fbpx

Draw a Comparison Between Raina and Louka. (বাংলায়)

Question: Draw a comparison between Raina and Louka.

নারী চরিত্র তৈরিতে জর্জ বার্নার্ড শ উইলিয়াম শেক্সপিয়ারের মতোই বিখ্যাত। শ এর বিখ্যাত নাটক “Arms and the Man” এর রায়না ও লকা গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তাদের মধ্যে তুলনা করা হলো।

Birth: রায়না হচ্ছে একটি ধনী বুলগেরিয়ান পরিবারের মেজর পেটকফের আদরের মেয়ে। অন্যদিকে লকা হচ্ছে শ্রমজীবী শ্রেণীর এবং সে রায়নার মেইড বা চাকরানী।

Beauty and Appearance: রায়না ও লকা দুজনেই চমৎকার সুন্দরী। নাটকের শুরুতেই রায়নার সৌন্দর্যকে প্রকৃতির সাথে তুলনা করা হয়। অন্যদিকে লকার সৌন্দর্যে বিমোহিত হয়ে রায়নার ফিয়ন্সে সার্জিয়াস তার সাথে ফ্লার্ট করে।

Intelligence: তারা দুজনেই বুদ্ধিমতী এবং নিজ নিজ প্রকৃতির। মেইড হিসেবে লকা রায়নার সেবা করে এবং লকা একজন ধনী হাসব্যান্ড খুঁজে যেন তার অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


“আমি কাউকে ভালবাসলে তাকেই বিয়ে করতাম (সে যে শ্রেণীর-ই হোক না কেন), যা ইউরোপের কোন রানীই করতে পারবে না।” লকা

লকার বুদ্ধিমত্তা প্রকাশ পায় যখন সে সার্জিয়াসের সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলে এবং বলে যে লকা ভালোবাসার জন্য তার থেকে নিচু শ্রেণীর কাউকেও বিয়ে করতে দ্বিধা করবে না।

আরো পড়ুনঃ Would You Consider Oedipus Rex as a Tragedy of Fate? (বাংলায়)

Presence of Mind: রায়নার উপস্থিত বুদ্ধির স্বল্পতা রয়েছে। এ বিষয়টি দেখা যায় রায়নার বেডরুম সিনে Bluntschli এর সাথে তার কথোপকথনে, যে তার নাইটড্রেস ছিনিয়ে নিয়েছিল। অন্যদিকে লকা প্রচন্ড উপস্থিত বুদ্ধি সম্পন্ন। রায়নার রুমে লকা একটি বন্দুক দেখতে পায় যা রাশিয়ান যোদ্ধারাও দেখতে পায়নি।

Concept of War: যুদ্ধ এবং সারজিয়াসের বীরত্ব নিয়ে রায়নার রয়েছে আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি।

“আমি জানি কিছু কিছু যোদ্ধা মরতে ভয় করে (কিন্তু সার্জিয়াস নির্ভীক)” – রায়না

google news

নাটকটি যুদ্ধ এবং বীরত্ব সম্পর্কে আমাদেরকে যে বার্তা দেয়, যে যুদ্ধ হচ্ছে শুধুমাত্র দুঃখ-কষ্ট ধ্বংস ও অর্থহীন, তা থেকে রায়নার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। অন্যদিকে লকা যুদ্ধ সম্পর্কে আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি পোষণ করে না।

Concept of Marriage and Love: ভালোবাসা সম্পর্কে রায়নার সুউচ্চ চিন্তা-ভাবনা। সে মনে করে সারজিয়াস ও তার ভালোবাসা হচ্ছে আদর্শ এবং তাদের বৈবাহিক জীবন হবে সুখের। তার ধারণা পাল্টে যায় যখন সে সার্জিয়াসকে লকার সাথে ফ্লার্ট করতে দেখে।

ভালোবাসা ও বিয়ে সম্পর্কে লকার দৃষ্টিভঙ্গি বাস্তবধর্মী। সে এমন একজনকে বিয়ে করতে চায় যে তার মত কর্মজীবী হবে না। সে ভালোবাসার ক্ষেত্রে রুপ ও সৌন্দর্যকে কাজে লাগাতে পারে এবং সার্জিয়াস তার ভালোবাসার শিকার হয়।

আরো পড়ুনঃ Comment on the Significance of the Encounter Between Oedipus and Tiresias. (বাংলায়)

লকা রায়না ও সার্জিয়াসের একে অপরের প্রতি ভালবাসা নিয়েও মন্তব্য করে। সে বলে যে রায়না ও সার্জিয়াসের মধ্যে যে ভালবাসা তা প্রকৃত ভালবাসা নয়। সে সার্জিয়াসকে বলে,

“আমি জানি তোমাদের (রায়না ও সার্জিয়াসের) একে অপরের প্রতি আচরণ মেকি বা লোক দেখানো প্রথা, যা প্রকৃত ভালবাসা নয়”।

Twist in Both of Them: নাটকের শেষে সার্জিয়াস যখন লকা কে বিয়ে করতে চায়, তখন রায়না বিচলিত হয় না। কারণ সে অলরেডি তার জন্য পারফেক্ট ম্যাচ ব্ল্যান্টসলি কে খুঁজে পেয়েছে। নিচের লাইনটিতে রায়না ও ব্ল্যান্টসলির মধ্য সুসম্পর্ক লক্ষ করা যায়।

“তুমি কি জানো যে তুমিই প্রথম পুরুষ যে আমাকে সিরিয়াসলি নেয় নি?”

অন্যদিকে লকা বেশ চতুর। সে সার্জিয়াসকে জানায় যে রায়না ব্ল্যান্টসলির সাথে ফ্লার্ট করছে, ঠিক যেমন সার্জিয়াস লকার সাথে করছে। ফলে নাটকের শেষে গিয়ে রায়না-ব্ল্যান্টসলি ও লকা-সার্জিয়াস জুটি গঠন হয় এবং সকলেই খুশি থাকে।

আরো পড়ুনঃ How Does Oedipus Finally Discover the Real Identity of the Killer of Laius? (বাংলায়)

পরিশেষে, রায়না ও লকা চরিত্র দুটি আমাদের নারীদের মতই প্রানবন্ত এবং নাট্যকার তাদের মাধ্যমে বোঝান যে বৈবাহিক সুখ লোকদেখানো ভালবাসার মধ্য নেই, বরং রয়েছে একে অপরকে বোঝার মধ্যে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক