fbpx

Desert Place Bangla Summary (বাংলায়)

Desert Place Bangla Summary (বাংলায়)

Publish: 1934

‘Desert Place’ একাকিত্মবাদের উপর ১৯৩৩ সালে লেখা মার্কিন কবি রবার্ট ফ্রস্টের একটি ১৬ লাইনের ছোট্ট কবিতা। এই কবিতায় দেখানো হয়েছে মানুষের অভ্যন্তরীণ একাকীত্ব তার বাহিরের একাকিত্বের মাধ্যমে প্রতিফলিত হয়। 

কবিতায় কবি মূলত মরুভূমির বিশাল শূন্যতা এবং তার নিজের নিঃসঙ্গতা এবং হতাশার অনুভূতি চিত্রায়িত করেছেন। কবি বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন: তুষার-আচ্ছাদিত ভূমিকে তার নিজের মানসিক শূন্যতা এবং একা থাকার ভয়ের রূপক হিসাবে বর্ণনা করেছেন।

আরো পড়ুন: Civil Disobedience Bangla Summary (বাংলায়)

প্রতিকূল পরিবেশে থাকা সত্ত্বেও, তিনি এই ধারণায় সান্ত্বনা খুঁজে পান যে প্রকৃতির একটি ক্ষুদ্রতম চিহ্নও, যেমন গাছের সারি, অন্যদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। কবিতাটি শেষ হয় কবির মরুভূমির শূন্যতার সাথে শান্তিতে থাকার এবং নিজের নির্জনতার মধ্যে বেচে থাকার অর্থ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষার মাধ্যমে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Themes: Humanity’s Place in the Universe, Loneliness, and Creative Anxiety

Symbol: Snow, Woods

আরো পড়ুন: Literature and Society Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক