Sketch the character of king Lear as a father (বাংলায়)

Sketch the character of king Lear as a father (বাংলায়)

Or, Lear is mentally a child, in a passion a Titan. Elucidate.

earn money

Or, King Lear is a tragedy of a father and a king. Write your answer supporting the idea .

তো এই প্রশ্নটা আগে একটু ভালোভাবে বুঝতে হবে। এই প্রশ্নে কিং লেয়ার এর ট্রাজেডির জন্য সে নিজে কিভাবে দায়ী, তা তুলে ধরতে হবে। তো চলুন এই প্রশ্ন পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা যাক।

1.King Lear as a Foolish fellow: ( তাকে এই জন্য বোকা বলা হয়েছে কারণ তিনি একজন রাজা হয়েও তার মেয়েরা তাকে কতটা ভালোবাসে এটা তিনি সভাসদের/ সবার উপস্থিতিতে জানতে চান। বিষয়টা সত্যিই বোকার মতো)

আরো পড়ুনঃ Who is the real hero of the play Julius Caesar? বাংলায়

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


2. Short tempered: একজন রাজা হিসেবে তার বিচক্ষণ হওয়া উচিত ছিল, অল্পতেই রেগে যাওয়া উচিত নয়। কিন্তু কর্ডেলিয়ার উপরে সে অল্পতেই রেগে যায়। আবার কেন্ট, কর্ডেলিয়ার পক্ষে কথা বলায় তাকে সাথে সাথে নির্বাসন দেয়।

3. Lack of judgemental power: কিং লেয়ার এর জাজমেন্টাল পাওয়ার আসলেই কম। তিনি কর্ডেলিয়ার উত্তরের গুরুত্ব বুঝতে পারেন নি। কিন্তু কিং অফ ফ্রান্স এটা ঠিকই বুঝতে পেরেছিলেন। এজন্য কিং লেয়ারের জাজমেন্টাল পাওয়ার অনেক কম। তাই তাকে তার ট্রাজেডি ফেস করতে হয়েছিল।

4. Aristocratic and tyrannical: কিং লেয়ার ছিলেন সম্ভ্রান্ত এবং গোঁড়া প্রকৃতির মানুষ। তিনি তার সিদ্ধান্তে একদম অটল ছিলেন। যদিও করডেলিয়া তার সবচেয়ে প্রিয় কন্যা ছিল, কিন্তু তার গোঁড়ামি তাকে তার প্রিয় কন্যার কাছ থেকে আলাদা করে দিয়েছিল।

আরো পড়ুনঃ Doctor Faustus Bangla Summary – বাংলা সামারি

5. Rebirth/Regeneration of The King: অবশেষে যখন দুই মেয়ের দ্বারা কিং লেয়ার প্রত্যাখিত হয় বা প্রতারিত হয়, তখন কিং লেয়ার নিজের ভুল বুঝতে পারে। এই সময়টাকে তার রিবার্থ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই সময়টায় তার মনে দয়া ও মায়ায় জন্ম হয়েছিল।

6. Result of his foolishness: কিন্তু কিং লেয়ারের বোকামির কারণে তাকে সবকিছুই হারাতে হয়েছিল। তার রাজত্ব ও তার প্রিয় মেয়েকে। এরপর অবশেষে তার তিন মেয়েই মারা গেল। এইসব কিছুই হয়েছে কিং লেয়ারের বোকামির কারণে।

7. Purification of soul: কিং লেয়ারের মন অবশেষে পিউরিফাই হয়। ভালো মন্দের মধ্যে বাছাই করার জাজমেন্টাল পাওয়ার তার ভেতরে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

8. Realization of pure love: কিং লেয়ার অবশেষে প্রকৃত ভালোবাসা অনুধাবন করতে পারেন। কে তাকে প্রকৃত ভালবাসতো, এটা তিনি তার দুই মেয়ের কাছ থেকে প্রতারিত হয়ে বুঝতে পারেন। কর্ডেলিয়া তার বাবাকে কতটা ভালোবাসতো, তা সে তার জীবন দিয়ে প্রমাণ করে দেয়।

তো এই পয়েন্ট গুলো দিলেই সম্পূর্ণ প্রশ্নটা সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা খুব ভালোভাবেই প্রশ্নটা বুঝতে পেরেছেন।

আরো পড়ুনঃ Is Hamlet’s Madness Real or Feigned? – বাংলায়

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক