fbpx

How Did Mick want to Decorate his Room? (বাংলায়)

Question: How did Mick want to decorate his room?

earn money

হ্যারল্ড প্রিন্টারের The Caretaker নাটকে মিক একটি গুরুত্বপূর্ণ চরিত্র যে নিজের মনের মত করে ঘর সাজাতে চায়। পুরো গল্প জুড়েই মিকের ঘর সাজানোর বিভিন্ন আইডিয়া তার কতৃত্ব এবং আধিপত্য বিস্তারের মনোভাবকে চিত্রায়িত করে। 

মিক আধুনিকতার ছোঁয়ায় তার ঘর সাজানোর স্বপ্ন দেখে। সে বলে , “I’m gonna make this place the last word in modern living,” যা তার সমসাময়িক এবং অত্যাধুনিক পরিবেশ তৈরির আকাঙ্খা ব্যক্ত করে।

আরো পড়ুনঃ Discuss how T. S. Eliot Reflects the Disorder and Decay of Modern Civilization in his Poem ‘The Waste Land’.(বাংলায়)

মিক তার ঘর সাজানোর পরিকল্পনা করে। সে জানায়, “I’m gonna put in a shower, and a bidet, and a waste disposal, and a spin-dryer. And a refrigerator. And I’m gonna rip out the kitchen.” এই উক্তি দ্বারা মিকের আধুনিক এবং আরামদায়ক জীবনের প্রতি আকর্ষণ ফুটে ওঠে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এছাড়াও মিক ঘরটিকে আধুনিক আন্দাজে সাজাতে চায়। সে ব্যক্ত করে, “partition…with a door in it” (Act 1). এর পাশাপাশি সে একটি ছোট্ট রান্নাঘরও রাখতে চায়,  “I want to put a kitchen in that corner over there” (Act 1).

যাহোক, মিকের এই ঘর সাজানোর পরিকল্পনার আড়ালে একটি ভিন্ন চিন্তাধারা আছে। তার পরিকল্পনা জাহির করার সময় মিক বলে,

“I’m not gonna have any slobs around here. It’s gonna be like an operating theatre.” 

আরো পড়ুনঃ

মিকের এই কথা দ্বারা তার ক্ষমতা খাটানোর মনোভাব স্পষ্টভাবে প্রতীয়মান হয়। সমস্ত নাটকে তার এই ঘর সাজানোর পরিকল্পনা তার কতৃত্ব বিস্তারের মনোভাবকেই তুলে ধরে মাত্র।

পরিশেষে বলতে পারি, The Caretaker নাটকে মিকের ঘর সাজানোর স্বপ্ন মূলত তার আধুনিকতার আকাঙ্খা, শিল্পীমনের বহিঃপ্রকাশ, এবং কতৃত্বকেই ইঙ্গিত করে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক