Question: Discuss how T. S. Eliot reflects the disorder and decay of modern civilization in his poem ‘The Waste Land’.
T. S. Eliot তার কবিতা ‘The Waste Land’ এ আধুনিক বিশ্বের অধঃপতন দেখিয়েছেন। বিভিন্ন সাহিত্যিক ডিভাইস ব্যাবহার করে তিনি তার আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণাকে প্রকাশ করেছেন।
Fragmentation and Disconnectedness: বিংশ শতাব্দীতে মানুষ একে ওপরের সাথে স্বাভাবিক যোগাযোগ রাখতে বার্থ হয়েছিলেন। এই কবিতায় অস্পষ্ট কথোপকথন এবং তার এলোমেলো গঠনের মাদ্ধমে লেখক তৎকালীন মানুষের অবস্তাহ নিরুপন করেছেন।
আরো পড়ুনঃComment on the Theme of Mother Fixation in “Sons and Lovers”’(বাংলায়)
Spiritual Barrenness and Desolation: মানুষ আত্মিক ভাবে শুন্য হয়ে পড়েছিল। তাদের মন মরুভূমির নয় হয়ে গিয়েছিলো। তৎকালীন লন্ডন শহরকে আর্টিফিসিয়াল বলা হয়েছে। কারণ এখানকার মানুষ গুলো তাদের স্বাভাবিক কাজকর্ম থেকে দূরে সরে গিয়েছিলো। তারা রাট নয়টায় লন্ডন ব্রাইড এ আসতেন। এই সময়ে যীশু খ্রিস্ট কে ক্রুশবিদ্দ করাহয়েছিলো। এ থেকে বুজা যায় যখন এখানেকের মানুষের ব্যাবসা শুরু হয় তখন ধর্ম তাদের থেকে দূরে সরে যায়.
The Futility of Modern Relationships: এই কবিতায় সেসময়ের মানুষের কপটতা চিত্রিত করা হয়েছে। এর জন্য লেখক কিছু সম্পর্কের চিত তুলে ধরেছেন।গল্পের প্রোটাগোনিস্ট একটি মেয়ে ভালোবাসে যার কোনো সামাজিক দায়বদ্ধতা নেই.
The Decay of Language or Communication: তৎকালীন সময়ে যোগাযোগ এবং তার মাদ্ধমে ভাষা উভয়ে কুলষিত হয়ে গেছিলো। আমরা কবিতায় কিছু পুরুষ মহিলাদের কথোপকথন থেকে এটি ভালো ভাবে বুঝতে পারি।
আরো পড়ুনঃWhat Picture of Social life do You Find in the Novel “The Grass is Singing” (বাংলায়)
Sexual Perversion: যৌনতার বিচরণ ছিল অত্যধিক। সকলেই এই কামনার পেছনে ছুটতো। আমরা একজন টাইপিস্ট মেয়েকে দেখতে পাই যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যৌন কর্মে লিপ্ত হয়.
Vulgarization of Commerce: সেসময় ব্যাবসা বাণিজ্যের অবস্থায় ছিল বেশ করুন। ব্যসায়ীরা তাদের কাজকর্ম রেখে মেয়েদের পেছনে ঘুরতো।
পরিশেষে বলা যায়, ইলিয়টের এই কবিতা খুব সুক্ষ ভাবে এবং সফলতার সাথে আধুনিক বিশ্বের ধংসাবস্থা কে বিভিন্ন ঘটনার মাদ্ধমে চিত্রিত করেছে।