fbpx

Relationship Between Tradition and Individual Talent

How important is the relationship between tradition and Individual Talent

ট্র্যাডিশন ও ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর রিলেশন কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েই এই প্রশ্ন।

1.The concept of tradition: 

এলিয়ট ট্র্যাডিশনকে বৃহৎ পরিসরে ব্যাখ্যা করেছেন। জেনারেশন থেকে জেনারেশন পর্যন্ত চলে আসা বিলিভ ও কাস্টম ট্র্যাডিশন নয়। ট্র্যাডিশন মূলত অতীত এবং বর্তমানের সংমিশ্রণ।

More: How the American Scholar is influenced by Nature

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


2.The role of the individual talent: 

এলিয়ট ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে স্বীকৃতি দিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন যে এই ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ট্রেডিশন হতে একাকী থাকতে পারেনা। বরং ট্রেডিশন ও ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট একে অন্যের সাথে সম্পৃক্ত।

3. The relationship between tradition and the present moment: 

ইলিয়ট বলেছেন ট্রেডিশন স্টেটিক নয়। বরং এটা আরো বেশি সমৃদ্ধ হচ্ছে নতুন নতুন ক্রিয়েটিভ আর্ট এর মাধ্যমে। এতে করে বর্তমান আর্ট গুলো বোঝাও আরো বেশি সহজ হবে। এজন্য তিনি ট্র্যাডিশনকে বোঝার প্রতি অনেক বেশি জোর দিয়েছেন।

More: Importance of Historical Sense as a Theory of Poetry

4.The concept of impersonality: 

google news

Impersonal থিওরি অনুযায়ী কবি কবিতায় তার ইমোশন ও সাবজেক্টিভ ফিলিংস প্রকাশ করবে না। সাবজেক্টিভিটি এর পরিবর্তে এলিয়ট অবজেক্টিভিটি দেখিয়েছেন। এলিওট বিশ্বাস করতেন ভাষার মাধ্যমে আবেগ প্রকাশ করা অসম্ভব। তাই তিনি এই অবজেক্টিভিটি ব্যবহার করেছেন। এর মাধ্যমে নির্দিষ্ট কোন বিষয়ে রিডারকে স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব। এটা মূলত ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নয় বরং ইন্টেলেকচুয়াল অ্যাপিয়ারেন্স।

5. The relationship between past and present: 

এর অর্থ হচ্ছে অতীত বর্তমানের মধ্যে মিলবন্ধন দেখানো। ট্রেডিশন দ্বারা এলিয়ট সেকেলে কোন কিছু বোঝান নি , বর্তমানকেও বুঝিয়েছেন। ঠিক তেমনি কবিতাও অতীত ও বর্তমানের বিষয়বস্তুর সংমিশ্রনেই তৈরি। আবার এলিয়ট এটাও বলেছেন যে, অতীতের সাথে বর্তমানের সংযোগ একদম নিকটবর্তী। (তিনি বুঝিয়েছেন, একটু পরেই কোন কিছু অতীত হয়ে যায়)। তাই একজন লেখকের অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে লেখা উচিত।

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক