Importance of Historical Sense as a Theory of Poetry

Evaluate the Importance of historical sense as a theory of poetry 

earn money

হিস্টোরিকাল সেন্স বলতে অতীত সম্পর্কে অথেনটিক এবং সঠিক ধারণা রাখা। এর মাধ্যমে লিটারেচার খুব বেশি ক্রিয়েটিভ হয়।

  1. Understanding the Past: 

টিএস এলিয়ট বলেছেন একজন কবির অতীত সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। একজন কবি শুধুমাত্র ইন্সপিরেশন নেওয়ার জন্য অতীত পড়বে না, বরং গাইডলাইন এবং জ্ঞান আহরণের জন্য অতীত সম্পর্কে স্টাডি করবে।

2. Tradition and Innovation:

ট্রেডিশন কে ভ্যালু দিয়ে একজন লেখক নতুন কিছু ইনোভেশন করবে। অর্থাৎ এখানে অতীতকে অর্থাৎ হিস্টোরি কে প্রাধান্য দিতেই হবে। তাহলে দুইটার সংমিশ্রণে খুব ভালো একটা রাইটিং হবে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরোঃ How the American Scholar is influenced by Nature

3. Historical Context:

এলিওট এটা বিশ্বাস করেন যে কবিতাকে হিস্টোরিকাল কনটেক্সট থেকে আলাদা করা যাবে না। এই হিস্টোরিকাল কন্টেক্সট নিয়ে যখন কোন কবি লিখেন তখন তিনি যেমন জ্ঞানের ক্ষেত্রে সমৃদ্ধ হন, রিডারও তেমনি সমৃদ্ধ হন।

4. Language and Tradition:

ভাষাটাও কিন্তু হিস্টোরিক্যাল একটা কনটেন্ট। একেক সময়ের খুবই এক এক সময় তাদের গ্রেট লেখনি গুলো লিখেছেন। ভাই যখন তাদের রেফারেন্স টানতে হবে, তখন সেই কবির ভাষা ব্যবহারের ক্ষেত্রে বর্তমান কবির একটু সচেতনতা অবলম্বন করা উচিত।

আরোঃ Pre Established Harmony বাংলায়

5. The Role of the Poet:

এলিয়ট বিশ্বাস করেন যে সমাজে কবির অনেক গুরুত্ব রয়েছে। আর তাদের লেখনি সমাজ পরিবর্তনের হাতিয়ার। বর্তমানে যারা লিখছে তাদের লেখনী একসময় ইতিহাস হয়ে যাবে। তাই তাদের সর্বোচ্চ সতর্কতা দিয়েই দেখা উচিত।

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক