ডায়ালেক্ট এবং রেজিস্টার
ডায়ালেক্ট বলতে বোঝানো হয় ভাষার বিভিন্ন বৈচিত্রতাকে। একটি ভাষা কথা বলার জন্য একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষদের দ্বারা ব্যবহৃত হয় একভাবে আবার সমাজের আরেকটি শ্রেণীর মানুষদের দ্বারা ব্যবহৃত হয় একটু ভিন্নভাবে। এখানে এ মূল পার্থক্য এসে যায় ভোকাবুলারি গ্রামার এবং উচ্চারণের ক্ষেত্রে। এটাই মূলত ভাষার বৈচিত্র্যতা কে রিপ্রেজেন্ট করে। এক কথায় যদি বলতে যাওয়া যায় তাহলে ডায়ালেক্ট মূলত একটি নির্দিষ্ট দেশের বিভিন্ন অঞ্চল এবং শ্রেণীর মানুষদের ভাষার উচ্চারণের সাথে সম্পর্কিত। ডায়ালেক্ট কে দুই ভাগে ভাগ করা হয়।
আরো পড়ুনঃ The Lotos-Eaters Bangla Summary
সোশ্যাল ডায়ালেক্ট: সোশ্যাল ডায়ালেক্ট বলতে মূলত বোঝানো হয় একটা নির্দিষ্ট সোসাইটি কিংবা শ্রেণীর মানুষদের ভাষাকে। যেমন নিচু শ্রেণীর মানুষের ভাষা এবং উচ্চ শ্রেণীর মানুষদের ভাষা।
রেজিওনাল ডায়ালেক্ট: বলতে বোঝানো হয় একটি নির্দিষ্ট এলাকা কিংবা অঞ্চলের মানুষদের মৌখিক ভাষাকে। উদাহরণ হিসেবে যদি বলা যায় তাহলে আমরা বলতে পারি ময়মনসিংহ জেলার মানুষদের ভাষা বা ঢাকা জেলার মানুষদের ভাষাকে বলা হয় রেজিওনাল ডায়ালেক্ট।
অন্যদিকে রেজিস্টার বলতে বোঝানো হয় একটা নির্দিষ্ট শ্রেণীর কিংবা প্রেসার মানুষদের কথা বলার বৈচিত্রতাকে। যেমন ডাক্তারদের কথা উকিলদের কথা ইঞ্জিনিয়ারদের কথা। কথার উদাহরণ হিসেবে বলা যায় ক্রিকেট ফ্যানস, স্ট্যাম্প কালেকশ, প্রেসক্রিপশন ইত্যাদি।
আরো পড়ুনঃ Oenone Bangla Summary
রেজিস্টার হচ্ছে নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষদের দ্বারা পুনরায় তৈরি করা বচন যেটা বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যদি ক্রিকেট খেলার সময় ডাক শব্দটি ব্যবহার করা হয় তাহলে সেটা দ্বারা বোঝায় যে কোন রান করা ছাড়াই আউট হয়ে যাওয়া। কিন্তু ডাক অর্থ হচ্ছে হাস।