fbpx

Sketch the Character of Okonkwo (বাংলায়)

Who is the protagonist of the tragic novel things fall apart? Sketch the character of Okonkwo.

তো আপনারা সবাই জানেন যে এই নোবেলের প্রোটাগোনিস্ট হচ্ছে অকনকো। তো তার ক্যারেক্টারেস্টটিক্স সম্পর্কে এখন কিছু পয়েন্ট দিলেই হয়ে যাবে।

earn money

1.Physical qualities

তো আমাদের প্রটাগোনিস্ট অকনকো শারীরিকভাবে যথেষ্ট শক্তি সামর্থ্যবান। সে যথেষ্ট লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। 

2. Hard working:

অকনকো একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। সে একদম নিঃস্ব অবস্থা থেকে তার জীবন শুরু করে। কিন্তু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বল্প সময়েই একজন সচ্ছল ও স্বাবলম্বী কৃষক হয়ে ওঠে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃ Justify The Title of the novel Things Fall Apart

3. Achievement

অকনকো এর শক্তি সামর্থ্য এবং যোগ্যতার কারণে সে আশেপাশের নয় থেকে দশটা গ্রামে পরিচিত। এমালিন্জের সাথে তার রেসলিং তাকে আরো বেশি পরিচিত করায় এবং জনপ্রিয় করে তোলে।

4. Soft hearted man

অকনকো শারীরিকভাবে খুব শক্তিশালী হলেও তার হৃদয় অনেকটা নরম। ইকমিফুনাকে সে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে হত্যা করতে হয়।

আরো পড়ুনঃ Adverse Effects of Capitalism in Petals of Blood – বাংলায়

5. Faults of Okonkwo

অকঙ্ক এর কিছু ফল্টস ছিল। তাকে তার সন্তান সমতুল্য ইকমিফুনার মার্ডারের বিষয়ে উপস্থিত না থাকার জন্য বলা হয়েছিল কিন্তু সে বীরত্ব দেখানোর জন্য কারো কথা শোনে নি। শুধুমাত্র তার সমাজের লোকেরা তাকে দুর্বল মনে করবে ভেবে সে ইকমিফুনাকে হত্যা করে। আবার সে একজন ওয়েস্টার্ন কে হত্যা করে এবং সাজায এড়াতে সে নিজেই আত্মহত্যা করে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক