How far Gertrude and Ophelia prove the validity of Hamlet’s observation on the frailty of women? বাংলায়

How far do Gertrude and Ophelia prove the validity of Hamlet’s observation on the frailty of women?

earn money

তো এই প্রশ্নটা শুরু করার আগে প্রথমেই আমাদের Frailty শব্দের অর্থটা জানতে হবে।
কি মিয়া, অযথাই প্রশ্ন লিখতে শুরু করেন? তাহলে কি হবে? আগে প্রশ্নের কি পয়েন্ট টা জানতে হবে। খুব সহজ একবার প্রশ্ন। আশা করি একবার রিডিং পড়লেই হয়ে যাবে। তো হ্যামলেট কেন মেয়েদের দুর্বল অবস্থা প্রমাণ করার বৈধতা পাবে?

1. Meaning of the word Frailty

তো Frailty শব্দের অর্থ হচ্ছে দুর্বলতা বা শারীরিক ভঙ্গুরতা। তো এই ড্রামাতে আসলে মেয়েদের দুর্বলতা বোঝানো হয়েছে। তো কেমন দুর্বলতা, বা কোন কোন জায়গায় তাদের দুর্বল মনোভাব প্রকাশ পেয়েছে?

2. Frailty of Woman in Hamlet

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তো হ্যামলেটে Frailty বলতে মেয়েদের মানসিকভাবে যে দুর্বল অবস্থান, অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, কোন কিছুর প্রতি সহজেই ঝুঁকে পড়া ও মেয়েদের লোভটাকে দেখানো হয়েছে।
তো এখানে মূলত দুইটা মহিলা চরিত্রের Frailty দেখানো হয়েছে। কিন্তু এর মাধ্যমে পৃথিবীর সব মেয়েদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। বিষয়টা মাথায় রাখবেন। এই দুইটা চরিত্র হচ্ছে, Gertrude and Ophelia.

3. Frailty in Gertrude

তো Gertrude হচ্ছে হ্যামলেটের মা। আর ওল্ড হ্যামলেট এর স্ত্রী। তার চরিত্রে কয়েক জায়গায় frailty দেখানো হয়েছে। এগুলো sub-point হিসেবে দেওয়া হলো।

*Marrying Claudius immediately after the mysterious death of old Hamlet
( এখানে মূলত স্বামীহীন তার যে দুর্বল অবস্থান সেই দিকে ফোকাস করা হয়েছে। যদিও এই কারণে তাকে হ্যামলেট তার বাবার হত্যাকারী হিসেবে সন্দেহ করেছিল।)

*Lustful attitude
( তো তিনি কিন্তু আগে থেকেই রানী ছিলেন। যদিও তিনি সৎ ছিলেন তবে তার স্বামীর মৃত্যুর পরপরই তার স্বামীর ছোট ভাইকে বিয়ে করাটা তার লোভ হিসেবে দেখা হয়েছে)

*Frailty of Gertrude proved by The Ghost of the old Hamlet
( তো ওল্ড হ্যামলেট তাকে হত্যা করার জন্য তার ভাই ক্লডিযাস এর উপরে রিভেঞ্জ চায়। পাশাপাশি সে আবার হ্যামলেটকে তার মাকে কিছু না বলতেও কড়া ভাবে নিষেধ করে দেয়। এখানে আসলে, হ্যামলেট এর মায়ের যে frailty অবস্থান, এটা ওল্ড হ্যামলেট আগে থেকেই জানতেন। এর কারণ আগেই বলেছি যে, এটাই মহিলাদের ন্যাচার)

*Critics observation of Gertrude’s Frailty:
( তো বিভিন্ন ক্রিটিক তাদের পার্সোনাল জায়গা থেকে বিভিন্নভাবে Gertrude এর frailty উপস্থাপন করেছেন।)

আরো পড়ুনঃ Shakespeare Quotation বাংলা সহ

4. Frailty of Ophelia

তো অফিলিয়া হচ্ছে হ্যামলেটের প্রেমিকা। কিন্তু সে ডেসডিমোনার মতো লয়াল ছিল না। তো এজন্য তার চরিত্রেও Frailty হ্যামলেট দেখেছে।

* Influenced by others
তো অফিলিয়া কিন্তু তার ভাই এবং বাবার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রেও সে হ্যামলেটকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে, তার বাবা এবং ভাইয়ের কথায় গুরুত্ব দিতো। এটাই তো তার অনেক বড় দুর্বলতা ছিল।

*Frailty in Hamlet’s madness
তো হ্যামলেট যখন তার বাবার প্রকৃত খুনিকে বের করতে পাগল হবার অভিনয় করছিল। তখন সে পাগলের মতই আচরণ করে অফিলিয়ার হাত ধরে। অফিলিয়া তাই ব্রেকআপ করে ফেলে। এখানে তার যে দুর্বল মনোভাব বা মানসিকতা তা প্রকাশ পায়।।

*So much passionate
অফিলিয়া হ্যামলেটের প্রতি না হলেও তার বাবার এবং ভাইয়ের প্রতি খুব বেশি আবেগপ্রবণ ছিল। (দেখেন কোথায় আবেগ দেখানোর কথা, আর কোথায় দেখায়?) তো যাই হোক হ্যামলেট যখন ভুলক্রমে অফিলিয়ার বাবাকে মেরে ফেলে, তখন অফিলিয়াল শোক করতে করতে এতটাই কাতর হয়ে যায় যে, সে নিজেও মরে যায়। (কি একটা অবস্থা)

তো শেষে কনক্লুসান দিয়ে দেবেন। আশা করি প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? কি হয়েছে তো? ওই মিয়া কমেন্ট করে জানান!

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক