fbpx

English Reading Skills Final Suggestion

English Reading Skills: Tips, Techniques, and Suggestions

সম্পূর্ণ প্রশ্নপত্র তিনটি  অংশে বিভক্ত থাকে।  

earn money
  • একটি অপরিচিত প্যাসেজ থাকবে। বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এখানে ঐতিহাসিক বা সাহিত্যিক বাক্তি, স্থান, ও ঘটনা সম্পর্কিত প্যাসেজ আসে। তাই শুধুমাত্র সাম্প্রতিকের উপর গুরুত্ব দেওয়া বোকামি হবে। 
  • তবে, সাম্প্রতিক সময়ে যেহেতু রাষ্ট্রের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে তাই এবার সাম্প্রতিকের গুরুত্ব আমরা বেশি দিতে পারি। এর জন্য আমরা বিগত ৫ বছরের প্রশ্ন এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে একটু পড়াশোনা করব। 
  • এই অংশে, মোট ১২ টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংযোজিত থাকবে। এর মধ্যে ৫ টি প্যাসেজ থেকে এবং বাকিগুলো গ্রামার অংশ থেকে থাকবে। প্যাসেজের গুলোতে ভালো করতে হলে আপনার সহায়ক বই থেকে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে।
  • গ্রামার অংশে ভালো করতে হলে Transformation and Word Formation ভালোভাবে প্র্যাকটিস করতে হবে।
  • প্রতি প্রশ্নের মার্কস ১। মোট উত্তর দিতে হবে ১০ টি। তাই, মোট মার্কস ১০। এখানে, সর্বনিম্ন ৭ পেতেই হবে।   

এই ৭ মার্কস নিশ্চিত করতে হলে, বেশি বেশি প্র্যাকটিস করুন এবং তা অপরকে দিয়ে যাচাই করিয়ে নিন। একাজ করতে সমস্যা হলে, প্র্যাকটিস করে আমাদের এই গ্রুপে পোস্ট করুনঃ https://www.facebook.com/share/g/sy3vKhDYhGgJ91Fg/

  • এখানেও একটি আনকমন প্যাসেজ থাকে। এই প্যাসেজ গুলো মুলত বিশ্লেষণ ধর্মী হয়। নিজের সৃজনশীলতা দেখানোর সুযোগ এখানেই। 
  • মোট ৮ টি প্রশ্ন থাকে। যেকোনো ৫ টির উত্তর দিতে হয়। প্রতি প্রশ্নে ৪ করে মোট মার্কস ২০। 
  • এই উত্তর গুলো SSC & HSC (Secondary or Higher Secondary) এর মতো প্যাসেজ থেকে হুবহু তুলে দিলে মার্কস খুবই কম পাওয়া যাবে। মূল প্যাসেজের সাথে অর্থের সঙ্গতি রেখে আপনার ভাষা ভিত্তিক দক্ষতা এখানে ফুটিয়ে তুলতে হবে। 
  • অবশই উত্তর গুলো একটু বড় হতে হবে। মিনিমাম ৫ লাইন। বাক্য গঠনের যথার্থতার দিকে প্রখর দৃষ্টি রাখতে হবে। 

যেহেতু এখানে ব্রেইন খাটিয়ে নিজস্ব ভাষায় লিখতে হয়, সেহেতু এখানে ভুল হওয়ার সম্ভবনা বেশি। তাই প্রাকটিস করুন এবং অপরের সাথে তা শেয়ার করুন। মনে রাখবেন এখানে ১২ থেকে ১৭ মার্কস পাওয়া সম্ভব এবং মিনিমাম ১২ পেতেই হবে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


  • Part-C তে  আপনাদের Introduction to Poetry কোর্সের অন্তর্ভুক্ত বা তার বাহিরে থেকে একটি কবিতা দেওয়া থাকবে। খুব বড় বা একদম কঠিন কবিতা সাধারণত আসে না বা আসবে না। তাই দুশ্চিন্তা ঝেরে ফেলুন। গত ৮ বছরের মধ্যে মাত্র একবার আপনাদের কোর্সের বাহিরে থেকে আসছে। 
  • এখানে মোট ৮ টি প্রশ্ন থাকে। যেকোনো ৫ টির উত্তর দিয়ে হয়। প্রতিটির মান ১০। মোট ৫০। নির্দিষ্ট কিছু কাঠামো বদ্ধ প্রশ্ন পড়লেই এই অংশে ভালো করা সম্ভব। 
  • একটা সুবিধা হলো এই প্রশ্ন গুলো Poetry বা Prose এর মতো অনেক বেশি লিখতে হয় না। তাই এখানে অল্প লিখে অধিক নম্বর পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। 

এই পার্ট-এ ২৭/২৮-৪০ পর্যন্ত পাওয়া সম্ভব। মোটামুটি ভাবে ৩২-৩৫ আপনাকে পেতেই হবে। এর জন্য কাজ খুব কঠিন নয়। জাস্ট নির্দেশনা মেনে প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস এর জন্য কিছু নির্দিষ্ট কবিতার নাম এখানে সাজেস্ট করছিঃ (হলুদ মার্ক করাগুলো অতি গুরুত্বপূর্ণ) 

Syllabus Based:

  1. On His Blindness 
  2. The Good Morrow 
  3. To Daffodils 
  4. The Patriot 
  5. How Do I Love Thee
  6. Where The Mind Is Without Fear
  7. Sonnet 18
  8. Ode To The West Wind
  9. Ode to Autumn 
  10. A Prayer for My Daughter

Out of Syllabus:

  1. My Mistress’ Eyes – William Shakespeare 
  2. London 1802- William Wordsworth 
  3. London – William Blake 
  4. Lullaby – Alfred Tennyson 
  5. She Dwelt Among The Untrodden Ways –  William Wordsworth 
  6. The Solitary Reaper – William Wordsworth 
  7. Delight In Disorder – Robert Herrick 
  8. Breathes There The Man – Walter Scott
  9. Curfew Tolls The Knell Of Parting Day – Thomas Gray
  10. Ozamyndius – P.B. Shelley
  11. When You Are Old – William Shakespeare 
  12. Stopping by Woods on a Snowy Evening – Robert Frost 

আপনারা এই কোর্সটিকে অহেতুক ভয় পেয়েছেন বা পাওয়ানো হয়েছে।  দেখেন আমি যেই ভাবে ফরম্যাশনটি সাজিয়েছি, এখানে একজন শিক্ষার্থী একটু প্রচেষ্টা করলেই Part A:৭+ Part B: ১২+ Part C:৩২+ ইনকোর্স এ মিনিমাম ১৫/১৬ (মোট ৬৬/৬৭), অর্থাৎ B+ চলে আসবে।

এই নিয়ম অনুযায়ী পড়াশোনা করলে এবং তার লেখার দক্ষতা ভালো থাকলে এই কোর্স-এ সর্বোচ্চ কত পাওয়া যেতে পারে আপনারাই একবার চিন্তা করুন।  

Azizul Haque
Azizul Haque
I am Azizul Haque, an enthusiastic student of English literature pursuing my M.A. I aim to make literary studies accessible globally through my online platforms. I enjoy exploring literature and related fields such as history, politics, psychology, law, and theology. I am committed to promoting love for both humanity and the natural world. I believe in democratizing knowledge, fostering meaningful connections, and nurturing a compassionate approach to learning.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক