Gettysburg Address Bangla Summary
Key Facts
- Orator: Abraham Lincoln (1809-65). 16th President of the USA.
- Published Date: 1863
- Main theme: Unity
- Form: Speech
- Genre: Oratory
- Tone: Solemn and Reflective
- Reason: To honor dead soldiers with a piece of land and emphasize the importance of equality and national unity during the Civil War.
- Setting: Time Setting: During the American Civil War, November 19, 1863.
- Place Setting: The National Cemetery at Gettysburg, Pennsylvania.
Meaning of Gettysburg Address: Gettysburg is basically the name of a place in America. And the word Address means speech.
Symbols
- Four Score and Seven Years Ago: Represents the passage of time and emphasizes the significance of the nation’s history.
- Conceived in Liberty: Symbolizes the nation’s birth and ideals rooted in freedom.
- Civil War Battlefield: Represents the sacrifice and bloodshed of those who fought.
- New Birth of Freedom: Symbolizes the hope for a transformed and united nation.
- Government of the People, by the People, for the People: Highlights the idea of a democracy and the power of the people.
Selected Quotations
“Four score and seven years ago, our fathers brought forth on this continent a new nation, conceived in Liberty, and dedicated to the proposition that all men are created equal.”- Abraham Lincoln.
This quote emphasizes the birth of a new nation founded on freedom and equality, referencing the time of the Declaration of Independence, “four score and seven years ago,” which is 87 years.
“The world will little note, nor long remember what we say here, but it can never forget what they did here.”
This quote highlights that people may forget spoken words but will always remember significant actions and deeds.
“Now we are engaged in a great civil war, testing whether that nation, or any nation so conceived and so dedicated, can long endure.”
The quote reflects that a significant internal conflict is underway to determine if a nation founded on certain principles can withstand the test of time.
“It is for us the living, rather, to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced.”
The quote emphasizes that the living should continue the work of those who fought to honor their noble efforts rather than seeking recognition for themselves.
“Government of the people, by the people, for the people, shall not perish from the earth.”
This quote emphasizes that a government formed and maintained by its citizens will endure.
Themes
Dedication: Lincoln emphasizes the dedication of the soldiers and the nation to the principles of liberty and equality.
Equality: He highlights the idea that all men are created equal, reflecting the importance of equality as a foundational American value.
Perseverance: Lincoln speaks of the ongoing struggle to ensure a government “of the people, by the people, for the people,” underscoring the idea of continuous effort for the common good.
National Unity: The address stresses the importance of maintaining a united nation, emphasizing that the Civil War is a test for preserving the Union.
Democracy: Lincoln speaks to self-governance and the idea that the people hold the power to shape their government and future.
Sacrifice: He honors the sacrifices made by soldiers and emphasizes their role in upholding the principles of liberty and democracy.
Memorializing the Fallen/ Dead Soldiers: The speech is delivered at a cemetery, symbolizing the need to honor and remember those who died in the battle.
Freedom: While not explicitly stated, the overall message of the address aligns with the struggle for freedom and the preservation of a nation where individuals can enjoy their rights and liberties.
Characters
- Abraham Lincoln (Good): 16th President of the USA and orator of the Gettysburg Address. He abolished slavery in America.
- Jefferson Davis (Bad): Jefferson Davis was the Confederate States of America president during the American Civil War.
- General Robert E. Lee (Bad): General Robert E. Lee was the commander of the Army of Northern Virginia in June 1862. He commanded all the Confederate armies.
- George G. Meade (Good): George G. Meade was a Union major general. He defeated Robert E. Lee and the Army of Northern Virginia in the Battle of Gettysburg (1863).
Background: গেটিসবার্গ মূলত আমেরিকার একটি স্থানের নাম। আর Address শব্দের অর্থ ভাষণ। Gettysburg নামক স্থানে বিখ্যাত আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১৯শে নভেম্বরে যে ভাষণ দিয়েছিলেন, সেটিই এই গল্পের মূল বিষয়বস্তু। তার এই ভাষণের কারণ জানতে হলে আমাদেরকে আমেরিকান গৃহযুদ্ধ সম্পর্কে জানতে হবে।
American Civil War: ১২ই এপ্রিল ১৮৬১ থেকে ২৬শে মে ১৮৬৫ সাল পর্যন্ত আমেরিকায় গৃহযুদ্ধ হয়। দাস প্রথাকে কেন্দ্র করে এই যুদ্ধটা হয়েছিল আমেরিকার দুইটা পার্টের মধ্যে।
- The Union (The North) সরকারপক্ষ: Against the slavery system
- The Confederacy (The South) 11 States: Supported slavery system
১৮৬৫ সালের ২৬শে মে The Confederacy/ South গ্রুপ পরাজয় বরণ করলে এই যুদ্ধ শেষ হয়। আর এরপর থেকেই আমেরিকা থেকে দাস প্রথা উঠে যায়। আমেরিকার গৃহযুদ্ধে প্রায় ৬ লক্ষ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
Cause of American Civil War: ঊনবিংশ শতকের দিকে আমেরিকায় ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি হতে থাকে। তখন আমেরিকার উত্তর পার্টে প্রচুর কলকারখানা গড়ে ওঠে। এজন্য এই অঞ্চলে কৃষিকাজ কমতে শুরু করে। তাই তাদের দাসের প্রয়োজন হতো না। কিন্তু দক্ষিণ অংশে তখনো কৃষিই আয়ের প্রধান উৎস ছিল। অর্থাৎ তৎকালীন সময়ে দক্ষিণ অংশে ইন্ডাস্ট্রি খুব একটা গড়ে ওঠেনি। এজন্য দক্ষিণ অংশের সাদা চামড়ার মানুষেরা কৃষির উপরে নির্ভর করতো এবং কৃষি কাজ করতে আফ্রিকা থেকে দাস কিনে আনতো। তাই তারা দাস প্রথাকে সমর্থন করছিল। কিন্তু উত্তর অংশের মানুষদের দাসদের প্রয়োজন হচ্ছিল না, তাই দাসপ্রথাকে সমর্থন করছিল না। এরই মধ্যে আব্রাহাম লিংকন ১৮৬০ সালে আমেরিকার ১৬তম হিসেবে প্রেসিডেন্ট হন। তিনি নির্বাচনে জয়ী হওয়ার আগে থেকেই বলে আসছিলেন, তিনি নির্বাচিত হলে আমেরিকা থেকে দাসপ্রথা তুলে দেবেন।
এটা শোনার পরে আমেরিকার দক্ষিণ অংশের মানুষেরা প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে যায়। তারা মনে করে প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে কাজ করছে। এজন্য দক্ষিণ অংশের প্রেসিডেন্ট Jefferson Davis এর নেতৃত্বে দুইটা ঘোষণা দেওয়া হয়।
- আমেরিকার দক্ষিণের ১১ টি স্টেট আমেরিকা থেকে আলাদা হয়ে যাবে
- দক্ষিণের ১১ টি স্টেটে দাসপ্রথা থাকবে
এই দুইটা বিষয় আব্রাহাম লিংকন কোনোভাবেই মেনে নেননি। এজন্য আমেরিকার দুই অংশের মধ্যে শুরু হয় যুদ্ধ, যা কিনা আমেরিকার ইতিহাসে গৃহযুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটা বিভিন্ন জায়গায় হচ্ছিল। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে Gettysburg. গেটিসবার্গে জুলাই ১ থেকে জুলাই ৩, ১৮৬৩ সালে একটি গৃহযুদ্ধ হয়। এবং এই যুদ্ধে অনেক বীর যোদ্ধা নিহিত হন। তাই প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১৯শে নভেম্বরে এই জায়গায় একটা ভাষণ দেন। তার এই ভাষণটাই হচ্ছে Gettysburg Address. গেটিসবার্গ জনসমাবেশের মূল উদ্দেশ্য ছিলো এসব বীরদের সমাধিস্থলের জন্য কিছু জমি উৎসর্গ করা। ১৮৬৫ সালের ২৬শে মে The Confederacy/ South গ্রুপ পরাজয় বরণ করলে এই যুদ্ধ শেষ হয়। আর আমেরিকা থেকে চিরতরে দাস প্রথা দূর হয়।
১৯৬৩ সালের ১ থেকে ৩ জুলাই অর্থাৎ তিন দিন ধরে Gettysburg শহরে Gettysburg এর যুদ্ধ হয়েছিল। General Robert E. Lee আমেরিকার দক্ষিণ অংশের অর্থাৎ The Confederacy এর নেতৃত্ব দিচ্ছিলেন। অপরদিকে সরকারপক্ষ বা The Union এর হয়ে Gettysburg যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল George G. Meade. এই তিন দিনের যুদ্ধে মোট ১ লক্ষ ৭০ হাজার মানুষ যোগদান করেছিলেন। দক্ষিণ অংশ থেকে ২৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। আর উত্তর অংশ থেকে প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন:Of Studies Bangla Summary
Background: Gettysburg is basically the name of a place in America. And the word Address means speech. The famous American President Abraham Lincoln’s speech at Gettysburg on November 19, 1863, is the main subject of this speech. To understand the reason for his speech, we need to know about the American Civil War.
American Civil War: From 12th April 1861 to 26th May 1865, there was a civil war in America. This war centered on slavery and was fought between two parts of America.
- The Union (The North) government side: Against the slavery system
- The Confederacy (The South) 11 States: Supported slavery system
The war ended on May 26, 1865, when the Confederacy/Southside was defeated. And since then, slavery has been removed from America. About 620,000 people died in the American Civil War.
Cause of American Civil War: During the 19th century, great economic prosperity existed in America. At that time, many factories were built in northern America. Because of this, agriculture started to decline in this region. So they did not need slaves. However, agriculture was still the main source of income in the southern part. In other words, the industry was not developed much in the southern part then. Because of this, the white people of the South depended on agriculture and bought slaves from Africa to do agricultural work. So, they were supporting slavery. But people in the North didn’t need slaves, so they didn’t support slavery. Meanwhile, Abraham Lincoln became America’s 16th president in 1860. Even before he won the election, he had been saying that if elected, he would abolish slavery in America.
After hearing this, the people of the southern part of America turned against the president. They think the president is working against them. Two proclamations were made under the leadership of Southern President Jefferson Davis.
- Southern states of America will secede from America.
- Southern states would have slavery.
Abraham Lincoln did not accept these two things. Because of this, the war started between the two parts of America, known as the Civil War in American history. This war was taking place in different places. Gettysburg is an important place among them. A civil war was fought at Gettysburg from July 1 to July 3, 1863. And many brave warriors were involved in this battle. President Abraham Lincoln gave a speech at this place on November 19, 1863. His speech is the Gettysburg Address. The main purpose of the Gettysburg rally was to dedicate some land for the burial of these heroes. The war ended on May 26, 1865, when the Confederacy/Southside was defeated. And slavery is forever removed from America.
The Battle of Gettysburg was fought in the city of Gettysburg for three days, from July 1 to 3, 1963. General Robert E. Lee led the American South, i.e., The Confederacy. On the other hand, General George G. Meade led the battle of Gettysburg for the government side or The Union. A total of 1 lakh 70 thousand people participated in this three-day war. 28 thousand people died in the southern part. And about 20 thousand people died in the northern part.
Gettysburg Address Bangla Summary
আমেরিকার স্বাধীনতার ইতিহাস: (One Score= 20 Years)
শুরুতেই আব্রাহাম লিংকন বলেন, ৮৭ বছর আগে অর্থাৎ ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পরে দেশটিতে বিভিন্ন নিয়ম-নীতি তৈরি করা হয়। এবং নতুন করে সংবিধান তৈরি করা হয়। এই সংবিধান অনুযায়ী দেশের প্রতিটা মানুষ হবে স্বাধীন এবং সবাই সমান অধিকার পাবে। কিন্তু দাসপ্রথা থাকার কারণে নিগ্রোরা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল।
Gettysburg যুদ্ধে জীবন উৎসর্গকারী বীরদের প্রতি সম্মান দেখানো : এরপর আব্রাহাম লিংকন বলেন, বর্তমানে আমেরিকায় গৃহযুদ্ধ চলছে। আমেরিকা নতুন একটা জাতি হিসেবে বর্তমানের এই গৃহযুদ্ধ মোকাবেলা করাটা অনেক কঠিন হবে। এরপর তিনি বলেন, যারা এই Gettysburg যুদ্ধে দাস প্রথা তুলে দেওয়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে, তাদের জন্য এক খন্ড জমি উৎসর্গ করা হবে। এতে করে তাদের এই জীবন উৎসর্গকে সম্মান দেখানো হবে।
জীবন উৎসর্গকারী বীরদের মনে রাখার ব্যবস্থা করা: এরপর আব্রাহাম লিংকন বলেন, এই এক টুকরো জমি উৎসর্গ করা কিন্তু ওই বীরদের জীবন উৎসর্গ করার কাছে কিছুই না। অর্থাৎ যারা মূলত দাসপ্রথা দূর করার জন্য এই Gettysburg শহরে যুদ্ধ করেছেন, তাদের আত্মত্যাগের কাছে এই এক টুকরো জমি দান কিছুই নয়। এই এক টুকরো জমি তাদের সম্মান বাড়াবেও না, কমাবেও না। তাও তিনি এইটুকু জমি উৎসর্গ করতে চান। এতে করে মানুষ তাদের মনে রাখবে এবং সম্মান করবে। আব্রাহাম লিংকন এটাও বলেন যে, আজকে তিনি যে বক্তব্যটা দিচ্ছেন, এটা হয়তো সবাই ভুলে যাবে। কিন্তু এই বীরদের আত্মত্যাগ কেউ ভুলবে না। জীবন উৎসর্গকারী এই বীরদের স্বপ্ন যেন বৃথা না যায়। তাদের স্বপ্ন ছিল মূলত, আমেরিকায় সবাই স্বাধীনভাবে বসবাস করবে এবং সবাই সমান অধিকার পাবে।
আরো পড়ুন: I Have a Dream Bangla Summary
আব্রাহাম লিংকনের সরকার ব্যবস্থা: আব্রাহাম লিংকন এবার বলেন, তিনি এমন একটা সরকার গঠন করতে চান, যেই সরকার কিনা জনগণের দ্বারা নির্বাচিত হবে, জনগণের জন্য কাজ করবে এবং জনগণের দ্বারা পরিচালিত হবে। আর জীবন উৎসর্গকারী বীরদের স্বপ্ন অর্থাৎ স্বাধীন দেশের স্বপ্ন কখনোই বৃথা যাবে না।
Very helpful for me, thanks for your explanation.