Write a Critical Appreciation of the Poem “The Rival”.(বাংলায়)

Question: Write a critical appreciation of the poem “The Rival”.

Sylvia Plath এর “The Rival” কবিতায় একজন স্পিকারের তার রাইভালের (প্রতিপক্ষ) প্রতি যে অনুভূতি তা চিত্রিত হয়েছে। এ কবিতায় আমরা দেখতে পাই স্পিকারের প্রতি এই রাইভাল ফিগারের এক বিস্তর প্রভাব, যা স্পিকারকে বিপর্যস্ত করেছে।

Critical Summary: কবিতা শুরু হয় এই রাইভাল ব্যাক্তি এবং চাঁদের মধ্যে তুলনার মধ্য দিয়ে। প্রতিপক্ষের সৌন্দর্য চাঁদের সৌন্দর্যের মত। কিন্তু এই সৌন্দর্যে কিছু কলঙ্ক রয়েছে, কারণ তারা “great light borrowers,” যার অর্থ তারা অন্যের উপর নির্ভরশীল; চাঁদ যেমন আলোর জন্য সূর্যের মুখাপেক্ষী।

আরো পড়ুনঃWhy is Prufrock Not Willing to Compare Himself with Hamlet? (বাংলায়)

এই ব্যাক্তি সব কিছুকে পাথরে পরিণত করে দিতে পারে, যা থেকে বোঝা যায় এই ব্যাক্তি স্পিকারের জীবনকে আনন্দহীন নির্জীব করে তুলেছে। “mausoleum” শব্দটি দ্বারাও রাইভালের এর প্রভাবকে ইঙ্গিত করা হয়। স্পিকারের সাথে রাইভালের ইমোশনাল দূরত্বের ইঙ্গিত পাওয়া যায়।

স্পিকার রাইভালকে ঘৃণা করে, কারণ রাইভাল এতই বিরক্তিকর কিছু কথা বলে যার উত্তর দেওয়া যায় না, যা স্পিকারকে অসহায় ও হতাশ করে। 

যদিও দিনের আলোতে চাঁদের কোন প্রভাব থাকে না, কিন্তু এই রাইভালের প্রভাব স্পিকারের জীবনকে ক্রমাগত যন্ত্রনা দিচ্ছে। 

আরো পড়ুনঃWhy is London Called an “Unreal City” in “The Waste Land”?(বাংলায়)

শেষ দুটি লাইন থেকে বোঝা যায়, রাইভাল স্পিকারের থেকে দূরে কোন যায়গায় অবস্থান করলেও রাইভালের ভয়ঙ্কর নীপিড়ন স্পিকারকে তাড়া করে বেড়ায়।

Metaphors and Imagery: কবি জটিল জটিল মেটাফোর (তুলনা) ব্যবহার করেছেন যেগুলোর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। উদাহরণস্বরূপ, “moon” হতে পারে কবির মা, হয়ত কবি সিলভিয়ার মা ছিলেন কারো ভালবাসা পাওয়ার ক্ষেত্রে কবির রাইভাল। অথবা “moon” হতে পারে কবির নিজের কোন বিষয়। ‘mausoleum’ হতে পারে সেই রাইভালের যন্ত্রনাদায়ক প্রভাবের মেটাফোর। রাইভাল প্রভাব স্পিকারের জীবনকে বিষিয়ে তুলে।

আরো পড়ুনঃWrite a Note on the “Holy Grail.” (বাংলায়)

Form and Structure: কবিতার চারটি স্তবক রয়েছে, প্রথম তিন স্তবকে পাঁচটি করে লাইন রয়েছে, এবং শেষ স্তবকে রয়েছে দুই লাইন। কবিতায় রাইম স্কিম (ছন্দের ধারা) নেই। ফুলস্টপ দিয়ে শেষ হয়ে যাওয়া লাইনগুলো ছন্দের ধারা তৈরি করে। সিলভিয়া প্ল্যাথের শব্দের ব্যবহার কবিতার অনুভূতিতে আলাদা মাত্রা যোগ করে, যা থেকে স্পিকারের যন্ত্রনাদায়ক অনুভূতি গুলো পাঠকেরা সহজেই বুঝতে পারে।

“The Rival” সিলভিয়া প্ল্যাথের একটি চমৎকার কবিতা যা মানুষের মাঝে সম্পর্কের এবং অনুভূতির গভীর ও জটিল দিকগলো সামনে নিয়ে আসে। এই কবিতার ভাষা, বিষয়বস্ত, ইমেজ বা চিত্র, ও মেটাফোর মানুষকে ভাবতে বাধ্য করে।

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *