fbpx

How Did Sydney Carton Lay His Life to Save Charles Darnay’s Life? (বাংলায়)

Question: How did Sydney Carton lay his life to save Charles Darnay’s life? Or, How does Sydney Carton save Charles’ life?

চার্লস ডিকেন্স এর “A Tale of Two Cities”-এ, সিডনি কার্টন একজন জটিল এবং সমস্যাযুক্ত চরিত্র যে তার ভালোবাসার স্বামী চার্লস ডার্নেকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়। চলো এখানে আমরা দেখি  সিডনি কার্টন কীভাবে চার্লস ডার্নের জীবন বাঁচায়  :

প্রেম এবং ত্যাগ: সিডনি কার্টুন লুচিকে  অনেক ভালোবাসে। ফলশ্রুতিতে সে তার ভালোবাসার প্রতিদান স্বরূপ লুচি র  স্বামীর  ডার্নের জীবন রক্ষা করতে সে তার জীবনকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং গিলোটিনের সম্মুখে  অবস্থান নেয়।

সাদৃশ্য: সিডনি কার্টন ও চার্লস ডার্নে শারীরিকভাবে একই ধরনের এবং দেখতেও একই রকম । দেখলে মনে হয় তারা দুইজন জমজ ভাই। আর এই সুযোগটি কাজে লাগিয়ে সিডনি কার্টন চার্লস ডার্নের জীবন রক্ষা করতে সক্ষম হয়।

আরো পড়ুনঃ Evaluate Medea as a Tragic Heroine. (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ



পরিকল্পনা: সিডনি কার্টন চার্লস ডার্নেকে বাঁচানোর জন্য জেলখানার মধ্যে স্থান পরিবর্তন এর সিদ্ধান্ত নেয়। এবং সে জেলখানার দারোয়ান কে কব্জা করে চার্লস ডার্নের স্থানে অবস্থান করে এবং চার্লস ডার্নে সিডনি কার্টনের পরিচয় দিয়ে জেলখানা থেকে বের হয়ে যায় পরবর্তীতে চার্লস ডার্নের পরিবর্তে সিডনি কার্টন কে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং চার্লস ডার্নে লুসি এবং এবং তার পরিবারের অন্যান্য সদস্দের দিয়ে নতুন ভাবে বাঁচার সুযোগ পায়।

শেষ কথা: সিডনি কার্টনের ফাঁসি কার্যকর হওয়ার পূর্বে তিনি একটি বিখ্যাত উক্তি বলেন “হতাশাগ্রস্ত জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে আমার এ জীবন উৎসর্গ করাই অনেক শ্রেয় এবং এটা আমার জন্য অনেক ভালো কাজ হবে যেটা এখন পর্যন্ত আমি করিনি”

সিডনি কার্টনতার এই উক্তির মাধ্যমে তার ভাগ্যকে গ্রহণ করে এবং মনে করে তার  এই আত্মত্যাগ তার জীবনের বিগত সময়ের অপকর্মের প্রায়শ্চিত্ত হবে।

মুক্তি এবং শান্তি: সিডনি কার্টন তার আত্মত্যাগের মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পায়। তিনি তার মনকে এ বলে সান্ত্বনা দেন যে তার আত্মত্যাগের মাধ্যমে চার্লস ডার্নে এবং লুসি তার পরিবার নিয়ে সুখ স্বাচ্ছন্দে তাদের জীবন অতিবাহিত করতে পারবে এবং সিডনি কার্টন তাদের হৃদয়ের গভীরে বসবাস করার সুযোগ পাবে।

আরো পড়ুনঃ Consider Phaedra as a Tragedy of Unrequited Love (বাংলায়)

উপসংহারে সিডনি কার্টন নিজের জীবনের বিনিময়ে চার্লস ডার্নের জীবন রক্ষা করার মাধ্যমে  তার চূড়ান্ত প্রেম এবং সাহসিকতার পরিচয় দেয়।  ডিকেন্স সিডনি কার্টনের  আত্মত্যাগের মাধ্যমে এই মেসেজ দিয়েছেন যে প্রকৃত প্রেম মানুষকে শক্তিশালী এবং ব্যক্তিগত ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

google news
Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক