fbpx

Comment on the Title Literature and Society (বাংলায়)

Critically comment on the title Literature and Society

earn money

তো এই প্রশ্নটা হচ্ছে টাইটেল জাস্টিফিকেশন এর। অর্থাৎ এই টাইটেলটা যথার্থ কিনা তা যাচাই করে দেখতে হবে। এজন্য এই টাইটেল এর সাথে এই প্রবন্ধের মিল কতটুকু তা দেখাতে হবে। তো চলুন প্রশ্নটা শুরু করা যাক।

1.The role of literature in society

লেভিস বলেছেন সমাজে সাহিত্যের গুরুত্ব অনেক বেশি। লিটারেচার শুধুমাত্র স্টেপিজম না, বরং আমাদের সমাজ এবং ইউনিভার্সিটি সম্পর্কে বুঝতে লিটারেচার সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তাই এই টাইটেল যথার্থ।

2. literature can shape society

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


লিটারেচার মূলত একটা সমাজকে গঠন করে। একটা সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণা, ভুল গুলো ধরিয়ে দেয়। এভাবেই একটা সমাজকে আদর্শ সমাজ গড়ে তোলে লিটারেচার।

আরো পড়ুনঃ Virginia Woolf’s Conditions for creative genius (বাংলায়)

3. The role of the reader in the relationship between literature and society.

রিডার যখন কোন লিটারেচার পড়ে তখন এর ভেতরে সে সমাজ এবং সাহিত্যের এক সংযোগ দেখতে পায়। তখন সেই রিডারের উচিত লিটারেচারের এই ভালো দিকগুলো পিক করে সমাজে কাজে লাগানো। একজন পাঠক চাইলেই এটা করতে পারে।

4. Literature as a form of social communication.

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে লিটারেচার খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য যেসব মাধ্যম রয়েছে তার ছেলেটারেচার অনেক বেশি তথ্যবহুল এবং জ্ঞান সমৃদ্ধ। কারণ লিটারেচার সবসময় আমাদের জ্ঞান সরবরাহ করতেই থাকে। তাই সমাজটাও তখন অনেক বেশি সমৃদ্ধ হয়ে যায়।

আরো পড়ুনঃ Feminist Elements of Shakespeare’s Sister (বাংলায়)

5. Moral of literature in Society 

প্রতিটা সাহিত্যকর্মের একটা মোরাল লেসন থাকে। আর এই মোরার লেসন মূলত সমাজকে পরিবর্তনের জন্যই লেখক দিয়ে থাকেন। লিটারেচারের এই মোরাল বাস্তব জীবনে সমাজে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ।

6.Direct connection of literature and Society

লিটারেচার এবং সোসাইটির সরাসরি একটা কানেকশন রয়েছে। তিনি বলেছেন যে লিটারেচার হচ্ছে সমাজের এমন একটা প্রোডাক্ট, যা কিনা একটা সমাজের কালচার ও সংস্কৃতি প্রকাশ করে। এর মাধ্যমে সমাজকে খুব ভালো করে জানা যায়। আবার সমাজ ছাড়া লিটারেচার কল্পনা করা যায় না।

আরো পড়ুনঃ Consciousness rather than the majority should govern the state (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক