Comment on the dramatic irony that occurs in King Lear (বাংলায়)

Comment on the dramatic irony that occurs in King Lear (বাংলায়)

তো এই প্রশ্নটা সুন্দরভাবে আগে বুঝতে হবে তাহলে উত্তর করা খুব সহজ হবে। শুরুতেই আইরনী এর অর্থ জানতে হবে।

earn money

Irony

আইরনী একটা লিটারেরি ডিভাইস, যার সাহায্যে লেখক একটা ট্রাজিক পরিবেশ সৃষ্টি করে, ভবিষ্যতের পূর্বাভাস দেন।

আরো পড়ুনঃ Is Desdemona responsible for her tragedy? বাংলায়

Dramatic Irony

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


ড্রামাটিক আইরনি মূলত স্টেজে পারফর্ম করে দেখানো এমন একটা দৃশ্য, যার মাধ্যমে অডিয়েন্স খুব সহজেই এর তাৎপর্য বুঝতে পারে। কিন্তু এক্টর সেই বিষয় সম্পর্কে অবহিত নন।

Dramatic irony in King Lear

তো ড্রামাটিক আয়রনী মূলত দুই ধরনের হয়ে থাকে। 1. Verbal 2. Situational . কিং লেয়ার থেকে এই দুই ধরনের ড্রামাটিক আয়রনীতে এদের সাব-পয়েন্ট করে আলোচনা করা হলো।

1. Verbal irony

তো শুরুতেই এমন আইরনী দেখা যায়।

  • Verbal irony of king Lear

কিং লেয়ার বলেন, তার রাজ্য তিনি তার মেয়ের মধ্যে তিন ভাগ করে দেবেন। কিন্তু তিনি এই শর্ত দেন যে, তার যেই মেয়ে তার প্রতি ভালবাসা প্রকাশ করে তাকে সন্তুষ্ট করতে পারবে, সে রাজ্যের সবচেয়ে বড় অংশ পাবে। এই জায়গাটায় আইরনি প্রকাশ পায়।

  • Verbal irony in Goneril

কিং লিয়ারের প্রথম মেয়ের লেয়ারের প্রতি ভালবাসা প্রকাশে যেই ভাষা ব্যবহার করেছিল তা পুরোপুরি আইরনিক। দর্শক এখানে গণরিল এর এমন ভাষার পেছনে রহস্য বুঝতে পারে।

আরো পড়ুনঃ Sketch the character of king Lear as a father (বাংলায়)

  • Verbal irony in Regan

রাজাকে সন্তুষ্ট করতে গণরিল এর মতো রিগানও তার মুখের ভাষা ব্যবহার করে।

কিন্তু করডেলিয়া সন্তুষ্টজনক তেমন কিছু না বলায় তাকে রাজা সম্পদ থেকে বঞ্চিত করে।

2. Situational irony

এমন ধরনের আইরনি পরিস্থিতি অনুযায়ী হয়ে থাকে।

  • Manner of Edmund

 ইডমান্ড তার বাবার সম্পদ পেতে যা যা করেছিল সবকিছুই আইরনির অংশ।

  • Emptiness of King Lear

কিং লেয়ার দুই মেয়ের মধ্যে সবকিছু ভাগ করে দিয়ে আস্তে আস্তে নিজে নিঃস্ব হতে থাকে এবং তার মেয়েদের দ্বারা প্রতারিত হতে থাকে। এরপর সে রিক্ত হস্ত হয়ে পড়ে।

আরো পড়ুনঃ Who is the real hero of the play Julius Caesar? বাংলায়

  • Manner of Goneril

সম্পদ পাওয়ার পরে গণরিল এর আচরণ কিং লেয়ার খুব ভালো করে বুঝতে পারে।

  • Manner of Regan

একই রকম হয় রিগানের ক্ষেত্রেও।

  • Murder of Regan

রিগান নিজে একজন প্রতারক। এরপর সে আবার তার মতোই একজন প্রতারক গণরিল এর হাতেই বিষের কারনে মৃত্যুবরণ করে।

তো কোথায় কোথায় ড্রামাটিক আইরনী দেখানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

আরো পড়ুনঃ Hamlet’s Procrastination in Taking Revenge – বাংলায়

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক