fbpx

Death be not Proud Bangla Summary – বাংলা সামারি

“Death be not Proud” is written by the famous metaphysical poet John Donne. It was included in his collection Holly Sonnets. Read the Death be not Proud Bangla summary here.

“Death, be not Proud” একটি মেটাফিজিক্যাল কবিতা এবং সেই সাথে একে হলি সনেটও বলা হয়। এটি ১৬০৯ সালে লেখা হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়। কবিতাটি জন ডানের Holy Sonnets সিরিজের অংশ। এই কবিতায় জন ডান মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। এখানে তিনি মৃত্যুকে পার্সোনিফাই করার মাধ্যমে এর দুর্বল দিকগুলো তুলে ধরেছেন। The Powerlessness of Death এই কবিতার একটি গুরুত্বপূর্ণ থিম। এছাড়া Sleep কে সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে।

Bangla Summary

সাধারণত মৃত্যুর মাধ্যমে মানুষের এই দুনিয়াবী সুন্দর জীবনের সমাপ্তি ঘটে। অনেকেই মৃত্যুকে প্রচন্ড ভয় পায়। কারণ মৃত্যু অনেক শক্তিশালী। তার শক্তির কাছে সবাই হার মেনে যায়। কিন্তু কবি এখানে মৃত্যুকে সরাসরি দূর্বল বলে সম্বোধন করেন। তার মতে, মৃত্যু মোটেই ভয়ংকর না যে তাকে ভয় পেতে হবে। মৃত্যু হয়তো নিজেকে নিয়ে গর্ব করে। কিন্তু তার এই গর্ব অনর্থক। আপাতদৃষ্টিতে মৃত্যুর দ্বারা জীবন শেষ মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এর মাধ্যমে মানুষের নতুন জীবনের সূচনা হয়। মানুষ মৃত্যুর মাধ্যমে স্বর্গীয় জীবনে প্রবেশ করে। তাই কবি মৃত্যুকে তিরস্কার করে তার প্রতি করুণা দেখিয়েছেন।

Read Also: The Canonization Bangla Summary

কবির মতে, মৃত্যু কেবলমাত্র ক্ষনস্থায়ী ঘুমের মত। ঘুম একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিছুক্ষণ ঘুমানোর পর  আমরা আবার সতেজ হই, কাজ করার শক্তি ফেরত পাই। ঠিক তেমনই মৃত্যুর পর নতুন জীবনে (পরকালে) মানুষ আরও বেশি প্রাণবন্ত হয়ে জেগে ওঠে। মৃত্যু পরকালের জীবনে পা রাখার একটি সিঁড়ি মাত্র।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


মৃত্যুর নিজের কোনো শক্তি নেই। সে কেবলমাত্র ভাগ্যের দাস। মৃত্যু শুধুমাত্র কিছু তুচ্ছ দুনিয়াবি ঘটনা যেমন- অসুস্থতা, যুদ্ধ-বিগ্রহ, দূর্ঘটনা ইত্যাদি কারণে হয়ে থাকে। মৃত্যু শুধুমাত্র ক্ষণস্থায়ী ঘুমন্ত অবস্থা, ঠিক যেমন আফিম ও যাদুমন্ত্র মানুষকে অল্প সময়ের জন্য অবচেতন করে রাখে। কবি মৃত্যুকে আফিম এবং যাদুমন্ত্রের সাথে তুলনা করে তাচ্ছিল্য করেছেন। এত নগণ্য হয়ে মৃত্যুর এমন গর্ব করা অনাকাঙ্ক্ষিত।

Read Also: Batter My Heart Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক