fbpx

Comment on the Theme of Mother Fixation in “Sons and Lovers”’(বাংলায়)

Question: Comment on the theme of mother fixation in “Sons and Lovers”. Or, Illustrate the term ‘Oedipus Complex’ in the context of “Sons and Lovers”.

ডি.এইচ.লরেন্সের Sons and Lovers নোভেলে প্রধান চরিত্র পল মোরেল তার মা গাট্রুড মোরেলের মধ্যে ইডিপাস কমপ্লেক্স তুলে ধরা হয়েছে। এই নোভেলটি মা এবং ছেলের মাঝে বিদ্যমান গভীর টান, মায়ের প্রতি অতিরিক্ত আসক্তি, যা পলের অন্য মহিলাদের সাথে সম্পর্ক গঠনের ক্ষমতাকে প্রভাবিত করে।

Oedipus Complex: ইডিপাস কমপ্লেক্স একটি টার্ম যা সিগমান্ড ফ্রয়েড তার “The Interpretation of Dreams” বইয়ে ১৮৯৯ সালে ব্যবহার করেন। এই টার্মটি একটি শিশুর অচেতন মনে বিপরীত লিঙ্গের অভিভাবকের প্রতি টান এবং একই লিঙ্গের অভিভাবকের প্রতি তীব্র ঘৃণাকে প্রকাশ করে। 

আরো পড়ুনঃWhat Does ‘Ivory’ Signify in Heart of Darkness? (বাংলায়)

Mother-Son Bond: পুরো নোভেল জুড়েই পল এবং তার মায়ের মাঝে গভীর সম্পর্ক দেখানো হয়েছে এবং পল মানসিক সান্ত্বনার জন্য সম্পূর্ণভাবে তার মায়ের উপর নির্ভরশীল। এই তীব্র আবেগ মা এবং ছেলের মধ্যে একটি নিবিড় সম্পর্ক সৃষ্টি করে যা পলের অন্য মহিলার সাথে সম্পর্কে যেতে বাঁধা দেয়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


অপরদিকে মিসেস মোরেলও মানসিকভাবে পলের উপর নির্ভরশীল এবং নিজের স্বামীর অনুপস্থিতিতে তার মাঝেই সান্তনা খোঁজার চেষ্টা করেন। 

“She could not love him (Mr. Morel). Her boys were everything to her.” (Chapter 9)

এই লাইন দ্বারা একজন স্ত্রী হিসাবে স্বামীর প্রতি আন্তরিকতা শুন্য এবং সন্তানের প্রতি তীব্র ভালবাসা প্রকাশ পায়। 

লরেন্স পুরো গল্প জুড়েই ইডিপাস কমপ্লেক্স থিম খোঁজার চেষ্টা করেন। তিনি বলেন, “The mother and son walked down Station Street, feeling the excitement of lovers having an adventure together.”

আরো পড়ুনঃHow Does the Novel “A Passage to India” End? (বাংলায়)

Gertrude’s Possessiveness: পলের সাথে তার মায়ের সম্পর্ক থেকে আমরা স্পষ্টত গাট্রুডের  পজেসিভনেসের প্রমাণ পাই। তিনি তার ছেলের মাঝে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের আশা খুঁজে পান এবং পলের উপর খুব বাজে ভাবে নির্ভরশীল হয়ে পড়েন। তিনি তাকে সবসময় নিজের অধিকারে রাখতে চান। মা ছেলের মধ্যে তীব্র টানের পরিচয় আমরা চ্যাপ্টার ফাইভ এ পাই, 

google news

“She felt that he wanted her to live for him. She felt that he wanted to absorb her very soul, and life, and being.” 

এই লাইন দ্বারা পলের প্রতি গাট্রুড মোরেলের গভীর টান প্রকাশ পায়।

Father as a Rival: পল যত বড় হতে থাকে, সে তার বাবার প্রতি এক ধরনের হিংসা এবং দ্বন্দ্ব অনুভব করতে থাকে। তার আর তার মায়ের মাঝে তার বাবাকে সে প্রতিবন্ধক মনে করে। এই প্রতিযোগিতামুলক আচরণ এবং মায়ের অবিভক্ত ভালোবাসা পাওয়ার আকাঙ্খা পলের মাঝে বিদ্যমান ইডিপাল মনোভাবের পরিচয় দেয়। 

“She turned to Paul with a faint, ironic smile. And he knew then that she had never loved his father. The bitterness of his heart grew intense.” (Chapter 11). 

এই কোটেশন দ্বারা গাট্রুডের তার স্বামীর প্রতি অপূর্ণ ভালোবাসা এবং পলের তার বাবার প্রতি বিরক্তি অঙ্কিত হয়। 

Paul’s Relationship with Miriam and Clara: পলের ইডিপাস কমপ্লেক্স আরও জটিল আকার ধারণ করে যখন সে মিরিয়াম এবং ক্ল্যারার প্রেমে পড়ে। উভয় সম্পর্কই তার মায়ের প্রতি মাত্রাতিরিক্ত টান দ্বারা প্রভাবিত হয়। মিরিয়াম খুবই ধার্মিক এবং গম্ভীর প্রকৃতির। এছাড়া পলের তার মায়ের প্রতি এই অনুভূতি তাকে মিরিয়ামের সাথে সংঘবদ্ধ হতে কিছুটা বাঁধা দেয়। 

আরো পড়ুনঃWhy Does the Briarty in A Passage to India Fail? (বাংলায়)

এই লাইনগুলো দ্বারা পলের মিরিয়ামের সাথে সম্পর্ক তৈরিতে ব্যর্থতা প্রকাশ পায়। একইভাবে, সে যখন ক্ল্যারার সাথে সম্পর্কে জড়াতে চায় তখন আবারও তার আকাঙ্খা এবং মায়ের প্রতি নিবিড় টানের মধ্যে সংঘাত অনুভব করে। এই সাংঘর্ষিক মনোভাব তার মাঝে সংশয় এবং মানসিক অশান্তি সৃষ্টি করে। 

সুতরাং বলতে পারি যে Sons and Lovers মায়ের প্রতি ছেলের অতিরিক্ত আসক্তিকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, এবং মায়ের প্রতি এই আসক্তি কিভাবে ছেলেদের বিকাশে প্রভাব ফেলে সেটাও তুলে ধরেছে। এই নোভেলের চরিত্রগুলোর মাধ্যমে লরেন্স মানব প্রকৃতি বিশ্লেষণ করেছেন এবং ইডিপাস কমপ্লেএক্সের প্রভাব দেখিয়েছেন।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক