fbpx

“Christ, Where. Do I Get Off? Where Do I fit in?”  -Explain. (বাংলায়)

Question: “Christ, where do I get off at? Where do I fit in?”  -Explain.

earn money

উক্ত লাইন টি বলেছিলেন দ্য” হেয়ারি অ্যাপ” নাটকের কেন্দ্রীয় চরিত্র ইয়াঙ্ক তার ভেতরের দ্বিধাদ্বন্দ্ব, বিচ্ছিন্নতা এবং অস্তিত্ব রক্ষার দৃষ্টিকোণ থেকে। ইয়াংক তার নিজের অস্তিত্ব সমাজের ভেতরে টিকিয়ে রাখতে যে কতটা সংগ্রাম করছিলেন সেটাই মূলত এই লাইনের ভেতর দিয়ে প্রকাশ পায়।

ইয়াঙ্ক মূলত এই লাইনের মধ্য দিয়ে তার অস্তিত্বের সংকট প্রকাশ করে যে সে কেন এই পৃথিবীতে বেঁচে আছে এবং এখানে তার ভূমিকা কি। তার অস্তিত্ব নিয়ে সে একরকম যুদ্ধ করছে।

আরো পড়ুনঃHow Does Baby Suggs Treat Sethe? (বাংলায়)

পুরো নাটক জুড়েই ইয়াং সব জায়গায় প্রত্যাখ্যাত হয়েছে এবং ডগলাস এর জানোয়ার বলে গালি দেওয়া তার উপরে মানসিকভাবে প্রচন্ড প্রভাব ফেলেছে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


ইয়ানক খুঁজে বেড়াচ্ছিল যে পৃথিবীর কোন জায়গা তার জন্য উপযুক্ত হতে পারে যেখানে সে সমাদরে গৃহীত হবে। একই সাথে সে তার সহকর্মীদের কাছ থেকে এবং উচ্চ শ্রেণীর মানুষদের কাছ থেকেও প্রত্যাখ্যাত হয়ে আসছিল যেটা সমাজের ভাগ হয়ে যাওয়াকে হাইলাইট করে।

যদিও ইয়াংক শারীরিকভাবে দক্ষ কর্মী ছিলেন তবে একজন কয়েল স্টোকার হিসেবে সে নিজেকে পরিচয় দিয়ে মানসিকভাবে শান্তি পাচ্ছিল না। সে এমন একটা জায়গা খুজছিল যেখানে গেলে তার নিজের মূল্য পাবে এবং বুঝতে পারবে।

আরো পড়ুনঃHow does “The Importance of Being Earnest” Convey a Serious Message Through Comic Situations? (বাংলায়)

ইয়াঙ্ক পুরো নাটক জুড়ে যে সংগ্রাম করছিল তা মূলত শিল্পায়নের অন্যতম একটি প্রভাব যেটা বিশেষ করে প্রভাবিত করেছিল কর্মজীবী মানুষদের জীবনকে। এই বিপ্লব সাধারণ মানুষদের জীবনে ব্যাক্তি হিসেবে অনেক ক্ষতি সাধন করেছিল।

ইয়াঙ্ক এর এই আত্মচিৎকার মূলত তার ভেতরের পাগলামি, অস্তিত্বহীনতা, সংগ্রাম এবং অগ্রহণযোগ্যতার অন্যতম একটি বহিঃপ্রকাশ যেটা industrialization সোসাইটিতে সকল সাধারণ মানুষদের মধ্যে দ্রুতই ক্রমবর্ধমান।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক