fbpx

Fra Lippo Lippi Bangla Summary

Fra Lippo Lippi Bangla Summary

Basic Information: 

  • Writer: Robert Browning ( 1812-89)
  • Published date: 1855
  •  Genre: Dramatic Monologue 

Theme: Philosophy of Life; The Function of Art and Painting.

Bangla Summary: “Fra Lippo Lippi” রবার্ট ব্রাউনিং এর আরও একটি উল্লেখযোগ্য ড্রামাটিক মনোলগ। এই কবিতাটি ১৮৫৫ সালে Men and Women কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। এর প্রতিটি লাইনে iambic pentameter ফলো করা হয়েছে। এটি একটি ব্যক্তির জীবনীর উপর লেখা হয়। একবার রবার্ট ব্রাউনিং ইতালির ফ্লোরেন্সে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি ভার্জিন মেরির একটি পেইন্টিং দেখেন যেটা তাকে মুগ্ধ করেছিলো। তিনি চিন্তা করেন যে পেইন্টার এটি করেছে তার জীবন নিয়ে নিয়ে স্টাডি করবেন। সেই পেইন্টার ছিলেন লিপ্পো লিপ্পি। তার জীবনী নিয়েই ব্রাউনিং “ফ্রা লিপ্পো লিপ্পি” কবিতাটি লেখেন।

আরো পড়ুনঃ Pied Beauty Bangla Summary

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


কবিতার শুরুতেই লিপ্পো লিপ্পিকে একটি ইল-রেপুটেড (প্রস্টিটিউশন) থেকে ওয়াচম্যানরা ধরে ফেলে। লিপ্পো ওয়াচম্যানদের জানান, তিনি একজন গবির সন্যাসি। ক্যারামাইন মনেস্ট্রি নামক জায়গায় একটি উচ্চপদে অধিষ্ঠিত আছেন। তাই তার সাথে যেন খারাপ ব্যবহার না করা হয়। তিনি তাদেরকে তার কর্মস্থলে গিয়ে ইনভেস্টিগেট করার কথাও বলেন, যেন তারা বুঝতে পারেন তিনি কেমন লোক। 

সন্যাসিরা ওয়াদা করে তারা কখনও বিয়ে করতে পারবেনা। কিন্তু তাদের একটা ফিজিক্যাল নিড থাকে। তাই তারা প্রতি রাতেই এই ব্রথেলে আসে। তিনি সন্যাসিদেরকে ইঁদুরের সাথে তুলনা করেন। ইঁদুররা যেমন যখন তখন যেকোনো গর্তে ঢুকে পড়ে, সন্যাসিরাও ঠিক একই কাজ করে। 

তিনি ওয়াচম্যানদেরকে সাবধান করেন যেন তার সাথে সম্মান দিয়ে কথা বলা হয়। আর এটাও জানেন যে তিনি একজন ভালো পেইন্টার। তিনি বর্তমানে Consimo of the Medici এর কাছে আছেন। সেখানে তিনি একটি পেইন্টিং করছেন। এই শুনে ওয়াচম্যানরা তাকে ছেড়ে দেয়। তিনি তার সম্পর্কে আরও কিছু বলার চিন্তা করেন। তিনি বিভিন্ন ওয়াচম্যানদের দেখে তাদের ফেইসের সাথে কোন বিখ্যাত ব্যক্তিদের ফেইসের মিল আছে সেগুলো বলেন।

আরো পড়ুনঃ The Way of the World Bangla Summary

একজনকে দেখে বলেন তার ফেইস জুডাসের মত, আরেকজনকে বলেন তার ফেইস রাজা হ্যারল্ডের মত। তিনি তাদের বলেন যে এখনি একটি চক এনে দিলে তিনি তাদের ছবি এঁকে দিতে পারবেন। আসলে তিনি কত ভালো পেইন্টার সেটাই বোঝাতে চাচ্ছিলেন। এদের মধ্যে একজন তাকে চিনতে পারেন (ইতিপূর্বে একজন ভালো পেইন্টার হিসেবে তার নাম শুনেছিলো)। তারপর তিনি সবাইকে তার গল্প বলা শুরু করেন। 

তিনি যে বাসায় পেইন্টিং এর কাজ করছিলেন সেখান থেকে জানালার বাহিরে তাকিয়ে দেখছিলেন। তিনি তিনজন প্রস্টিটিউটকে দেখেন এবং মুগ্ধ হয়ে তাদের পিছু নেয়া শুরু করেন। এক পর্যায়ে তিনি তাদের সাথে একটি জায়গায় গিয়ে কিছু সময় কাটান এবং ফেরার পথে তাকে এই ওয়াচম্যানরা ধরে ফেলে। 

google news

আরো পড়ুনঃ Spring and Fall Bangla Summary

তিনি তাদেরকে শৈশবের গল্প শোনানো শুরু করেন। খুব ছোট বয়সেই তার বাবা মা মারা যান। তিনি অনেক কষ্টে দিন পার করতে থাকেন। এরপর আট বছর বয়সে নাপাসিয়া নামক এক ভদ্রমহিলা তাকে পান। কিছুদিন পর সেই মহিলা তাকে একটি চার্চে রেখে আসেন। তিনি চার্চেই থেকে যান, কারণ সেখানে তিনি খাবার খেতে পাচ্ছিলেন। বলা যায় ক্ষুধার কষ্ট থেকে মুক্তি পেতেই তিনি চার্চে থাকতে বাধ্য হয়েছেন।

চার্চের কাজে তার তেমন মনোযোগ ছিলনা, তিনি পেইন্টিং করতে ভালোবাসতেন। চার্চ-প্রধান তাকে চার্চের একটি দেয়ালে পেইন্টিং করার অনুমতি দেন। তিনি সেই দেয়ালে বিভিন্ন রিয়েলিস্টিক ছবি আঁকতে শুরু করেন। এই ছবিগুলোর তখনকার সময়ের চার্চের বাস্তব চিত্র অর্থাৎ চার্চের দূর্নীতি সূক্ষ্মভাবে ফুটে উঠেছিলো। এসব দেখে চার্চ প্রধান ক্ষিপ্ত হয়ে তাকে সেসব ছবি মুছে দিতে বলেন। তিনি মনে কষ্ট নিয়ে তা-ই করেন। কারণ সেসময় চার্চের বিরুদ্ধে যাওয়ার মত ক্ষমতা তার ছিলনা।

আরো পড়ুনঃ Felix Randal Bangla Summary

এখন তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি ছয় মাস পর চার্চের জন্য নতুন ছবি আঁকতে চান যেখানে ভার্জিন মেরির ছবি থাকবে এবং কিছু এঞ্জেল তাকে কভার করে থাকবে। তার বিশ্বাস, এই ছবি তার জন্য অনেক প্রশংসা বয়ে আনবে। সবশেষে তিনি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তার জন্য ওয়াচম্যানদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক