fbpx

Games at Twilight Bangla Summary

যা থাকছে

Key Facts

  • Writer: Anita Desai (1937-Present)
  • Full Title: “Games at Twilight”
  • Published Date: 1978
  • Genre: Short Story
  • Setting:
    • Time Setting: After 1950
    • Place Setting: India 

Symbols

  • The Shed: The shed symbolizes fear.
  • The Veranda: The veranda symbolizes familiarity. 

Themes

  • Coming of Age, Glory, and Insignificance: Children want to be important to others. But they are forced to accept their own insignificance.
  • Social Hierarchy: The story portrays how social hierarchy begins in Childhood. Their size and age matter a lot. Because of Raghu’s age, every child is bound to hear him. But as a younger member of their group, Ravi is always ignored. 
  • Safety vs. Fear: Ravi feels a sense of fear in the dark shed. But when he realizes that Raghu is outside the shed, he feels a sense of relief. 

আরো পড়ুনঃ The Gift of the Magi Bangla Summary

Characters 

  • Ravi: The protagonist of the story. He wants to win the game, but his dream is shattered ultimately.
  • Raghu: Ravi’s cousin, who becomes “It”. 
  • Mother: Ravi and other children’s mothers. At the beginning of the story, they don’t allow the children to play outside.

Selected Quotations

“Ravi sat back on the harsh edge of the tub, deciding to hold out a bit longer. What fun it they were all found and caught—he alone left unconquered! He had never known that sensation.” – Narrator.

Exp: These lines are examples of Ravi’s determination to win the hide-and-seek game. It symbolizes every human being’s desire to be respected and recognized.

It took them a minute to grasp what he was saying, even who he was. They had quite forgotten him. Raghu had found all the others long ago.” – Narrator

Exp: The game was already over when Ravi came out of hiding. The children were playing another game as Raghu had found them all. Everyone forgot Ravi.

 “He had wanted victory and triumph—not a funeral. But he had been forgotten, left out and he would not join them now.” – Narrator

Exp: Ravi was forgotten and left out by the other kids. Anita Desai probes deep into human/child psychology here as Ravi feels isolated and cries in despair.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


“Don’t be a fool,” Raghu said roughly, pushing him aside, and even Mira said, “Stop howling, Ravi. If you want to play, you can stand at the end of the line,” and she put him there very firmly.”

Exp: The theme of social hierarchy is highlighted in these lines. The social hierarchy and power dynamics can be found even in children’s games. It’s a primitive human instinct.

ses to join. He sits on the grass and begins to agonize over his insignificance.

Games at Twilight Bangla Summary

উদ্যমী জীবন: গল্পের প্রধান চরিত্র রাভি৷ তার পরিবারটি অনেক বড়। সে তার কাজিন রঘুর সাথে বিকালে বাহিরে খেলতে যেতে চায়। সময়টি ছিল গ্রীষ্মকাল এবং সেদিন ভীষণ গরম পড়ে। তাই তাদের মা তাদেরকে বাহিরে খেলতে যেতে দিতে চায় না। কিন্তু ছেলেরা তাদের মাকে রাজি করায় এবং খেলতে যায়। তারা লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়। সবাই লুকাবে, আর রঘু সবাইকে খুঁজে বের করবে বলে ঠিক হয়।

আরো পড়ুনঃ Cat in the Rain Bangla Summary

রাভির প্রত্যাশা: রাভি একটি বদ্ধ জায়গায় লুকায় এবং চিন্তা করে এবার সে জিতবেই। এই বিষয়টি তাকে বেশ আনন্দ দেয়, কারণ এর আগে কোন দিনই সে খেলায় জেতেনি। তাই সে অন্যদেরকে হারানোর সুযোগ পেয়ে বেশ আনন্দিত। রঘু আশেপাশে হাঁটছে এবং বাচ্চাদের খুঁজছে। এদিকে কিছু একটা শব্দ শুনে ভয় পায়। তবে সে সেটা পাত্তা দেয়না। বরং সে বেশ খুশি কারণ তাকে এখনও রঘু খুঁজে পায়নি। প্রায় সন্ধ্যা নেমে আসছে। রাভি জেতার আনন্দে এতটাই মশগুল ছিল যে জিততে হলে বাহিরে বেরিয়ে আসতে হবে এটাই সে ভুলে যায়।

অস্তিত্বের তুচ্ছতা: এভাবে লুকিয়ে কয়েক ঘন্টা কাটানোর পর রাভি বেরিয়ে আসে এবং নিজেকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু অন্য বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে যায়। কারণ তারা রাভির কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল। ইতোমধ্যে তারা একটি নতুন খেলা শুরু করেছে। রাভির অন্যদের হারিয়ে জেতার আনন্দ মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়। সে কান্না শুরু করে। অন্যরা তাকে কান্না থামিয়ে খেলায় যোগ দিতে বললে সে রাজি হয় না। সে ঘাসের উপর বসে নিজের তুচ্ছতার কথা ভেবে কষ্ট পেতে থাকে।

google news
Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক