃতিক ভাবেই বাচ্চা জন্ম দেয়। তাদের খাবার দাবার, আচার-আচরণ সবকিছুই ওয়ার্ল্ড স্টেটের চেয়ে আলাদা। তো এরপর তারা জন নামের একজনকে দেখতে পায়। যে কিনা কথায় কথায় শেক্সপিয়রের বিভিন্ন উদ্ধৃতি দিত। বিষয়টা সত্যিই অবাক করার মতো ছিল বারনার্ড মার্কসের কাছে। তাই সে জনের মা লিন্ডার সাথে দেখা করে।
এরপর সে লিন্ডার কাজ থেকে জানতে পারে, ওয়ার্ল্ড স্টেটের ডিরেক্টরের সাথে সে এই সেভেজ রিজার্ভেশনে এসেছিল। এরপর এখানে তাদের ফিজিক্যাল রিলেশন হয়। আর লিন্ডা প্রেগন্যান্ট হয়ে যায়। এক ঝড়ের রাতে লিন্ডা ডিরেক্টরের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ডিরেক্টর লিন্ডাকে না খুঁজে সেখান থেকে চলে আসে। কারণ সে যেভাবে লিন্ডাকে প্রেগনেন্ট করেছে, তা ওয়ার্ল্ড স্টেটের নিয়মের বাইরে ছিল। তাই মান সম্মানের ভয়ে সে লিন্ডাকে ফেলেই চলে আসে।
কিন্তু সেভেজ রিজার্ভেশন এর লোকজনেরা লিন্ডাকে ভালোভাবে মেনে নেয়নি। কারণ লিন্ডা তাদের এখানকার ছিল না। তাই লিন্ডা অনেক কষ্টে জনকে নিয়ে দিন পার করছিল। যেহেতু ওয়ার্ল্ড স্টেটে ফ্যামিলি বন্ডেজ ছিল না, তাই লিন্ডা জনকে সেভাবে পারিবারিক শিক্ষা দেয় নি। জন এজন্য তার মাকে নাম ধরেই ডাকতো। এই রিজার্ভেশনে একটা পোপ, যার নাম ছিল পোপ জন, তিনি লীন্ডাকে সাহায্য করেন। বিনিময়ে তিনি লিন্ডার অনিচ্ছা শর্তেও তার সাথে সেক্স করতেন। এই পোপ লিন্ডাকে শেক্সপিয়ারের কিছু বই দিয়েছিল। আর এই বই পড়েই জন সেক্সপিয়ারের বিভিন্ন উদ্ধৃতি দিতো।
তবে শেক্সপিয়রের বইয়ের বাইরে তার নিজস্ব চিন্তাধারা ছিল না। এই সবকিছু জানার পরে বারনার্ড মার্কস ডিরেক্টরকে ছোট করার একটা উপায় পেয়ে যায়। তিনি বুঝতে পারেন যে, ডিরেক্টরের গল্পটা আসলেই সত্যি ছিল। তাই সে জন ও লিন্ডাকে নিয়ে ওয়াল্ড স্টেটে আসতে চায়। এদিকে জন শেক্সপিয়রের যেহেতু টেমপেস্টে ব্রেফ নিউ ওয়ার্ল্ড সম্পর্কে পড়েছে, তাই সে ওয়ার্ল্ড স্টেটে আসতে চায়।
আরো পড়ুন: Nausea Bangla Summary (বাংলায়)
৫. সেভেজ রিজার্ভেশন থেকে জনের ইংল্যান্ডে আসা এবং তার শেষ পরিণতি
তো ডিরেক্টরকে ছোট করার একটা বড় হাতিয়ার পেয়ে, বারনার্ড মার্কস লিন্ডা এবং জনকে লন্ডনের ওয়ার্ল্ড স্টেটে নিয়ে চলে আসে। সেখানে জন প্রথমে ডিরেক্টরকে দেখে সবার সামনে বাবা বলে ডাকে। এতে ডিরেক্টর একদম লজ্জায় পড়ে যান। কারণ ওয়ার্ল্ড স্টেটে বাচ্চাদের ক্লোন করে তৈরি করা হতো। ডিরেক্টর সেসব শিক্ষাই এতদিন বাচ্চাদের দিচ্ছিলেন। কিন্তু তার নিজের চরিত্রের ঠিক নেই। অবশেষে লজ্জায় তিনি তার পদ থেকে ইস্তফা দেন।
এদিকে জন যেহেতু কথায় কথায় শেক্সপিয়ারের উদ্ধৃতি দিত, এবং ডিরেক্টরের ছেলে ছিল, তাই সে খুব অল্প সময়ে সম্পূর্ণ ইংল্যান্ডে খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর তাই একসময় লেনিনা জনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার সাথে সেক্স করতে চায়। জনও লেলিনাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু ওয়ার্ল্ড স্টেট এর জীবনধারা অনুযায়ী লেনিনা সেক্সের বিষয়ে উদার ছিল। সে যে কেউ এর সাথে সেক্স করতো।
বিষয়টা জন মেনে নিতে পারেনি। কারণ সেক্সপিয়ারের বইয়ে অবাধ যৌনাচার দেখানো হয়নি। জন যখন লেনিনার সাথে সেক্স করতে রাজি হচ্ছিল না, তখন লেনিনা একপর্যায়ে জনকে সিডিউস করার চেষ্টা করে। তবে সে ব্যর্থ হয়। এদিকে জন জানতে পারে, তার মা লিন্ডা খুব অসুস্থ। তাই সে হাসপাতালে তার মাকে দেখতে যায়। কিন্তু গিয়ে দেখে তার মা মারা গেছে। কিন্তু সেখানকার নিচু তিন শ্রেণীর ছেলেরা তার মায়ের মৃত্যুতে কোন react করছে না।
বিষয়টা জনের কাছে অস্বাভাবিক মনে হয়। এরপর জন বুঝতে পারে এই সোমা ওয়ার্ল্ড স্টেটের লিচু তিন শ্রেণীর উপরে কতটা খারাপ প্রভাব ফেলছে। তাই সে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আর বারনার্ড, তার বন্ধু হেল্মহোল্টজ্ এই কাজে জনকে সাহায্য করে। দাঙ্গা এমন পর্যায়ে চলে যায় যে সেখানে পুলিশ এসে সোমা স্প্রে করে সবাইকে শান্ত করে। আর বারনার্ড, তার বন্ধু হেল্মহোল্টজ্ ও জনকে গ্রেফতার করে।
এরপর মোস্তফা মন্ডের সামনে তাদের আনা হয়। মোস্তফা মন্ড বারনার্ড, তার বন্ধু হেল্মহোল্টজ্ কে একটা দ্বীপে নির্বাসন দেন। এদিকে জনের সাথে মোস্তফা মন্ডের তর্ক বিতর্ক লেগে যায়। মোস্তফা মন্ড বলেন, অনেক বছর ধরে যুদ্ধ চলছিল, তখন গড আমাদের সাহায্য করেননি। শুধুমাত্র এই ওয়াল্ড স্টেটের সাথে যারা সম্পৃক্ত তাদের কারণেই আজ ইংল্যান্ডে শান্তি এসেছে। কেউ কোনরুপ দুঃখ কষ্টে নেই। আর ধর্ম মানুষকে ভুল পথে নিয়ে যায় এবং মানুষের জীবনে দুঃখ বয়ে নিয়ে আসে। কিন্তু তার লজিক জনের পছন্দ হয় না। জন শেক্সপিয়র থেকে তখন উদ্ধৃতি দিয়ে বলে, মানুষ জন্মগতভাবেই স্বাধীন।
যেহেতু জন স্বাধীনভাবে বেড়ে উঠেছে এবং বারনার্ড, ও হেল্মহোল্টজ্ আলাদাভাবে বেড়ে উঠেছে, তাই জনকে তাদের সাথে পাঠানো হয়নি। বরং জনকে তার নিজের নির্বাসনের জায়গা পছন্দ করতে দেওয়া হয়। পৃথিবীতে বর্তমানে জনের মা নেই, লেনিনা তাকে ভালোবাসে না, শুধুমাত্র তার সাথে সেক্স করতে চায়, তাই
জন মনে করে তার জীবনের ভুল ত্রুটি গুলো শুদ্ধ করা উচিত। পুটেনহাম নামক একটা গ্রামের কাছের পাহাড়ের চূড়ায় অবস্থিত পরিত্যক্ত এক টাওয়ারে তাকে থাকতে দেওয়া হয়। কিন্তু শীঘ্রই সে অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। সাংবাদিক এবং অনেক মানুষ তার এমন আচরণ দেখতে সেখানে গিয়ে ভিড় করে। তাদের মধ্যে লেনিনাও ছিল। লেনিনাকে দেখেই সে অনেক রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। আর বাতাসে প্রচুর পরিমাণে সোমা থাকায়, জন তখন অজ্ঞান হয়ে যায়।
পরেরদিন তার জ্ঞান ফিরে। কিন্তু গতদিনের ঘটনা তার মনে পড়ে যায়। লেনিনাকে যেভাবে সে মেরেছে তা আসলেই উচিত হয়নি। তাই সে ভেতরে ভেতরে খুব লজ্জিত অনুভব করে। আর গতকাল সে যেসব ঘটনা ঘটিয়েছে এই সবকিছুর জন্যই সে মানসিক অসস্তিতে ভুগতে শুরু করে এবং একপর্যায়ে সুইসাইড করে। এরপর বিভিন্ন পত্রিকা এবং নিউজে জনের সুইসাইডের খবর ছড়িয়ে পড়ে। আর এখানেই নোভেলটি শেষ হয়ে যায়।
Key Facts:
Full title: Brave New World.
Source of the Title: The Tempest Of Shakespeare- Act 5, Scene 1. From the Line ( O brave new world, That has such people in it!)
Author: Aldous Huxley (1894-1963)
Type of work: Novel
Five Classes of People: Alpha, Beta, Gamma, Delta, and Epsilon. Each caste is identified by color. Alpha is gray; Beta is maroon (Deep Red) . Gamma is green. Deltas wear khakis ( Brownish-Yellow), and Epsilons wear black.
Pages: 311 (1932 ed.) 63,766 words
Genre: Science fiction, dystopian fiction.
Cover artist: Leslie Holland
Country: England
Composition time: In 1931
Published: Chatto & Windus was a publisher of books in London, founded in the Victorian era.
Published date: In 1932
Language: English
Setting: Place Settting: England, Savage Reservation in New Mexico.
Time Setting: A.F. 632.
Tense: Past
Narrator: The third person is omniscient. The narrator often describes words of “objective” description, such as speech or thought patterns of a particular character, using a technique commonly known as “free indirect quotation”.
Point Of View: Described in the third person, mainly from the point of view of Bernard or John, but also from the point of view of Lenina, Helmholtz Watson and Mustapha Mond.
Tone: Initially bitter and isolated; Later frustrated and sympathetic.
Climax: In the 15th chapter in the Hospital John incites a riot.
Protagonists: Bernard Marx, Helmholtz Watson, and John.
Antagonist: Mustapha Mond.
Falling Action: Chapter 18, where John isolates himself in the lighthouse and punishes himself; it ends with an orgy and her suicide.
Prediction: The director’s memory of his reservation trip foretells his relationship with John and Linder; Bernard’s insecurity and dissatisfaction foreshadowed his exile; John’s eagerness to sacrifice himself is a precursor to his suicide.
Themes: The use of technology to control society, the inconsistency of happiness and truth, the question of freedom, Class-conflict, Sex, Dystopia
Symbol: Drug Soma- symbolizes the use of instant satisfaction to control the population of a world state. It also symbolizes the powerful impact of science and technology in society.
Motifs: Alienation, sex, Shakespeare.
Moral lesson: One must not forget the basics of what makes a person improve and enhance his life using science and technology.
Characters
1. John the Savage–Malpais: Son of the Director and Linda.
2. Bernard Marx – Alpha: An alpha male who fails to fit due to his inferior physical size.
3. Helmholtz Watson – Alpha: An Alpha Lecturer in the College of Emotional Engineering.
4. Lenina Crowne- Beta: A vaccination worker at the Central London Hatchery and Conditioning Center.
5. Mustapha Mond – Alpha: Resident World Controller of Western Europe, one of the ten world controllers.
6. Fanny Crowne- Beta: Friend of Lenina Crown.
7. Henry Foster- Alpha: A fair-haired, blue-eyed, imperfect-compiled scientist and a model citizen at London Hatchery.
8. Benito Hoover – Alpha: Henry Foster’s friend and colleague.
9. Linda- Beta: John’s mother and a beta.
10. The Director of Hatcheries and Conditioning, D.H.C ( Real name Tomakin) – Alpha
Henry Ford: (God like figure in The World State) United States manufacturer of automobiles who pioneered mass production (1863-1947).
11. Pope: An Indian man.